ব্লু হোয়েলকে চ্যালেঞ্জ জানিয়ে যৌনতার গেম রেড হোয়েল
প্রতীকী ছবি মারণ অনলাইন গেম ‘ব্লু হোয়েল’। এই গেমের আতঙ্ক কাটাতে একটি ব্রিটিশ ওয়েবসাইট এবার নতুন ধরনের গেম নিয়ে এল। এখানেও ব্লু হোয়েলের ধাঁচে প্রতিদিন একটি করে নতুন ‘টাস্ক’ দেওয়া হবে গেমারদের। ব্রিটিশ ওয়েবসাইট গেমটির নাম দিয়েছে রেড হোয়েল। তবে ব্লু হোয়েলের সঙ্গে এই গেমের পার্থক্য তিনটে। প্রথমত, এই গেম একা খেলা যাবে না। খেলতে হবে প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী–স্ত্রীর মধ্যে। দ্বিতীয়ত ব্লু হোয়েলের মতো ৫০ দিন নয়, রেড হোয়েল নামে এই খেলা চলবে ৩০ দিন ধরে এবং ইতিবাচক যৌনতাই এই গেমের প্রধান শর্ত। ওয়েবসাইটটির দাবি, মানসিক অবসাদই ব্লু হোয়েলের মতো গেমের দিকে মানুষকে আকৃষ্ট করে। অবসাদ কাটানোর সেরা ওষুধ যৌনতা।…