লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় ফাতেমা নামে এক রোগীর মৃত্যু : চিকিৎসকসহ ৪জন আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসএমকে হাসপাতালে (প্রাইভেট লি.) ভুল চিকিৎসায় ফাতেমা বেগম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ চার জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে থানা পুলিশ গণমাধ্যমকে কোনো তথ্য দিতে রাজি হননি।

নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, ফাতেমা জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এসএমকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক কাজী ফয়েজা আক্তারের (গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ গ্রিণ লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল) তত্ত্বাবধানে ফাতেমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভোরে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন চিকিৎসক। এসময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়। কিন্তু এরআগেই ভুল চিকিৎসায় ফাতেমার মৃত্যু হয়েছে বলে জানান ইসমাইল।

এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরআগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ চার জনকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।




এ কেমন ডিম! (ভিডিও)

ডিমের ভিতরে সাদা অংশ আর কুসুম ছাড়া অন্য কিছুর কথা আমরা ভাবতেও পারি না। তবে সম্প্রতি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও আমাদের এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুবিশাল ডিমকে ভাঙা হচ্ছে এবং তার ভিতর থেকে বেরিয়ে আসছে অবধারিত কুসুম ও সাদা অংশ। কিন্তু সেই সঙ্গে বেরিয়ে আসছে আরও একটা আস্ত ডিম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম চেঞ্জপোস্ট জানাচ্ছে, প্রথম ডিমটির ছিল প্রায় ৩.৫ ইঞ্চি। এবং এর ভিতরেই অবস্থান করছিল অপেক্ষাকৃত ছোট ডিমটি।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ‘ডিমের ভিতরের ডিম’ এর বৈজ্ঞানিক নাম- ‘কাউন্টার-পেরিস্ট্যালসিস কন্ট্র্যাকশন’। যখন কোন মুরগি একটি ডিম পাড়তে পাড়তে দ্বিতীয় একটি পাড়তে শুরু করে তখন এমনটা হতে পারে। প্রথম ডিমটি দ্বিতীয় ডিমটির ভিতরে ঢুকে যায়। তবে এটি একটি বিরল ঘটনা।

এমন ডিম খেলে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও জানান বিশেষজ্ঞরা।

https://www.youtube.com/watch?time_continue=7&v=pqUzvn4Z7Rc

 




লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নারী কর্মী আটক

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গোপন বৈঠক করা অভিযোগে জামায়তের ১৫ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের কামানখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাখি আক্তার, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, লাকি বেগম, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, তানিয়া ও জাহেরা। তারা দালাল বাজারের ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তবে আটকদের দলীয় পদবী ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। থানা পুলিশ জানায়, ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নারীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৫ জন নারীকে আটক করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গোপন বৈঠক করার সময় আটক নারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছ




রামগতিতে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকে মনোনয়নে দাবি

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলা বিএনপির উপদেষ্টা। বিএনপি থেকে পদত্যাগ না করেই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহের সমর্থনে মনোনয়ন পেয়েছেন তিনি।

এসব অভিযোগ তুলে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলের
তৃণমূল নেতাকর্মীরা।

আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গত মঙ্গলবারের (১৪ নভেম্বর) সভায় আনোয়ার হোসেনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, আনোয়ার হোসেন গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মুসলিম লীগ, জাসদ, জাতীয় পার্টি ও বিএনপির হয়ে একাধিকবার আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। অথচ তাকে মনোনয়ন পাইয়ে দিতে ওই সভায় দলীয় কাউন্সিলরদের প্রভাবিত করেছেনেএমপি মো. আবদুল্লাহ।

তারা বলেন, ‘সভায় পূর্বপরিকল্পিতভাবে বিএনপির মিশন বাস্তবায়ন করা হয়েছে। আমরা তা হতে দেবো না। প্রকৃত আওয়ামী লীগের নেতাদের নিয়ে মাঠে থাকবো’।

তাদের দাবি, ‘আমরা আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পক্ষে আছি। যার দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন, যাদের আমরা সব সময় বিপদে কাছে পেয়েছি- আমরা সেসব পরীক্ষিত নেতাদের মধ্য থেকে একজনকে মনোনয়নের দাবি জানাই’।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের বলেন, সংসদ সদস্য আবদুল্লাহ রামগতিতে বিএনপি-জামায়াত পুনর্বাসন কেন্দ্র করছেন। বিএনপির উপদেষ্টাকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে তিনি কাউন্সিলরদের প্রভাবিত করেছেন।

রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আনোয়ার হোসেন গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ভোটে লড়েছেন। তিনি উপজেলা বিএনপির উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এখনও দল থেকে পদত্যাগ করেননি।

অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য মো. আবদুল্লাহ বলেন, ‘কাউন্সিলরদের প্রভাবিত করার কথাটি সত্য নয়। আনোয়ার হোসেন ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেছেন। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী যাচাই-বাছাই করা হয়েছে’।




পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা

পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকবে।

জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং [email protected]  ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এতদিন এ সেলে শুধু অফিস চলাকালে অভিযোগ গ্রহণ করা হতো।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে বলেও জানায় সংস্থাটি।




লক্ষ্মীপুরে শিশু শ্রমিক সোহেলকে  নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে সোহেল নামে ১০ বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কালু মিয়া ও জবিউল্যাহ পাটোয়ারী নামের দুই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার রাতে নির্যাতনের শিকার শিশু সোহেলের মা আনোয়ারা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, শিশু শ্রমিককে নির্যাতনের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর মামলা নেয়া হয়েছে। দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, সদর উপজেলার কুশাখালীর বাসিন্দা শহিদুল হোসেনের ছেলে স্থানীয় মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন শিশু সোহেল। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মান্দারী বাজারের পাশে বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশে আসার সময় সে একটি বাগানে মল ত্যাগ করে। এ জন্য জবিউল্যা ও কালু পাটোয়ারি তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও ঝাড়ু দিয়ে বেধড়ক পেটায়। বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।




বাংলাদেশে প্রথম রোবট রেস্টুরেন্ট

Dhaka: রোবট ঘুরছে রেস্টুরেন্ট জুড়ে। কাস্টমারদের সঙ্গে কথা বলছে সে। নিচ্ছে গ্রাহকদের পছন্দের খাবারের অর্ডার। আবার রোবটের পেছনে থাকা মনিটরের স্ক্রিনে ভেসে ওঠা বাটন টিপে গ্রাহকরাও দিচ্ছেন খাবারের অর্ডার।

শক্তিশালী ওয়াই-ফাইয়ের মাধ্যমে সে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে রান্নাঘরে থাকা শেফের কাছ। ঝটপট তৈরি হচ্ছে খাবার। দ্রুত সেই খাবার নিয়ে ওই রোবটই হাজির হচ্ছে নির্দিষ্ট টেবিলে।

উন্নত দেশগুলোতে এ সেবা চালু হয়েছে আগেই। এবার পেতে যাচ্ছেন এ দেশের মানুষও। রাজধানী ঢাকাতেই পাওয়া যাচ্ছে যান্ত্রিক রোবটের কাছ থেকে ‘মানবিক’ এ সেবা।

দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ডে। রেস্টুরেন্টটিতে শুধুমাত্র রোবটই গ্রাহকদের খাবার সরবরাহ করছে।
মিরপুর রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে প্রধান সড়কের ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টটি যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশ ও চীন।

বুধবার ( ১৫ নভেম্বর) নিজস্ব অডিটোরিয়ামে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। যাত্রা শুরু উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং রোবট প্রস্তুতকারী চীনা সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের  প্রথম রেস্টুরেন্ট, যেখানে রোবটের মাধ্যমে গ্রাহকদের খাবার সরবরাহ করা হবে।  এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন মাইলফলক এবং নতুন দিগন্তের সূচনা হলো।

শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, ‘অনেক সময় দেখা যায় যে, ওয়েটাররা কয়েক ঘণ্টা কাজের পর ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্ত অবস্থায়ই তারা গ্রাহকদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না। তাই যখন রোবট খাবার সরবরাহ করবে, তখন এটি গ্রাহককে আরও ভালো সেবা দিতে পারবে। সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে। বিশেষ করে শিশুরা বেশি রোমাঞ্চিত হবে’।

‘প্রাথমিক অবস্থায় আগামী একমাস শিশুদের ‘কিডমিল’ এবং দেশি খাবারের সেটফুড পরিবেশিত হবে। যার মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার বেশি হবে না’।

তিনি আরও বলেন, ‘খাবারের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে, যেন সকল শ্রেণীর মানুষই এ সেবা নিতে পারেন। শিশুদের জন্য বিশেষ কিছু খাবারও থাকছে। খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় রাখা হবে, যেন পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ এখানে খেতে আসতে পারেন’।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রোবটের কার্যক্রম প্রত্যক্ষ করেন অনেক গ্রাহক। উপস্থিত সবার জন্যই এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

রেস্টুরেন্টটির পরিচালক আরো বলেন, ‘একজন ওয়েটারের পক্ষে সব সময় খাবারের গুণগতমান নিশ্চিত করা ও জীবানুমুক্ত থাকা সম্ভব হয় না। তাই আমরা রোবটকে দিয়ে এসব কাজ করাচ্ছি। প্রাথমিকভাবে দু’টি রোবট কাজ করছে’।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ বাংলাদেশে রোবট ডিজিটালাইজেশনে যেকোনো সহযোগিতা করতে সব সময় প্রস্তুত রয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ারুন নবী মজুমদারের দুই সন্তান তাসিন রওনাক নবী ও রাহিন রাইয়ান নবী বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়ণরত অবস্থায় চীনে যান। সেখানে তারা চীনের রোবটদের দিয়ে খাবার সরবরাহ পদ্ধতি দেখে আকৃষ্ট হন। এরপর সংশ্লিষ্ট রোবট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়ার্জের সঙ্গে বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট চালুর বিষয়ে আলোচনা করেন। ওই আলোচনার ভিত্তিতেই এটি বাংলাদেশে চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অংশ নেন রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী, এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ, কাস্টমার রিলেশন ম্যানেজার তানভিরুল হক।




কমলনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

লক্ষ্মীপুর:

লক্ষীপুরের কমলনগরে খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল খরিপ-২ ২০১৭ইং মৌসুমে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে কমলনগর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে চরজাঙ্গালিয়া এলাকার হাসান আলী আইএফএম কৃষক মাঠ স্কুলে মাঠে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা) মো.আব্দুচ সোবহান।

এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. সফি উদ্দিন।

উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রফিক উল্যাহ মুরাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুশান্ত কমার দত্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, শাহনেওয়াজ, কৃষক প্রতিনিধি ও সাংবাদিক ছাইফ উল্যাহ হেলাল প্রমুখ।




আদালতে খালেদা জিয়া

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ম দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১২টায় তিনি আদালতে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

বকসিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামানের আদালতে পঞ্চম দিনের মতো অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে বিএনপি প্রধানের




রামগতিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর আয়োজনে সিপিপি স্বেচ্ছাসেবকদের ২দিন ব্যাপি দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের সূচনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রামগতি বালিকা সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ওই প্রশিক্ষণের সমাপনীঅনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে ১৫ নভেম্বর থেকে দুইদনব্যাপি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণেসিপিপি’র ৪৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।উক্ত কর্মসূচীতে প্রধান প্রশিক্ষক ছিলেন সিপিপি’র উপ-পরিচালক (নোয়াখালী অঞ্চল) মো: শরাফাত হোসেন খাঁন। এসময়আরো উপস্থিত ছিলেন সিপিপি’র থানা টিম লিডার মাঈনউদ্দিন ও সিপিপি’র ইউনিয়ন টিম লিডার মীর খবির উদ্দিনমিয়া।সিপিপি’র উপ-পরিচালক মো: শরাফাত হোসেন খাঁন বলেন,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) প্রশিক্ষণেরমাধ্যমে সিপিপি’র উপজেলার বিভিন্ন ইউনিটেরস্বেচ্ছাসেবকবৃন্দরা সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে ঘূর্ণিঝড়েরমত সকল প্রকৃতিক দুর্যোগে মহান ভূমিকা পালন করবে। উল্লেখ্য: ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)আয়োজিত স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণটিউপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ইউনিটে অনুষ্ঠিত হবে।