শিশুদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান

শিশুদের মাঝে বেশি বেশি বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে একটি সৃজনশীল জাতি পাবে বাংলাদেশ। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিশু কিশোর সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ‌‘শৈল্পিক স্বপ্ন’ আয়োজিত মুজিববর্ষ বিজয় দিবস-২০২০ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

একুশে পদক পাওয়া নাট্যজন আরো বলেন, শৈল্পিক চর্চার মাধ্যমে একটি শিশু পরিণত হয় তার সৃজনশীল মেধার বিস্তৃত পরিসরে। তাই শিশুদের মেধার বিকাশে শুধু ক্লাসে বই পড়া নয়, সাংস্কৃতিক ও খেলার জগতেও সম্পৃক্ত করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরী (একুশে পদকপ্রাপ্ত সমাজ সেবক) বলেন, ‘শিশুরা শুধু পড়াশোনা করলেই বড় হতে পারে না, প্রয়োজন মেধার সৃজনশীল সাহিত্য সাংস্কৃতিক বিকাশ।’ এ জন্য শিশুদের সাংস্কৃতিক চর্চায় বেশি বেশি যুক্ত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ড. অরুপ রতন চৌধুরী। তিনি বলেন, সাহিত্য সাংস্কৃতিক বলয়ে যুক্ত থাকা শিশু কিশোররা কখনো মাদকাসক্ত হতে পারে না। এটা দেশ তথা সমাজের জন্য অনেক বড় পাওয়া।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের প্রথম নারী সংগীত শিল্পী নমিতা ঘোষ বলেন, শিশুরা বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে ধারণ করলেই বুদ্ধিদীপ্ত একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে শৈল্পিক স্বপ্ন’র প্রতিষ্ঠাতা নাজনীন খানমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি সিনিয়র প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী জনপ্রিয় উপস্থাপক রুপশ্রী চক্রবর্তী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও শিশু সংগঠক বিতার্কিক আবৃত্তি শিল্পী ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিক কম্পোজার আলম মাহমুদ, জনপ্রিয় লেখক ও শিশু সাহিত্যিক এবং সিসিমপুরের মিডিয়া কনসালটেন্ট পলাশ মাহবুব এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির আবৃত্তি বিভাগের প্রধান আশরাফিয়া আলী আহমদ নানতু।




চাকরির ২২ বছর পূর্তিতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মুজিববর্ষে তাদের সরকারি চাকরির ২২ বছর পূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। গত শুক্রবার টুঙ্গিপাড়ায় অবস্থিত সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিএত বলা হয়, এই কর্মসূচিতে ১৮তম বিসিএস প্রশাসন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ভূঞা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) গৌতম চন্দ্র পালসহ ৭২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা সবসময় জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একান্তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




Human rights activist Luzine was finally released

সৌদি আরবের প্রখ্যাত নারী মানবাধিকারকর্মী লুজাইন আল হাতলুল মুক্তি পেয়েছেন।এক হাজার এক দিন কারাগারে থাকার পর বুধবার বিকেলে ছাড়া পান তিনি।

রিয়াদের এক বিচারকের অনুমোদনের পর বুধবার বিকেলে মুক্তি দেওয়া হয় তাকে। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পক্ষে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম লুজাইন আল হাতলুল। গত বছরের ডিসেম্বরে তাকে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন এবং ইন্টারনেট ব্যবহার করে জনশৃঙ্খলা নষ্টের অপরাধে অভিযুক্ত করে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই অধিকারকর্মীকে মুক্তি দিতে বার বার আহ্বান জানানো হয়।

অবশ্য সৌদি আরবের পক্ষ থেকে লুজাইনের আটক, বিচার ও মুক্তি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

বেশ কিছু শর্তের অধীনে মুক্তি পান লুজাইন আল হাতলুল। এসব শর্তের মধ্যে রয়েছে কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না এবং সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে তার কারাদণ্ড পুনর্বহাল করা হতে পারে।

নিজের কারাদণ্ডের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছিলেন হাতলুল। এছাড়া, অন্য নারী বন্দিদের সঙ্গে তিনিও বিচারকের কাছে দাবি করেন জিজ্ঞাসাবাদের সময় মুখোশ পরিহিত পুরুষেরা তাদের ওপর নির্যাতন ও যৌন নিপীড়ন চালান। তবে গত মঙ্গলবার একটি আপিল আদালত নির্যাতনের অভিযোগ খারিজ করে দেয় বলে জানায় তার পরিবার। সূত্র: গার্ডিয়ান




The education minister asked to inform if there is a mistake in the textbook

নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো ভুল অথবা বইয়ের কোনো বিষয়ে কারো অস্বস্তি থাকলে কর্তৃপক্ষকে জানাতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, প্রাথমিকে প্রথম শ্রেণি এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বইগুলোতে কোথাও ভুল থাকতে পারে, কোনো কোনো বিষয় নিয়ে কারো অস্বস্তি থাকতে পারে। আমাদেরকে জানাবেন, আমরা আগামী বছরের জন্য সেগুলো সংশোধন করব এবং বাকি ক্লাসের বইগুলো আমরা সেই আলোকে তৈরি করব। এই বছরের বইগুলো কিন্তু পরীক্ষামূলক সংস্করণ।

আজ শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপহার বিতরণ ও ‘একুশ শতকের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যা শিখব তা করে করে শিখব। সেই লক্ষ্যেই নতুন শিক্ষাক্রম। ২০২৩-২৪ ও ২৫- এই তিন বছর মিলিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে। এ বছর আমরা ৩৩ হাজার মাধ্যমিক প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের বই দিয়েছি। আমরা প্রতিনিয়ত আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের কাছ থেকে ফিডব্যাক (প্রতিক্রিয়া) নেব এবং সারা বছর বইগুলোকে আমরা পরিমার্জন, পরিশীলন করব।

মন্ত্রী আরও বলেন, আমরা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চার জন্য ক্লাবভিত্তিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। পাঠাগারগুলোকে উন্নত করতে চাই। কারণ, শিক্ষার্থীরা যত বেশি বই পড়বে তত বেশি তাদের চিন্তার জগত প্রসারিত হবে। পাশাপাশি দাবার ক্লাব, বিতর্কের ক্লাব, উদ্যোক্তা তৈরি করার ক্লাব, স্কাউট অবশ্যই সব প্রতিষ্ঠানে থাকতে হবে। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী স্মার্ট শিক্ষার্থী হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সভাপ্রধান ছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।




Three poets and writers received the Gemcon Literary Award

জেমকন সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন দুই কবি কামাল চৌধুরী ও সাকিব মাহমুদ এবং কথাসাহিত্যিক সাজিদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কারজয়ী এই তিন জনের হাতে চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

‘স্তব্ধতা যারা শিখে গেছে’ কাব্যগ্রন্থের জন্য কবি কামাল চৌধুরী এবার জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। সম্মাননার সঙ্গে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক।

তরুণ শ্রেণিতে ‘ঘুমিয়ে থাকা বাড়ি’ পাণ্ডুলিপির জন্য সাকিব মাহমুদ জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘সোনার নাও পবনের বৈঠা’ উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন সাজিদুল ইসলাম। এই দুই সাহিত্যিক আলাদাভাবে সম্মাননার সঙ্গে পেয়েছেন এক লাখ টাকার চেক।




Three regions of the country that is why winter is more

The three areas of the country have the lowest temperature. As a result, the people of those areas are suffering the most in winter. Among them, Tentulia in Panchagarh and Srimangal in Moulvibazar have more winter due to their geographical location. Because, a few kilometers behind those two areas are the Himalayan mountains and the hilly areas of Meghalaya. Snow falls in the Himalayas in winter.

And over an age the natural environment of Jessore and Chuadanga has changed. Rivers have dried up and water and water vapor have decreased. As a result, the winter air is not hindered by some of the warm water vapor. Due to this the temperature is low.

The cold current that has been flowing through the country for two weeks has lasted longer in those three areas. Tentulia was the coldest area of the country yesterday and Saturday. The minimum temperature there was 6.1 degrees Celsius, which is the lowest this season. Continuous cold current is also going on in Srimangal, Chuadanga, Jessore.

In the last 30 years, the lowest temperature in the country was recorded in Tentulia. On January 8, 2018, the lowest temperature was recorded at Tentulia—2.6 degrees Celsius. Even on Friday, the coldest area of the country was that Tentulia - 6.1 degrees Celsius. And Srimangal and Chuadanga also recorded the lowest temperature in the country several times last week.

The meteorologist of the Directorate of Meteorology commented that the cold coming from the northern hemisphere cannot directly enter Bangladesh or this region. Bazlur's receipt. He said, a part of the air coming from the Himalayas enters Bangladesh through parts of Kashmir, Delhi, Uttar Pradesh, Bihar and West Bengal. The temperature of Delhi gradually decreases during hot days and comes to Bangladesh. Again, the extreme cold of Delhi gradually comes to Bangladesh in winter. During winter, this strong wind enters the northwest part of Bangladesh through Chuadanga.

According to the forecast for Sunday given by the Meteorological Department, there may be heavy fog and drizzle in most areas of the country from morning. Tonight's temperature may rise by 1 to 2 degrees Celsius due to increased water vapor in the air.

The Meteorological Department says that there will be rain and cold weather in all parts of the country except Barisal during the next 24 hours. Cold wave may start again across the country from Monday.




There may be shortage of water in winter, the symptoms that appear

Many drink less water in winter due to lack of thirst. But it can cause dehydration in the body. Lack of water in the body in winter increases the risk of various diseases.

A study by the University of New Hampshire in the UK has shown that dehydration increases in winter. As people do not feel thirsty with this seasonal temperature drop, they also forget to drink enough water. Wearing warm clothes in winter makes the body more warm. Sweat evaporates more quickly in cold, dry air, resulting in dehydration.

According to medical science, 30 percent of the body is fluid and the remaining 70 percent is bone and marrow. This is why experts compare water with life. Humans can survive for some time without food but it is impossible to survive without water. That is, life cannot be imagined without water.

Generally everyone takes the problem of dehydration very lightly. As a result, many people became ill. Dehydration in the body causes several symptoms. For example-

1. When the body lacks water, the lips become very dry and the skin starts to crack. Sometimes the lips also bleed.

2. Due to lack of water, the throat is constantly dry and there is frequent thirst. Even drinking water repeatedly does not remove the thirst.

3. Lack of water in the body can lead to mild heartburn, acidity or stomach discomfort. Along with this, there is bad breath. You may experience bad breath even after brushing.

Also drinking less water can increase the problem of constipation, acidity. Skin becomes dry and skin problems increase in winter. Lack of water causes electrolyte levels in the body to drop.




How to maintain oxygen supply to the skin

Who does not want to keep the skin beautiful? But keeping the skin healthy and beautiful is also quite a hassle. Especially those who have to go out of the house every day, the dust, smoke, pollution of their skin is bad. In this situation the skin becomes lifeless. Experts say, as a result, the skin cannot supply oxygen properly. That's why many skin problems occur.

Experts say, whenever a problem occurs in the skin, it should be understood that there is a lack of oxygen. For some reason the pores are blocked. This is why skin problems are occurring. There are some simple steps to follow for this. For example-

1. Drink plenty of water daily to maintain oxygen supply to the skin. Then the moisture of the skin will be maintained. If a lot of moisturizer is used on the skin every day, then the skin may feel hydrated temporarily. But to maintain the hydration of the skin from the inside, you need to drink enough water.

2. The less makeup used on the skin, the better. Because, according to experts, using makeup closes the pores. In this, the oxygen movement in the skin is not proper. And even if you have to wear makeup, you must take off your makeup before going to bed.

3. The skin should be kept clean. Cleansing, toning, scrubbing, moisturizing should be done regularly. May not be able to attend for a long time during busy times. But even if you have a short time, you have to keep the skin clean.

4. Accumulation of dead skin cells blocks the passage of oxygen. For this the skin needs to be kept clean. Regular scrubber should be used. Then the dead cells accumulated on the skin are removed.




What type of socks is permissible to perform maseh on?

প্রশ্ন: আমাদের দেশের জনগণ অনেক ধরনের মোজা পরিধান করে থাকেন। কেউ চামড়ার মোজা পরেন। কেউ সুতার পাতলা মোজা পরেন। কেউ নাইলনের মোজা বা তুলার মোজা পরিধান করেন। এখন আমার জানার বিষয় হলো- কোন ধরনের মোজার উপর মাসেহ করা জায়েজ?

উত্তর: আমাদের অনুসন্ধান অনুযায়ী মোজা তিন ধরনের হতে পারে।

১. চামড়ার মোজা। এ ধরনের মোজার উপর সর্বসম্মতভাবে মাসেহ করা জায়েজ। বুট জুতা এবং গামবুটের উপর মাসেহ করা জায়েজ আছে।

ইমাম আবূ হানীফা (রহ.) বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত মোজার উপর মাসাহের প্রবক্তা হইনি, যতক্ষণ পর্যন্ত না বিষয়টি আমার কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়েছে। (আলবাহরুর রায়েক-১/২৮৮, জাকারিয়া)

হাসান বসরী (রহ.) বলেন, সত্তরজন বদরী সাহাবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তাদের প্রতিজনকেই চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি। (বাদায়েউস সানায়ে-১/৭৭, জাকারিয়া আহকামুল কুরআন, ইমাম জাসসাসকৃত-২/৪২৫)

২. এমন পাতলা মোজা, যা চামড়ারও নয়, আবার চামড়ার মোজার কোন গুণাগুণও তাতে পাওয়া যায় না। যেমন আজকালকার সুতার মোজা, নাইলনের মোজা বা তুলার মোজা ইত্যাদি। এসব মোজার উপর মাসেহ করা জায়েজ হবে না।

আল্লামা কাসানী (রহ.) বলেন, মোজা যদি এতটা পাতলা হয় যে, তা ভেদ করে পানি ভেতরে প্রবেশ করে, তাহলে তার উপর সবার ঐকমত্যে মাসেহ করা জায়েজ নেই। (বাদায়েউস সানায়ে-১/৮৩, জাকারিয়া বুক ডিপো)

৩. এমন মোজা যা চামড়ার নয়; কিন্তু মোটা হবার কারণে চামড়ার মোজার গুণ পাওয়া যায়। এমন মোজার উপর মাসেহ করা জায়েজ আছে, যদি তিনটি শর্ত পাওয়া যায়।

ক. মোজাটি এতটুকু মোটা হতে হবে যে, এর মাঝে পানি পড়লে তা পায়ে পৌঁছে না।

খ. উক্ত মোজা এতটুকুই মোটা যে, মোজাকে কোন কিছু দিয়ে বাঁধা ছাড়াই শুধু মোজা পা দিয়ে দুই-আড়াই কিলোমিটারের মতো হাঁটা যাবে, কিন্তু মোজা ছিঁড়বে না।

গ. মোজা এতটুকু বড় হতে হবে যে, টাখনুসহ ঢাকা থাকতে হবে।

সুতরাং উপরের আলোচনায় স্পষ্ট হলো যে, আমাদের দেশের প্রচলিত কাপড়ের পাতলা মোজার উপর মাসেহ করা কোনোভাবেই জায়েজ নয়।

ইবনে নুজাইম (রহ.) বলেন, সুতা বা চুলের পাতলা মোজার উপর মাসেহ করা জায়েজ নেই সর্বসম্মত মতানুসারে। (আলবাহরুর রায়েক-১/৩১৮, জাকারিয়া)

উল্লেখ্য, ১. ওজু করার পর মোজা পরিধান করলে পরবর্তীতে ওজু নষ্ট হয়ে গেলে তার উপর মাসেহ করতে পারবে। মোজা পরিধান করার পর গোসল ফরজ হয়ে গেলে সেই মোজার উপর মাসেহ করা জায়েজ হবে না।

২.মুকিম হলে একদিন এক রাত, আর মুসাফির হলে তিন দিন তিন রাত মোজার উপর মাসেহ করতে পারবেন।

সূত্র: সহিহ বুখারি -২০২. সুনানে তিরমিজি-৯৩ হেদায়া-১/৬১.বাদায়েউস সানায়ে-১/৭৫-৮৫, ফাতাওয়া হিন্দিয়া-১/৮৫. মাজমাউল আনহুর-১/৭৪

উত্তর দিয়েছেন- মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া, ঢাকা।




Darkness is born in the world of Deepali

They travel from village to village for earning. Putting on horns, pulling out tooth worms, children with 'treatment' of various diseases are given amulets. If there is poison in the body, he heals it with the thick part of the cut buffalo horn. In this way they get little income in the name of treating the people of the village. However, daily income of 100 to 200 taka does not turn the wheel of the world properly.
A temporary Bedepalli of 11 families was built five years ago in Khilpara area of Maria Union of Kishoreganj Sadar Upazila. The original house is in Jhenaigati of Sherpur. The members of the village earn money by going around like this. There are about 25 children. Of these, at least 15 are fit to go to school, but four go to the local BRAC school. Others spend the day walking around or playing and picking leaves.

In Khilpara area, the families are living in 11 chapra houses free of rent in the fallen place of a person named Syed Mia. On going there on Saturday, it is known that many have gone to the village in search of income. Some of the women were cooking, some were bathing their children. Some were sunbathing.
Talked with Dipali, wife of Jasim Uddin, Sardar of Bedepalli. He said that the families had recently come from Sylhet. Each family has 5 to 10 members. While four children attend BRAC schools, others are growing up without education. BRAC's education program is closed for the time being, said District Coordinator Md. Shafiqul Islam. He said that it will be launched soon.
Deepali was saying that her husband had two marriages. She is the first wife. There are four sons. No ability to educate children. They will also grow up and retain the profession of their father and grandfather. Second wife Shefali said, he has one son and three daughters. Altogether there are 11 members of Sardar Jasim's family. They said, they don't show snake play. Even then everyone calls them Bede.
Village residents said they have no assets. Because of this, you have to live by moving around. If the government took notice, they would have been saved from suffering. A few days ago MP of Kishoreganj-1 Syeda Zakia Noor Lipi gave one blanket to each family. He also gave 3 thousand rupees for everyone.
Village chief Jasim Uddin said, he is a bowler. Can sing once or twice a month. 1 to 2 thousand taka is shared in a ceremony. Due to his floating life he became a voter in Daudkandi area of Comilla. Another two are voters of Kantabaria area of Kishoreganj Sadar Upazila. Some have become voters of Sherpur's Jhenaigati.
District Primary Education Officer Subrata Kumar Vanik said the government has established non-formal education and child welfare schools for children from floating families like Jharre Pada and Bedepalli. Free books and educational materials are being given to the students in these schools. Children of Bedepalli can study in these institutions.
Sadar Upazila Chairman Mamun Al Masud Khan said that Bedepalli was helped with food and clothes at various times. Get VGF rice before Eid. Semai, sugar and milk are provided. They are also getting blankets.