ভারত পরীক্ষিত বন্ধু, প্রয়োজনে পাশে দাঁড়িয়েছিল: প্রধানমন্ত্রী

ভারতকে পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটি প্রয়োজনের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বলে ১৯৭১ সাল ও এর পরবর্তী সময়ের কথা স্মরণ করেন তিনি। সম্প্রতি ভারত সফরের প্রাক্কালে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা আমাদের যুদ্ধের সময় ভারতের অবদান সবসময় স্মরণ করি। পাশাপাশি ১৯৭৫ সাল, যখন আমার পরিবারের সব সদস্যকে হারিয়েছিলাম, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দেশটিতে আশ্রয় দিয়েছিলেন।

এছাড়া দেখুন এই দুটি দেশ, আমরা প্রতিবেশী, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই।




‘‘জেলা পরিষদ নির্বাচন” আ’লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে।

আজ (৪ সেেপ্টম্বর) রোববার সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন।

এই মনোনয়নপত্র বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।




টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন টাইগার তারকা মুশফিকুর রহিম।

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি।

ব্যক্তিগত ফেসবুক পেজে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন তিনি।
Details coming soon…




বঙ্গমাতা সেতু; দক্ষিণের আরেকটি দুয়ার খুলল

বাংলাদেশ আর চীন। এই দুই দেশের অর্থায়নে কচা নদীর ওপর শুরু হয়েছিল স্বপ্নের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ। তাও ২০১৮ সালের জুলাইয়ে। সেতুর দু’মাথা জোড়া লেগেছে।

হয়ে গেছে দুই পাড়ের রাস্তাও। পদ্মাসেতু উদ্বোধনের দুই মাস পর প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় বঙ্গভবন থেকে বঙ্গমাতা সেতুর উদ্বোধন করেন।

এখন অপেক্ষা শুধু যাতায়াতের। সেতু চালুর ফলে পায়রার সঙ্গে মোংলা বন্দরের সরাসরি নিরবিচ্ছিন্ন সড়কযোগ স্থাপন হবে। লাভবান হবেন ব্যবসায়ীরা। পাশাপাশি দক্ষিণাঞ্চল থেকে মানুষ, পণ্যবাহী ট্রাক দ্রুত পৌঁছতে পারবে ভারত সীমান্তবর্তী এলাকায়। তাতে করে সাধারণ মানুষের সুবিধা হবে। আপাতত সেতু দিয়ে যাতায়াতের অপেক্ষায় রয়েছেন কচা নদীর দু’পাড়ের মানুষজন। পিরোজপুর শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে বেকুটিয়া ফেরিঘাটের কাছে সেতুটি নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে।

৯৯৮ মিটার দৈর্ঘ্যের ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুতে ৯টি স্প্যান ও ১০টি পিলার স্থাপন করা হয়েছে। টোল প্লাজা, সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, পানি নিষ্কাশনের জন্য একটি ১২ মিটার সেতু ও বক্স কালভার্ট নির্মাণ হয়েছে। সেতুটি নদীর তলদেশ থেকে ২৮ দশমিক ৯৮ মিটার উঁচু।

প্রায় ৮২১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে চায়না রেলওয়ে-১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে। মোট বরাদ্দের ৬৫৪ কোটি ৭৯ লাখ টাকা চীন সরকার ও ১৬৭ কোটি ৪ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার। সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা তৈরির জন্য চীন সরকারের অনুদানে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৮ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন।




সবুজ আপেল কেন খাবেন

স্বাদের কারণে অনেকেই আপেল খেতে পছন্দ করেন। স্বাদের পাশপাপাশি এই ফল গুণেও অনন্য। তবে বেশিরভাগ মানুষই কেবল লাল আপেল খান। তবে সবুজ আপেলও বেশ উপকারী।

এই আপেল খেলে অনেক গুরুতর সমস্যার সমাধান হয়।  বিজ্ঞানীরা বলছেন, সবুজ আপেলে ভিটামিন এ, ভিটামিন কে, প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার, আয়রন, জিঙ্ক ইত্যাদি উপকারী উপাদান রয়েছে। এসব উপাদান শরীরের নানা সমস্যার সমাধান করে।

সবুজ আপেলের এমন কিছু গুণ রয়েছে যা কিছু সমস্যার ক্ষেত্রে দারুণ কার্যকরী। যেমন-

চোখের জন্য ভালো:  সবুজ আপেল চোখের জন্য খুবই ভালো। এই আপেলে ভালো পরিমাণে ভিটামিন এ রয়েছে। এছাড়া আরও কিছু ভালো পরিমাণে খনিজ আছে। এই খনিজও চোখ ভালো রাখতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী: ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী আপেল। সবুজ আপেলে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়াও এর মধ্যে থাকা ফাইবার  শরীরের জন্য ভালো।

হাড়ের শক্তি বাড়ায়: এখন খুব কম বয়স থেকেই মানুষ নানা গুরুতর সমস্যায় আক্রান্ত হচ্ছে। অনেক ক্ষেত্রেই ৩০ বছর বয়স হলেই হাড়ের ক্ষয় হচ্ছে। এই পরিস্থিতিতে হাড় ভালো রাখতে চাইলে খান সবুজ আপেল।

পেট ভালো রাখে : পেট ভালো রাখার ক্ষেত্রেও সবুজ আপেলের জুড়ি নেই। এই খাবারের এমন কিছু গুণ রয়েছে যা পেটের নানা সমস্যা কমায়। এমনকী হজম ভালো হয়। এই খাবারে আছে ফাইবার। এছাড়াও নানা এনজাইম মিলে মিশে পেটের জন্য দারুণ উপকারী সবুজ আপেল।




আজ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান

গত রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মহারণ দেখেছে ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহ না যেতেই আজ আবারও একই মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ৮ টায় মহারণে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ।এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই মাঠে বাবর আজমদের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল রোহিত শর্মার দল। এশিয়া কাপে সেই ম্যাচেরই প্রতিশোধ নেয় তারা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টান টান উত্তেজনার আরেকটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এশিয়া ক্রিকেট কাউন্সিলের এবারের সূচি অনুযায়ী আবারও ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে দুই দলের সমর্থকেরা। সচরাচর একটি ভারত-পাকিস্তান ম্যাচের পরেই দু’দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ফের কবে এমন মহারণ দেখা যাবে তার জন্য।এশিয়া কাপ ২০২২-এর ফরম্যাট অনুযায়ী গ্রুপ লিগে একবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবার নিজেদের গ্রুপের প্রথম দুইয়ে থাকলে সুপার ফোরে ফের একবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু’ দল, এমনই ছিল সূচি।

ভারত ও পাকিস্তান উভয় দলই হংকংকে নিজেদের গ্রুপ ম্যাচে পরাজিত করে। তবে পাকিস্তানকে হারানোয় এ-গ্রুপের এক নম্বর দল হয় টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় স্থানে পাকিস্তান। সেক্ষেত্রে সূচী অনুযায়ী ৪ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ হচ্ছে ভারত-পাক মহারণ।




কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর ৬ মাস ১৩ দিন। এই মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা।

তিনি জানান, আজ সকালে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গাজী মাজহারুল আনোয়ার। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই গীতিকার।

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।




Ramganj Govt College Former 95-97 students meeting

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন, দ্বীনি শিক্ষার ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ সহ বেকারত্ব দূরীকরণ, রাষ্টীয় যে কোন দুর্যোগে সহযোগীতা করাসহ যে কোন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।

৯৫-৯৭ইং সালের বন্ধু ত্রিদিব শাহ সার্বিক উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানে শেখ সোহেল, সাংবাদিক আবু তাহের,শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম,শাহীন হোসেন, মাষ্টার মোশাররফ হোসেন,আনোয়ার হোসেনের,জিএস নজরুল ইসলাম, সোহেল পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, মমিন উল্যাহ স্বপন, আবুল কাশেম মুরাদ, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন, মোঃ আঃ হান্নান,পার্থ বনিক,মোঃ সৈকত,সার্জেন্ট মাসুদ আলম সহ আরো অনেকে। মিলন মেলায় প্রায় দুইশতাধিক বন্ধু অংশ গ্রহন করেন।




'License validity' must be written on private hospital signboards

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংককেও এই নির্দেশনা মেনে চলতে হবে।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেবে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়েছে। রোববার বিষয়টি জানা গেছে। সম্প্রতি দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। অনুমোদন ও অবৈধভাবে পরিচালিক অনেক প্রতিষ্ঠানকে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে।

এই অভিযান চলমান থাকবে বলেও স্বাস্থ্য অধিফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইন বোর্ডে ঝুলিয়ে দিতে হবে। এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে। অন্যথায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 গত ২৯ আগস্ট অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও  ব্লাড ব্যাংকের বিরুদ্ধে চলমান অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়। এর পর থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৮৫০টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীর আছে ২০টি প্রতিষ্ঠান।

এরমধ্যেই স্বাস্থ্য অধিদফতর নির্দেশনা দিয়ে বলছে,  এখন থেকে সাইনবোর্ডে প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর ও নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ করতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।




HSC exam form filling time extended

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।’

আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করবেন প্রতিষ্ঠানপ্রধান।