সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

মো. বদিউজ্জামান-
শান্তি,  শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্রই আমরা এ বিষয়কে সামনে রেখে ১১ সেপ্টেম্বর গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২২অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ। উক্ত অনুষ্ঠানে  কিশোর গ্যাং,  মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী আলোচনা হয়।



ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।

 তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন।

হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে।

তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর নেতাকর্মীরা আনন্দিত।

হাসিব উদ্দিন রসি জানান, আমার বাবা’র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে বাধ্য।




কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের একটি গাভী একত্রে দুইটি বাচ্চা দিয়েছে এতে করে এলাকায় তুলকালাম শুরু হয়েছে।
আজিজ পেশায় একজন দিনমজুর কামলা আর গাবুর খেটেই চলে তার সংসার। কিন্তু নিজের ভাগ্য পরিবর্তনে একটু সাবলম্বী হওয়ার প্রচেষ্টায় পয়সা জমিয়ে কোন মতে একটি গাভী কিনে যত্ন সহকারে প্রায় দেড় বছর লালন পালন করলে গাভীটি এক সময় এসে একত্রে দুটি বাচ্চা প্রসব করে।
এতে করে গ্রামবাসির মাঝে যেন কৌতুহলের শেষ নেই। প্রতি নিয়ত গ্রাম কিংবা দুর গ্রামের অনেক মানুষ আসে গাভীর বাচ্চা দুটোকে দেখতে, অনেকেই আবার বলে উঠে আব্দুল আজিজের ভাগ্য ফিরেছে। এ কথায় আব্দুল আজিজ আনন্দিত তার আশা ছিল গাভীর দুধ বিক্রি করে কিছুটা সংসার খরচ হবে। কিন্তু তা আর হয়ে উঠেনি দুটো বাচ্চা একত্রে হওয়ায় কাজের পাশাপাশি তার গাভীও ও গাভীর বাচ্চা দুটোর পরিচর্যা করেন খুবই যত্ন সহকারে।
আব্দুল আজিজের সাথে বললে তিনি জানান, অনেক বড় স্বপ্ন নিয়েই কষ্টের জমানো টাকা দিয়ে গাভী কিনেছি। আল্লাহ পাক আমার চাহিদার বাহিরে আমাকে দান করেছেন, আমি আশাবাদী এই গাভী দিয়েই আমার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।



লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক

লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ।

আজ রবিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হচ্ছেন- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মো. বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের রবিউল ইসলাম রবু ও একই এলাকার মো. সোহেল।

পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও ছাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল ও ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।




‌‌‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ হলেন পারিসা

‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বাংলাদেশ-২০২১ বিজয়ী হলেন তাসনিয়া তাবাচ্ছুম পারিছা ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক।

গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, শিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা ও অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডনসন ড্যানি প্রমুখ।

রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

আয়োজক মালা খন্দকার বলেছেন, ‘বডি শেমিং বন্ধ করো’ স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও।




খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পরিবারের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তার পরিবার। রবিবার দুপুরে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেছেন।

চিঠিতে তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার অনুরোধ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিঠিটি আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস চিঠি পৌঁছে দেন।

এবিএম আব্দুস সাত্তার তাকে জানিয়েছেন ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয়া হয়েছে। এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।




Sheikh Hasina to attend Queen Elizabeth II's funeral

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে দুই-তিনদিন আগেই লন্ডন যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলীয় নেতাদের এ কথা জানান শেখ হাসিনা।

সভায় উপস্থিত এক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা ১৭ সেপ্টেম্বর দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন।

শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি এ কথা জানান বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা নিশ্চিত করেছেন।




Tree plantation at the National Press Club

The National Press Club Management Committee has organized a tree plantation program at the National Press Club. Information and Broadcasting Minister Dr. Hasan Mahmud participated in the program.

He inaugurated the tree plantation program by planting a pomegranate sapling in the green zone of the National Press Club today, Sunday (September 11).

Before starting the tree plantation, Dr. Hasan Mahmud said that Prime Minister Sheikh Hasina, immediately after coming to the country, launched a tree plantation program across the country in 1983 through the Krishak League. When she formed the government in 1996, tree plantation took the form of a movement in Bangladesh. Due to her, the amount of tree-covered area in Bangladesh has increased. Forest land has also increased. The reason for this is that awareness has increased among the people.

The Information Minister said, "I would like to thank the Press Club. Through their tree plantation program, tree plantation activities will be further strengthened across the country." Speaking at the tree plantation program, National Press Club President Farida Yasmin said, "The Prime Minister has asked to plant fruit trees, flower trees, and medicinal plants, and our today's program is in line with various activities."

It is learnt that 30 fruit trees of different varieties including pomegranate, jamrul, chalta, kamaranga, olive, guava, latkon, mango, jam will be planted in the tree plantation program. Former information advisor to the Prime Minister Iqbal Sobhan Chowdhury, former president of the National Press Club Saiful Alam and leaders of the National Press Club were present at the tree plantation program.




EC seeks three-year jail term for obstructing election news gathering

ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

সাংবাদিকরা নির্বাচন কমিশনের চোখ-কান উল্লেখ করে এ কমিশনার বলেছেন, আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।

ইসি আহসান হাবিব বলেন, দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধা দেয়, হামলা করে, ইকুইপমেন্টস এবং সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। এ ছাড়া, সর্বনিম্ন এক বছর এবং জরিমানার বিধান রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইনে নতুন এ ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।




ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে হবে না কোনো পরীক্ষা নিরীক্ষা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। যদিও এ বিশ্বকাপ খেলার আগে ৭ অক্টোবর থেকে টাইগারদের রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ।  নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই সিরিজকে সামনে রেখে দুই একদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। তবে দল ঘোষণার আগে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে সাকিব আল হাসানদের দলে পরীক্ষা নিরীক্ষার জন্য হবে না।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচক সুমন স্পষ্ট করে বলেছেন ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারাই থাকবেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে। এনিয়ে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল।

তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

বিশ্বকাপে দলের ওপেনিং পজিশনে খেলার জন্য কয়েকজন ক্রিকেটারের নামই রয়েছেন নির্বাচকদের তালিকায়। যারা আগেও জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে খেলেছেন। তবে সেসব সিদ্ধান্ত একটু ভেবে চিন্তেই নিতে চান নির্বাচকরা এমনটাই জানালেন বিসিবির অন্যতম নির্বাচক সুমন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে এবার ঘাম ছুটছে বিসিবির নির্বাচকদের। কেননা ইনজুরি কাটিয়ে দলে ফেরা ক্রিকেটারের সংখ্যা বেশ কয়েকজন। যে কারণে নির্বাচকদের মুখ থেকে বারবারই শোনা যাচ্ছে তারা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়ে দল ঘোষণা করবেন।