আবারো পুলিশের জেরার মুখে নোরা ফাতেহি

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় ভালোভাবেই জড়িয়ে গেছেন দুই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি। বুধবার জ্যাকুলিনকে একটানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার একই ঘটনায় দিল্লি পুলিশের দপ্তরে হাজিরা দেন নোরা ফাতেহি।

নোরাকে একটানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। এ নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হলো নোরাকে।

পুলিশ ইতোমধ্যেই নোরা ফাতেহিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার, পঞ্চমবারের মতো পুলিশের সামনে জবানবন্দি রেকর্ড করেন নোরা।

নোরা শুরু থেকেই এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছেন। শেষবার যখন দিল্লি পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তাকে অনেক প্রশ্ন করা হয়। সেই সময়ে অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন, তবে তিনি এটাও বলেছিলেন যে, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না।




১৮ সেপ্টেম্বর সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, গতকাল মিরপুর সমাবেশে হামলা এবং সারা দেশে হামলার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর এবং জেলা-উপজেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ গত দুইবারের মতো আরও একটি নির্বাচন করতে চায়। তাই তারা তাদের মতো নির্বাচন কমিশন নিয়োগসহ অন্যান্য বিষয়গুলো করছে। তারা মুখে যা বলে কাজ করে তার উল্টোটা।




Two arrested with stolen cows in Tajumuddin

Bhola Representative:

ভোলার তজুমদ্দিন থানা পুলিশ দুটি চোরাই গরু উদ্ধার করেছেন। এ সময় চুরির সন্দেহে দুই জনকে আটক করে।

তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় পাইয়া দুটি গরু উদ্ধার করেন।

এ সময় গরু চুরির অভিযোগে চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিন ও কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে মোসলে উদ্দিনকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন জানান,১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। যার নং ০৮




Pintu's exchange of views with journalists working at Noakhali Press Club

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

Abdul Wadud Pintu, the president of Noakhali Maijdi City AL, a militant and renunciant leader who was nominated by Bangladesh AL in the Noakhali District Council elections, exchanged views with journalists from the Noakhali Press Club.

The meeting was held at 7 pm on September 15 at the Shahid Uddin Iskander (Kachi) Hall Room.

District Council Chairman candidate Abdul Wadud Pintu spoke at the event, while Noakhali District Awami League President Principal Khairul Anam Chowdhury Selim, former Noakhali Press Club President and senior journalist Bakhtiar Sikder of the district, and Dainik Manab Zamin staff reporter Nasir Uddin Badal spoke.

Also present were the special district correspondent of the Daily Bangladesh Samachar newspaper and the district correspondent of the online portal Palli News, Md. Badiuzzaman (Tuhin), as well as journalists from various print and electronic media.




Humanitarian appeal to Noakhali Police Superintendent 

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগের সেবারহাট বাজারের গুটি কয়েক চিহ্নিত ভূমিদস্যু চাঁ-দাবা-জ, স-ন্ত্রা-সী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এম এসসির মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠান আজ তালা বন্ধ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) তদন্ত করে চূড়ান্ত রিপেোর্ট প্রদান করেছেন । পিটিশন মামলাটি বিজ্ঞ  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ( ৪) নোয়াখালী তদন্তের জন্য পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)  নোয়াখালী কে নির্দেশ প্রদান করেন। পিবিআই তদন্ত করেন।  ৫/ ৬ জন ভূমিদস্যু চাঁদাবাজ স-ন্ত্রা-সী ব্যবসায়ী আবুল  খায়ের  এমএসসির কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন । দাবীকৃত চাঁদা না দেয়া ভূমিদস্যু চাঁদাবাজ-সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসির মালিকীয় দোকানে তালা ঝুলাইয়া দেয় এবং ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে প্রানে হত্যা  করার হুমকি দেয়।
যার মৌজা নং ৪২০ হাল ৭৯ বিএস খতিয়ান নং ২৫০ হাল  ৬২০৩ দাগের অন্দরে মালিকীয়  জমা খারিজ ২৩৯৮/ ৩২৯৮ নং  খতিয়ানে  ০.৩১০ শতাংশ। দোকানে কিছু বহিরাগত স-ন্ত্রা-সীদের সহায়তায় তালা বন্ধ করে ও দোকানের নেমপ্লেট পরিবর্তন করে অবৈধভাবে দোকান ঘরটি জবর দখল করে নিয়েছে। উল্লেখ্য উক্ত দোকান ঘরটি ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি ওয়ারিশ সূত্রে ভ্রাতা, ভগ্নি,  মাতা, ভ্রাতৃবধূ হইতে খরিদ সূএে এবং  ভ্রাতা আবুল বাসার এর ওয়ারিশ হইতে ভাড়া নিয়া  ভোগ দখলকার হন। ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা স্হানীয় বখাটে সন্ত্রাসী ,  কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ব্যবসায়ী আবুল খায়ের এম এস সির মালিকীয় দোকানে শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করিতে প্রতিবন্ধকতা ও  চাঁদা দাবি করিয়া আসিতেছে।
ভূমি দস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে  হত্যা করার হুমকি দিচ্ছে।ভূমিদস্যু চাঁদাবাজ  সন্ত্রাসীরা হলো ঃ(১) সাইফুল ইসলাম  ( সৌরভ) ৩০ (২) শহিদুল ইসলাম সৈকত (৩৩) (৩) আবুল কালাম সহ  আদা ডজন স-ন্ত্রা-সী  ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি কে ৪ শতাংশ  জায়গা রেজিস্ট্রি করিয়া দিবার জন্য  হুমকি দিচ্ছে।  ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের  বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করে ব্যর্থ  হন। এমতাবস্হায় ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি প্রাণনাশের শঙ্কায় দ্বারে দ্বারে  ঘুরছে। এ  ব্যাপারে  সেনবাগ থানায় ব্যবসায়ী আবুল খায়ের লিখিত অভিযোগ দায়ের করিলে ঘটনার সত্যতা পাইয়া নন.ই. আই  নং ২৪/ ১/ ২২  / ২৮/ ১/ ২০২১ বিবাদীদের বিরুদ্ধে প্রসিকিউশান দাখিল করে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি নোয়াখালী এসপি মো. শহীদুল ইসলামের কাছে অভিযোগ  দায়ের করেছেন। সেবার হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ   ভূমিদস্যু চাঁদাবাজ-স-ন্ত্রা-সীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।



Named State fell SSC examinee of death

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায় পড়ে গিয়ে ‘স্ট্রোক’ করে রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে।
 
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছন স্বজনরা। তার শোকে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে। রিদমি একই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে ও উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পরিবার ও স্কুল শিক্ষকরা জানায়, বেলা ১১ টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।
 
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠির সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ হয়নি। এরপর বাড়িতে গিয়ে রিদমি প্রচুর কান্না করে। পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি। রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, পরীক্ষা নিয়ে রিদমি হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি।



Teacher severely beaten at Kazi Farooqui School in Raipur, student hospitalized

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই শিক্ষক শাহজান সোহেলের বিরুদ্ধে।
বুধবার শিক্ষার্থী ফাহাদ ইসলাম সাফিন (১৪) বিদ্যালয়ে পিটুনি খেয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আজ বৃহস্পতিবার শিক্ষকের বিচার চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিক্ষিকা পারভিন আক্তার। এ ঘটনায় শিক্ষার্খীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এজাহার ও শিক্ষার্থীর পরিবার জানান, পৌর শহরের ১নং ওয়ার্ডের প্রবাসী সালাউদ্দিন জুয়েলের ছেলে ফাহাদ ইসলাম সাফিন (১৪) জরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তিন দিন স্কুলে যেতে পারেননি। বিষয়টি ক্লাস টিচার শাহজাহান সোহেলকে জানিয়ে শিক্ষার্থীর মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তার ছেলের ছুটি মঞ্জুরের অনুরোধ করে বুধবার দরক্ষাস্তসহ ছেলেকে স্কুলে পাঠন। স্কুলে যাওয়ার পর বাংলা বিভাগের শিক্ষক শাহজাহান সোহেল সিসি ক্যামেরা নেই এমন একটি কক্ষে ডেকে নিয়ে চর থাপ্পর ও বেত্রাঘাত করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন।
এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় থেকে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অভিবাকদেও কাছে ফোনে জানানো হয়। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যাওয়া হয়। এ ব্যাপারে বক্তব্য জানতে শিক্ষক শাহজাহান সোহেলের মোবাইলে  বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এঘটনার দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো: এমদাদ হোসেন বলেন, এঘটনায় এজাহার দায়ের করার পর ঘটনা তদন্তে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়।



Pintu files nomination for Noakhali Zilla Parishad election

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নোয়াখালী মাইজদী শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ত্যাগী নেতা আব্দুল ওয়াদুদ পিন্টু।

১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের হাতে এ মনোনয়ন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম সহ আ. লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




Narsingdi District Awami League conference to be held at night

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

রাত পোহালেই ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।

কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে জেলা আওয়ামীলীগ। সম্মেলনের প্যান্ডেল তৈরীর কাজ প্রায় সম্পন্নের পথে। এরই মধ্যে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ। এসময় শিল্প মন্ত্রী বলেন, সম্মেলন অত্যন্ত গর্জিয়াস, জাঁকজমকপূর্ণ, সুন্দর, সফল ও সার্থক করতে সর্বাত্মক প্রস্তুতি আমরা নিচ্ছি। দীর্ঘ সাড়ে সাত বছর পর আগামীকাল ১৭ই সেপ্টেম্বর দুপুর ২টায় নরসিংদী জেলা মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার প্রবেশ মুখ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদীর অদুরে বাঘবাড়ী থেকে নরসিংদী শহর ছেয়ে গেছে পদ প্রত্যাশী নেতা ও কর্মীদের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুনে। বিভিন্ন নেতা কর্মীর শুভেচ্ছা সম্বলিত তোরণে পরিণত হয়েছে নরসিংদী শহর। নরসিংদী শহরতলী শাহেপ্রতাপ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে ব্রাক্ষ্মনদী মোড়, আরশীনগর, পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ৪ কিঃমিঃ সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে চল্লিশটির মত তোরণ। সম্মেলনসহ আনাচে কানাচে বিশালাকারে ব্যানার, ফেষ্টুন, পোষ্টারে ছেয়ে গেছে নরসিংদী শহর। শহরের প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ব্যানার,ফেষ্টুনে ঢেকে গেছে। ব্যাপক আয়োজনে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে ফিরছে প্রান চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব আছেন দলীয় নেতা কর্মীরা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সেই সাথে প্রধান বক্তার বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সভাপতি মন্ডলীর সদস্য লেঃকর্নেল(অবঃ) মোঃ ফারুক খান এমপি।সভাপতি মন্ডলীর সদস্য এডঃ কামরুল ইসলাম এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডঃ দিপুমনি, শিল্প মন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজিবুল্লাহ হীরু ও দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমূখ।




সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের মাধ্যমে জীবনযাত্রা সহজ করছে ‘ইনফিনিক্স’

চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনফিনিক্স’ অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সম্বলিত বৈচিত্র্যময় ফিচারের স্মার্টফোন গ্রাহকের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্র্যান্ডটির ‘হট ১২’ এবং ‘নোট ১২’ সিরিজের ডিভাইসগুলো দেশের বাজারে পেয়েছে দারুণ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। ১২ সেপ্টেম্বর, ২০২২, ঢাকা: অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স ব্র্যান্ডটির নিত্যনতুন, অভিনব ও যুগোপযোগী মোবাইল বাজারে আনার মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। শক্তিশালী প্রসেসরের ইনফিনিক্সের ডিভাইস সমূহ একইসঙ্গে টেকসই, কার্যকরী ও আকর্ষণীয় ডিজাইনের। ইনফিনিক্সের স্মার্টফোনগুলোর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, হাই-ডিফিনেশন ডিসপ্লে, সুপার-ফাস্ট চার্জিং, ডিজিটাল জুম সম্বলিত শক্তিশালী ক্যামেরা, কোয়াড ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ফিচার, এআই ট্রিপল ক্যামেরা, সেলফি ও ভিডিও কলের জন্য ডুয়েল ফ্ল্যাশের ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি।

সাম্প্রতিক সময়ে ইনফিনিক্সের যে মোবাইলগুলোর বাড়তি চাহিদা লক্ষ্য করা গেছে, সেগুলোর মধ্যে ‘হট ১২’ এবং ‘নোট ১২’ সিরিজের ডিভাইসগুলো অন্যতম। অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তির এই স্মার্টফোনগুলো সামাজিক যোগাযোগ, হাই-রেজ্যুলেশন এর ভিডিও স্ট্রিমিং এবং ভিডিও গেমিং এর জন্য গ্রাহকরা নির্ভাবনায় সার্বক্ষণিক ব্যবহার করছেন। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে টেক রিভিউয়াররা ইনফিনিক্সের এই ডিভাইসগুলোর ইতিবাচক রিভিউ প্রদানের পাশাপাশি ব্যবহারকারীদের ইনফিনিক্স স্মার্টফোন কিনতে উৎসাহিত করছেন। সাশ্রয়ী বাজেটে গেমিং সহজলভ্য করেছে ‘হট ১২’ ‘হট ১২’ বাজারে এসেছে সেরা বাজেট ‘গেমিং স্মার্টফোন’ এর তকমা নিয়ে। মাত্র ১৬ হাজার টাকারও কম মূল্যের এই ডিভাইসটি স্মার্টফোনপ্রেমীরা হাতে পান চলতি বছরের মে মাসে। এরপর থেকে মোবাইল ফোনটির চাহিদা বেড়েই চলেছে। গ্রাহকদের কাঙ্ক্ষিত এই ডিভাইসে রয়েছে হেলিও জি৮৫ প্রসেসর, ৯০ হার্টজের ৬.৮২” ইঞ্চি ‘প্রো-লেভেল পাঞ্চ হোল’ ডিসপ্লে, ১১জিবি র‌্যাম+১২৮জিবি রম এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৫০০০এমএএইচ টেকসই ব্যাটারি। বাহারি এই মোবাইল ফোনের নান্দনিক ‘স্ট্রেইট-এজ’ ডিজাইন প্রথম দেখাতেই সকলের মন কাড়বে। ব্যবহারকারীদের মতে, ‘হট ১২’ ডিভাইসটিতে মিডিয়াটেক জি৮৫ গেমিং চিপসেট এর সাহায্যে নির্বিঘ্নে ‘হাই ফ্রেম’ রেট এর গেম খেলা যায় এবং এতে ‘রেসপন্স টাইম’ও কম লাগে ও গেমিং কমিনিউকেশন দ্রুততর হয়। এছাড়া, ইনফিনিক্সের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ‘র‌্যাম ফিউশন টেকনোলজি’ ব্যবহার করে ‘হট ১২’ গ্রাহকরা বর্ধিত ৫জিবি র‌্যাম (সর্বোচ্চ ১১জিবি পর্যন্ত সমন্বিত র‌্যাম) ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। এই ডিভাইসের অন্যতম আকর্ষণীয় ফিচার স্মার্টফোনের ৬.৮২” ইঞ্চির ৯০হার্টজ ‘প্রো-লেভেল ই-স্পোর্টস সিল্কি-স্মুথ স্ক্রিন’। মোবাইলটির ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট সম্পন্ন ডিসপ্লে তাৎক্ষণিকভাবে কার্যকরী এবং সহজেই হাই ফ্রেম রেট সামলিয়ে গ্রাহকদের ধারাবাহিক গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়া, ডিভাইসের টাইপ-সি ১৮ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা ৫০ মিনিটেই স্মার্টফোনের ৫০০০ এমএএইচ এর ‘বিগ ম্যাক’ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ পূরণে সক্ষম। এই মোবাইলে আরো রয়েছে, ৮ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। এক বাক্যে বলা যায়, এই স্মার্টফোনে ডার-লিংক ও গেমিং অপ্টিমাইজেশন অ্যালগরিদম ব্যবহারকারীদের গেমিং এর যে অবিশ্বাস্য অভিজ্ঞতা দিচ্ছে, তা এই দামের অন্য মোবাইল সেটে পাওয়া অসম্ভব। বিশেষ তিনটি রঙ-‘রেসিং ব্ল্যাক’, ‘লিজেন্ড হোয়াইট,’ এবং ‘অরিজিন ব্লু’তে গ্রাহকরা কিনতে পারবেন এই স্মার্টফোনটি। মোবাইলটির ৪জিবি(+৩জিবি) /১২৮জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১৬,২৯৯ টাকা ও ৬জিবি(+৫জিবি) /১২৮জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৮,২৯৯ টাকা। ‘স্পিড মাস্টার’ ও ‘অ্যামোলেড স্টানার’ খ্যাত সেরা পারফরম্যান্সের ‘নোট ১২’ সিরিজ মিডরেঞ্জ বা মাঝারি বাজেটের ডিভাইস হিসেবে দেশের মোবাইল বাজারে বেশ চাহিদা রয়েছে ইনফিনিক্সের ‘নোট সিরিজ’- এর স্মার্টফোনের। ব্র্যান্ডটির নোট সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘নোট ১২’ এর দুটি ভার্সন- ‘নোট ১২ জি৯৬’ ও ‘নোট ১২ জি৮৮’ গ্রাহকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। চলতি বছরের জুনে বাজারে আসে দৃষ্টিনন্দন ডিজাইন ও মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা মূল্যের কাঙিক্ষত স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’। ‘স্পিড মাস্টার’ খ্যাত এই স্মার্টফোনে রয়েছে, ফেসিয়াল, ফিঙ্গারপ্রিন্ট আনলক, মনস্টার গেম কিট ফিচারসহ অত্যাধুনিক নানান ফিচার। ৭.৮ এমএম আলট্রা-স্লিক ডিজাইনের এই ডিভাইসটি গ্রাহকে আরো দিচ্ছে, মিডিয়াটেক হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৩ জিবি বর্ধিত র‌্যাম সুবিধা। ব্যবহারকারীদের মতে, স্মার্টফোনটিতে স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ গেম খেলা ও ভিডিও দেখা যায়, মোটেই বিরক্তি আসে না। স্মার্টফোনের ৫০ মেগাপিক্সেল ট্রিপল আল্ট্রা-নাইট ক্যামেরা যেন বিশেষ কিছু। এই সেট-আপ মৃদু আলোতেও দুর্দান্ত ছবি ক্যামেরাবন্দি করতে পারে। ইনফিনিক্সের ‘নোট ১২ জি৯৬’ স্মার্টফোনের আরো একটি বড় সুবিধা মেমোরি ফিউশন টেকনোলজি।

যার ফলে মোবাইলটির ৮ জিবি র‌্যামকে সহজেই ১৩ জিবি অবধি বাড়ানো যায় এবং গ্রাহকরা মাল্টি-টাস্কিংয়ে সুবিধা পান। ফোর্স ব্ল্যাক, স্নোফল হোয়াইট ও জুয়েল ব্লু এই তিন রঙে গ্রাহকরা সহজেই পেতে পারবেন ডিভাইসটি। এর আগে, গত এপ্রিলে বাজারে আসা ‘নোট ১২’ স্মার্টফোন সিরিজের ‘নোট ১২ জি৮৮’ ভার্সনটিও ইনফিনিক্স ভক্তরা পছন্দ করেছেন। ‘অ্যামোলেড স্টানার’ তকমায় এই স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ৬.৭ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলয়েড ডিসপ্লে যা গ্রাহকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে সক্ষম।