আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের আলোচনা সভা

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল) আন্তর্জাতিক নারী দিবস ২০২৪–এর প্রতিপাদ্য ‘নারীর সম–অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’–এর আলোকে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনায় মিতুলী ফাউন্ডেশনের চেয়ারপারসন মিতুলী মাহবুব, স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি নাজিয়া জাবীন, ব্রতী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শারমীন মুর্শিদ, অভিনেত্রী ও মডেল তানভিন সুইটি, প্রথম আলোর হেড অব ক্রাইম রিপোর্টিং রোজিনা ইসলাম, আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের রেডিয়েশন অনকোলজির সহযোগী পরামর্শদাতা ডা. জান্নাতুল ফেরদৌস এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক অংশ নেন।

বিসিবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), দারিদ্র্য দূরীকরণ, লিঙ্গসমতা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে নারীকেন্দ্রিক ইকোসিস্টেম তৈরি, প্রবৃদ্ধি নিশ্চিতের সুপারিশ, নারীকেন্দ্রিক আর্থিক নীতি এবং ইকোসিস্টেমের চ্যালেঞ্জ–সর্ম্পকিত বিষয়গুলো উঠে আসে।

অনুষ্ঠানে বিসিবিএলের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, মহিলাবিষয়ক সম্পাদক শারমিন আতিকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংকার্স ক্লাবের নিজস্ব ব্যান্ড বিসিবিএল বিটসের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




Spouse's name removed from e-passport, what other amendments came

ই-পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত পাতায় (পারসোনাল ডেটা অ্যান্ড ইমার্জেন্সি কনটাক্ট) তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত ৪ ফেব্রুয়ারি এ–সংক্রান্ত একটি অফিস আদেশ অধিদপ্তরের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন পাসপোর্ট শাখার সহকারী পরিচালক মো. সাদ্দাম হোসেন। তিনি ৫ মার্চ প্রথম আলোকে বলেন, এই সংশোধনী ৬ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে।
দেখা নেওয়া যাক কী কী সংশোধনী এল—

 

১. স্বামী-স্ত্রীর নাম
ই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের অংশটুকুতে পাসপোর্টধারীর নামের সঙ্গে উল্লেখ থাকে বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) আর স্থায়ী ঠিকানা। এই অংশটিই সংশোধন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম’ ঘরটি আর ই-পাসপোর্টে থাকছে না। বদলে সেখানে লেখা থাকবে ‘লিগ্যাল গার্ডিয়ান’। এটি প্রযোজ্য হবে শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে।
তবে ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ আর তাঁর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে।

২. বিস্তারিত ঠিকানা
ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশ দুটিতে ‘অ্যাড্রেস’ বা ঠিকানার ঘর আছে। সেখানে পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা যেমন উল্লেখ করতে হয়, তেমন জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি যাঁকে মনোনীত করেন, তারও পূর্ণাঙ্গ ঠিকানা দরকার হয়। এত দিন প্রত্যেকের ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান করা যেত না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে।

৩. কিউআর কোড থাকছে না
ই-পাসপোর্টের প্রথম পাতায় জরুরি তথ্যের নিচে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। কিউআর কোডটি স্ক্যান করলে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগের নম্বর পাওয়া যেত। এখন থেকে ই-পাসপোর্টে আর কিউআর কোড থাকছে না।




আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের পদে বাংলাদেশের আইনজীবী সাকিব মাহবুব

বিশ্বের সর্ববৃহৎ আইনজীবী সমিতি আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনে (আইবিএ) কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি আইনজীবী মাহবুব অ্যান্ড কোম্পানির পার্টনার আইনজীবী সাকিব মাহবুব। তিনি এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের প্রফেশনাল ওয়েলবিয়িং কমিশন লিয়াজোঁ অফিসার হিসেবে ২০২৪-২৫ মেয়াদে কাজ করবেন। ১ মার্চ আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের ২০২৪-২৫ মেয়াদের কমিটি অনুমোদন করে এবং ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিশিষ্ট আইনবিদ কামাল হোসেন এর আগে আইবিএর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পথ অনুসরণ করে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের কার্যকরী পদে সাকিব মাহবুবের নিয়োগ একটি উল্লেখযোগ্য মাইলফলক। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশিষ্ট আইনজীবীদের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটিতে যৌথভাবে সভাপতিত্ব করছেন চীনের সাংহাইয়ের ‘জুনহে’ আইনি প্রতিষ্ঠানের পার্টনার ডেভিড লিউ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের ‘স্ক্রিন’ আইনি প্রতিষ্ঠানের পার্টনার প্রীথা শ্রীধরন পিল্লাই।

আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে সাকিব মাহবুব বলেন, ‘আমি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত। আইবিএর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং বিশেষ করে আইন পেশায় পেশাদার উন্নতির ক্ষেত্রে অবদান রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করব।’

আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু ১৯৪৭ সালে। আইবিএ বিশ্বের শীর্ষস্থানীয় আইন সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে এবং ১৭০টির বেশি দেশের ১৯০টি বার অ্যাসোসিয়েশন এবং আইন সমিতি থেকে ৮০ হাজারের বেশি স্বতন্ত্র আন্তর্জাতিক আইনজীবী এর সদস্য। এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরাম আইবিএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের এক্সিকিউটিভ কমিটি হিসেবে কাজ করে।




মাঙ্গার আন্তর্জাতিক জগতে বাংলাদেশের প্রথম প্রবেশ

‘মাঙ্গা’ নামে পরিচিত জাপানি কমিক বইয়ের সংস্কৃতি এখন বিশ্বজুড়ে তরুণ সমাজের মন কেড়ে নিচ্ছে। জাপানে অবশ্য মাঙ্গার রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। এর সূচনা চিহ্নিত করা হয় দ্বাদশ শতাব্দীর মাঝমাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এমাকি স্ক্রল পেইন্টিং বা গুটিয়ে রাখা কাগজ অথবা কাপড়ে আঁকা ছবিতে। চোজু গিগা নামে পরিচিত সেই সময়ের একটি ছবিতে কয়েকটি জন্তুর আনন্দ-ফুর্তিতে জড়িত থাকার ছবিকে জাপানি গবেষকেরা প্রথম মাঙ্গা হিসেবে চিহ্নিত করে থাকেন। তবে সময়ের বিবর্তনে মাঙ্গা এর দীর্ঘ পথ পরিক্রমণে নানা পর্যায় পার হয়ে এখন সারা বিশ্বের তরুণদের মধ্যে আলোড়ন জাগানো এক গণসংস্কৃতিতে পরিণত হয়েছে। মাঙ্গার হাত ধরে পরবর্তী সময়ে মঞ্চে আসা আনিমে কার্টুন, ছবি এবং মাঙ্গা কার্টুনের চরিত্রের আদলে পোশাক পরার সংস্কৃতি পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়া ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশেও তরুণদের টানছে।

মাঙ্গার এই আন্তর্জাতিক জনপ্রিয়তা কাজে লাগিয়ে জাপানি সংস্কৃতির এই দিকটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০০৭ সালে আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতার সূচনা করে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর যে ঘোষণা প্রচার করে আসছে, সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশ ও প্রতিযোগী উভয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়া সম্প্রতি লক্ষণীয় হয়ে উঠেছে। ২০২৩ সালের ১৭তম প্রতিযোগিতায় বিজয়ীদের নাম মন্ত্রণালয় ডিসেম্বরের শেষ দিকে ঘোষণা করে। বিশ্বের ৮২টি দেশ ও ভূখণ্ড থেকে জমা দেওয়া ৫৮৭টি কাজের মধ্য থেকে বিচারকেরা ১৩টি কাজকে পুরস্কারের জন্য বেছে নেন। এবারের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তাইওয়ানের শিল্পী চিওন জেসনের মাঙ্গা ‘উইন্ড চেসার আন্ডার দ্য ব্লু স্কাই’। হংকং, ভিয়েতনাম ও স্পেনের তিনটি মাঙ্গা মনোনীত হয়েছে রৌপ্য পদকের জন্য এবং ৯টি মাঙ্গাকে দেওয়া হয়েছে ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জ পদক বিজয়ীর তালিকায় এবার প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকপাত করা সেই মাঙ্গার রচয়িতা হচ্ছেন বাংলাদেশের এম ই চৌধুরী শামীম। তাঁর এই অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন মাঙ্গার আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের গর্বিত উপস্থিতির ঘোষণা দিল।

বিজয়ীদের মধ্যে থেকে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী শিল্পী ও রচয়িতাদের আমন্ত্রণ জানিয়ে আজ জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি ভবন ইকুরা গেস্ট হাউসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইওকো। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। জাপানের এই আয়োজনের ওপর রাখা সংক্ষিপ্ত বক্তব্যে এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ও মিনিস্টার শাহ আসিফ রহমান। প্রথমবারের মতো এ রকম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া মাঙ্গার মধ্যে বাংলাদেশের উপস্থিতিতে তিনি গৌরব বোধ করেন। শাহ আসিফ রহমান বলেন যে ব্রোঞ্জপদক বিজয়ী হিসেবে বাংলাদেশি প্রতিযোগী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে দেশের জন্য সেটি হতে পারত আরও আনন্দের। তবে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এম ই চৌধুরী শামীমের এই অনন্য অর্জনের পদাঙ্ক অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশের আরও বেশি মাঙ্গা শিল্পী প্রতিযোগিতায় অংশ নিলে আরও বড় সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠান কক্ষে প্রদর্শিত পুরস্কার বিজয়ী ১৭টি মাঙ্গার মধ্যে বাংলাদেশের মাঙ্গার স্থান করে নেওয়া তাঁকে আনন্দ দিয়েছে।

 




Demonstration demanding road reform

নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের হাওয়ালদারপাড়ার এলাকাবাসী সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে শহরের চালহাটি সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার ও মেয়র রাফিকা আকতার জাহানের অপসারণ দাবি করা হয়।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাশেদ, হাজী তসলীম, মইনুল হাসান, রওনক সিদ্দিকী, খালিদ খান, ফফসাল দিদার দিপু, তাসলিমা মুসকান, আরিফ মোস্তফা মিঠু, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও পৌর কাউন্সিলর কাজী মোনোয়ার হোসেন হায়দারের অদক্ষতা ও দুর্নীতির কারণে এলাকায় কোনো উন্নতি হয়নি। শহরের প্রাণকেন্দ্র ১০ নম্বর ওয়ার্ডের সড়ক ও অলিগলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কারের কোনো উদ্যোগই নেয়া হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। অথচ নাগরিকদের থেকে পৌরকর, ট্রেড লাইসেন্স, নকশা অনুমোদন, জন্ম- মৃত্যু ও ওয়ারিশান সার্টিফিকেটসহ বিভিন্ন সেবার নামে প্রতিবছর কোটি কোটি টাকা আদায় করা হচ্ছে। আয়ের টাকা উন্নয়ন কাজে ব্যবহার না করে মেয়র ও কাউন্সিলররা আত্মসাৎ করছেন। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারের ভাষ্য, পৌরসভা থেকে বরাদ্দ না পাওয়ায় এলাকায় উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি। বরাদ্দ পেলে সড়ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য তাঁর প্রতিপক্ষ এটাকে ইস্যু করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, রাস্তা সংস্কারের জন্য এরই মধ্যে একনেকে প্রকল্প পাঠানো হয়েছে। বাজেট এলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এ ছাড়া ড্রেন সংস্কার ও নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে এ সমস্যাও সমাধান করা হবে।




School-going children in fear of 'aunt'

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একই দিন দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রীকে তুলে নিয়েছিল অপহরণকারীরা। রোববার উপজেলার গোকর্ণ ইউনিয়নের চটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের কুলিকুণ্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। তাদের সবাইকে খালা পরিচয় দিয়ে শুরুতে বিদ্যালয় থেকে বের করে নেয় বোরকা পরা এক নারী। পরে চক্রের সদস্যদের হাতে তুলে দেয়। তবে চটিপাড়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী একজনের হাত কামড়ে পালিয়ে গিয়ে লোকজনকে জানায়। পরে এলাকাবাসী অন্যদের উদ্ধার করে। তবে অপহরণকারীদের কাউকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্রে উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ (রোববার) পর্যন্ত একই কায়দায় ১২ শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়। তাদের অনেককে মারধর করে গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় উপজেলার বিদ্যালয়গুলোতে আসা কমিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনার শিকার অনেক শিশু বোরকা পরা কাউকে দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছে।
ভুক্তভোগী চটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আলিফার মা জান্নাত আক্তার রোববার রাতে সমকালকে বলেন, ‘আজ আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা ভোলার নয়। এমন হলে মেয়ে স্কুলে পাঠাব কীভাবে! আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন কোনো খাওয়া-দাওয়া করেনি। বিষয়টি কোনোভাবেই ভুলতে পারছে না সে।’ তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন যদি ছেলেমেয়েদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে স্কুলে পাঠানো সম্ভব নয়।
সূত্র জানায়, রোববার সকালে ওই বিদ্যালয় থেকে আলিফার সঙ্গে তুলে নেওয়া হয় তৃতীয় শ্রেণির ইফরাত জাহার ইলমা ও চতুর্থ শ্রেণির তাযকিরাতুল তাহিয়াকে। বোরকা পরা এক নারী ‘খালা’ পরিচয় দিয়ে তাদের তিনজনকে বিদ্যালয়ের প্রায় এক কিলোমিটার দূরে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। পরে তাদের ৮ নারীর কাছে তুলে দেয় সে। সেখানে মারধর করা হয় তিন শিশুকে। চতুর্থ শ্রেণির ছাত্রী তাযকিরাতুল তাহিয়া চক্রের এক সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অন্যদের উদ্ধার করে।
ওই ছাত্রীরা জানায়, বোরকা পরা নারী তাদের বলে, ‘আমি তোমার খালা হই। তোমার মা বলছে আমার সঙ্গে বাড়িতে যেতে।’ তারা ওই নারীকে চেনে না জানালে ধমক দিয়ে বলে, ‘অ্যাই, বেশি কথা বলবি না। কোনো কথা বললে মেরে ফেলব।’
তাযকিরাতুল তাহিয়ার বাবা মো. আকবর উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গতকাল সোমবার বলেন, ‘ঘটনার পর থেকে আমার মেয়ে চরম আতঙ্কে আছে। কোনোভাবে বুঝিয়েই তাকে আজ স্কুলে পাঠাতে পারিনি।’
একই দিন উপজেলা সদরের কুলিকুণ্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জোর করে তুলে নেওয়া হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী ঝুমুর আক্তারকে। সে চিৎকার করতে থাকলে বিদ্যালয়ের প্রায় এক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত ঘরে রেখে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।
২৫ ফেব্রুয়ারি সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. স্বাধীন মিয়া নিখোঁজ হয়। তার বাবা মো. আবদু মিয়া নাসিরনগর থানাকে বিষয়টি অবহিত করেন। পরে ২৭ ফেব্রুয়ারি আশুগঞ্জ ফেরিঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আবদু মিয়া বলছেন, এর পেছনে জিনের হাত রয়েছে। তবে এলাকাবাসী স্বাধীনের নিখোঁজ হওয়ার পেছনে একই চক্রকে সন্দেহ করছে।
২২ ফেব্রুয়ারি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় চক্রটির সদস্যরা। শ্রেণিকক্ষে ক্লাস চলার মধ্যেই এক নারী ‘খালা’ পরিচয় দিয়ে কৌশলে বের করে নেয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আছমা আক্তার ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তারকে। তাদের বিদ্যালয়ের আঙিনা থেকে তুলে নেওয়ার চেষ্টা করলে শিশুরা চিৎকার করে। এ সময় মুখ চেপে মারধর করে তাদের গা থেকে স্বর্ণালংকার নিয়ে দৌড়ে পালায় দুর্বৃত্তরা।
সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি উপজেলা সদরের শিশু কানন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথে বোরকা পরা পাঁচ নারী তাদের পথ আটকায়। দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে এক নারী বলে, ‘আমার সঙ্গে বাড়িতে চলো। আমি তোমার খালা হই।’ কিন্তু শিশুটি তাকে না চেনায় দৌড়ে পালায়। তার সঙ্গে থানা তিন শিশুকে জোর করে গাড়িতে তোলার সময় এক পথচারী দেখে ফেলেন। তিনি শিশু রক্ষা করলেও, চক্রটির সদস্যরা পালিয়ে যায়।
এসব ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দিয়েছে শিশু ও অভিভাবকের মধ্যে। বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কমে গেছে। অনেক মা-বাবা সন্তানদের স্কুলে পাঠাতে চাচ্ছেন না। তারা বলছেন, ২৫ দিনের মধ্যে বেশ কয়েকটি ঘটনার সংবাদ এলেও উপজেলা প্রশাসন ও পুলিশ কাউকে ধরতে পারেনি। এ কারণে তারা আতঙ্কিত। তবে পুলিশ বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
চটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।’ কীভাবে এ সমস্যার সমাধান মিলবে বুঝতে পারছেন না। তাই অভিভাবকদের নিয়ে আলোচনা করবেন।
গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, তিনি জানতে পেরেছেন, দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আলিফার বাড়িতে রোববার সাহায্য চাইতে ৪-৫ নারী যায়। তারা কৌশলে ওই পরিবারের সদস্যদের কাছ থেকে শিশুদের নাম জেনে ফেলে। পরে বিদ্যালয়ে গিয়ে নাম ধরে ডেকে তিনজনকে বের করে।
এ জনপ্রতিনিধির ধারণা, উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের একটি চক্র এসব ঘটনায় জড়িত। সারাদেশে নানা অপরাধমূলক ঘটনায় ওই ইউনিয়নের কিছু লোক জড়িত বলে সংবাদে এসেছে। দ্রুত সময়ের মধ্যে যদি প্রশাসন কঠোর না হয়, তাহলে চক্রটি এলাকা থেকে শিশুদের পাচার করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক ও প্রধান শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জেনেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া। তিনি এর প্রকৃত উদ্দেশ্য বুঝে উঠতে পারছেন না। সব শিক্ষককে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তারা।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছেন। বিষয়টি আমলে নিয়ে পুলিশের বেশ কয়েকটি দল মাঠে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুল হক বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাভকদের নিয়ে আলোচনা করবেন। আতঙ্কিত না হয়ে সতর্ক হতে অভিভাকদের পরামর্শ দেন তিনি।




সুয়ারেজের ‘গুরুত্বপূর্ণ’ গোলের উচ্ছ্বাস

2০১৪ বিশ্বকাপের পর বার্সেলোনায় যোগ দেওয়া লুইস সুয়ারেজ কাতালানদের জার্সি গায়ে অষ্টম গোল পেলেন রোববার রাতে। এবং এই গোলটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হওয়ারই কথা। ‘এল ক্লাসিকো’তে জয়সূচক গোল গুরুত্বপূর্ণ তো হবেই। এই গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সার লা লিগার শিরোপা ফিরে পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫৬ মিনিটে সুয়ারেজের গোলটা ছিল দুর্দান্ত। দানি আলভেসের লং বল ধরে, গায়ের সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডার পেপে ও সার্জিও রামোসকে বোকা বানিয়ে কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ডান দিকে ঝাঁপ দিলেও কিছুই করতে পারেননি ক্যাসিয়াস।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সুয়ারেজ বলেছেন, ‘বার্সার হয়ে এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। প্রতিপক্ষের কথা চিন্তা করলে এই গোলের মাহাত্ম্যই আলাদা। আমি রিয়ালের ডিফেন্ডারদের মধ্যে থাকা ফাঁকা জায়গার সুযোগ নিতে চেয়েছিলাম। চেয়েছিলাম, তারা যেন আমাকে বাধা দেওয়ার মতো সময় না পায়। আমার সৌভাগ্য, সেই চেষ্টা কাজে লেগেছে।’

বার্সেলোনার কোচ লুইস এনরিকে এমন গোল দেখে মুগ্ধ। সুয়ারেজের প্রশংসা করে তাঁর মন্তব্য, ‘এমন গোল খুব কম খেলোয়াড়ই করতে পারে। এ জন্যই আমরা তাঁকে (সুয়ারেজ) দলে নিয়েছিলাম। তাঁর মতো খেলোয়াড় দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা এভাবেই তাঁকে মূল্যায়ন করি। এখানে আসার পর থেকে পারফরম্যান্স, দলের প্রতি দায়বদ্ধতা সবকিছু মিলে তাঁকে নিয়ে আমরা খুব খুশি।’
‘এল ক্লাসিকো’তে এই জয় লা লিগার শিরোপা ফিরে পাওয়ার পথে এগিয়ে দিয়েছে বার্সেলোনাকে। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আর ১০টি করে ম্যাচ বাকি।



71,000 children participated in the final of the National Maths Festival, 85 winners

এবারের গণিত উৎসবে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। নির্বাচিতদের নিয়ে ১৮টি শহরে হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিকের বিজয়ীরা জড়ো হয়েছিল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। পরীক্ষার পাশাপাশি নানা আয়োজনে শিক্ষার্থীরা মেতে ছিল। শেষে চূড়ান্ত হয় জাতীয় গণিত উৎসবের ৮৫ বিজয়ী।

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দুই দিনব্যাপী জাতীয় পর্বের সমাপনী ছিল আজ শনিবার। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়৷ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ২২তম বারের মতো এ উৎসবের আয়োজন করে।




ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

 

যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থি ও সংঘাতে উসকানিদাতা ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায় কানাডা। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো।

অন্টারিও প্রদেশের ওয়াটারলু শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায়। এজন্য এ পদক্ষেপটি আমাদের বিবেচনাধীনে রয়েছে। মূলত জর্ডান নদীর পশ্চিমাংশের ৫ হাজার ৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ডটি ‘পশ্চিম তীর’ নামে পরিচিত।
নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের জনগণ যে আন্দোলন সংগ্রাম করছেন, সেই রাষ্ট্রের রূপরেখার মূল অংশে রয়েছে এই ভূখণ্ডটি। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের সুযোগ নিয়ে ১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করে ইসরাইল। পরে সেখানকার বিভিন্ন শহর-গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পাঠানো শুরু করে দেশটি।
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।
নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরাইলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে যে চার ইসরাইলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।



মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। গত ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৮০ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫ হাজার ৭২ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন নির্বাচিত হয়েছেন।