আবারো বিয়ের পিড়িতে বসছেন সামান্থা!

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী এখন বলিউডেও দারুন জনপ্রিয়। দিন দিন তাঁর ভক্তসংখ্যা বেড়েই চলেছে। তাই তাঁর অভিনয় জীবনের সঙ্গে সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ সীমাহীন। অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের প্রেমে পড়েছিলেন দক্ষিণের জনপ্রিয় এই তারকা। তারপরই করে ফেলেন বিয়ে। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার বছর এক ছাদের তলায় থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা।

কিন্তু এবার নতুন করে গুঞ্জন ওঠেছে সামান্থার বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে। সিনে জোশ এর একটি প্রতিবেদনে জানা গেছে, ভাগ্যে বিশ্বাসী সামান্থা তাঁর জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যৎবাণী বলছে সামান্থার আবার বিয়ে হবে। তবে সেটা কিছুদিন পর। জ্যোতিষী কল্পেশ শাহর মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তাঁর কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে, তৃপ্ত করবে।

কফি উইথ করণ ৭ এর একটি পর্বে সামান্থা উল্লেখ করেছিলেন যে তিনি এখনো প্রেমের জন্য উন্মুক্ত নন এবং তাঁর হৃদয়ের দরজা বন্ধ রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সদগুরু সামান্থার মন পরিবর্তন করতে পেরেছেন এবং তাকে দ্বিতীয় বিয়ের কথা ভাবতে রাজি করিয়েছেন।

 

সামান্থাকে সর্বশেষ দেখা যায়‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ ন্তভা’ গানে নেচে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী।

মাত্র তিন মিনিটের গানের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তাঁর সিনেমা ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শক উন্মুখ হয়ে আছে।




জো বাইডেনের অভ্যর্থনায় শেখ হাসিনার যোগদান

প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তবে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেই ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তিনি জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।




রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে রুনা

রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসে গণিত পরীক্ষা দিচ্ছেন রুনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী।

গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্রসচিব ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পরীক্ষার্থী সুস্থ আছে। আজকের গণিত পরীক্ষায় ৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছে। রুনা কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।

পরীক্ষার্থী রুনা আক্তার বলেন, গতকাল রাতে অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা সন্তান হয়েছে। আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ আছি। শিশু বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই আজকের গণিত পরীক্ষা দিচ্ছি। আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করব। সকলের কাছে দোয়া চান তিনি।

কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, লেখাপড়ায় রুনার অনেক আগ্রহ আছে। রুনা আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে হেঁটে এসেই গণিত পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি ওর সফলতা কামনা করছি।




Sheikh Hasina will reward Sabina on her return to the country

বাংলাদেশ ফুটবলে দীর্ঘ দিনের ট্রফি খরা ঘুচিয়েছেন সাবিনা-কৃষ্ণারা। একের পর এক ব্যর্থতায় সমর্থকদের হৃদয়ের ক্ষতে মলম ছিল বাংলাদেশে জাতীয় নারী দলের এই সাফল্য।

তবে তাদেরকে পুরস্কার দেবার কথা উঠলেই শুরু হয়ে যায় বাফুফের গড়িমসি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশে ফিরে সাফজয়ী নারী দলকে পুরস্কৃত করবেন তিনি।

Details coming soon…




New DG BKSP

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয় সরকার।

বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদে নিয়োগের কারণে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এ কর্মকর্তাকে বদলিপূর্বক বিকেএসপির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




Voting in four municipalities and one upazila on November 2 using EVMs

Elections to four municipalities and one Upazila Parishad will be held using electronic voting machines (EVMs).

The schedule for the elections to be held on November 2 has already been announced. Deputy Secretary of the Election Management Branch of the Election Commission (EC) Md. Atiar Rahman said that according to the schedule, the last date for filing nomination papers is October 6, the selection of nomination papers is October 10, and the last date for withdrawal of nomination papers is October 17.

And the voting will be held on November 2. The four municipalities where voting will be held are - Parbatipur in Dinajpur, Bishwanath in Sylhet, Fatikchhari in Chittagong and Hazrabari in Melandaha Upazila in Jamalpur.

EC Deputy Secretary Md. Atiar Rahman said that voting in all elections will be conducted through electronic voting machines.

The concerned District Election Officer has been appointed as the Returning Officer for these Municipal Elections. The concerned Upazila Election Officer will perform the duties of Assistant Returning Officer. In addition, the Senior District Election Officer of Chittagong has been appointed as the Returning Officer for Karnaphuli Upazila Parishad.

The Karnaphuli Upazila Election Officer has been given the responsibility of Assistant Returning Officer. Meanwhile, the Election Commission (EC) has fixed October 12 for the polling in the four postponed Union Parishads (UPs). The UPs are - Jhawail and Hemnagar in Gopalpur Upazila of Tangail and Chambal and Aochia UPs in Banshkhali Upazila of Chittagong and Satkania Upazila of Chattogram.

Among these, elections will be held for two other posts, except for the chairman, in Aochia UP. The returning officer has been instructed to start the process from the stage at which the elections were postponed.




DMP raids, 44 arrested with drugs

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১৩ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১৫৭ বোতল ফেনসিডিল, ২ হাজার লিটার দেশিমদ, ৩০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০০টি সাদামালসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।




জাতিসংঘে ঘুরে ঘুরে পদ্মা সেতুর ছবি দেখলেন শেখ হাসিনা

নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে কম ধকল যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ওপর। তবুও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে দেশের সবচেয়ে বড় এই স্থাপনা। গত জুনে খুলে দেওয়া সেই সেতুর নানা ধরণের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জাতিসংঘের সদর দফতরে। জাতিসংঘে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ওপর সেই আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেছেন সফরসঙ্গীদের নিয়ে। একেকটি ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে বঙ্গবন্ধু কন্যাকে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম সাখাওয়াত মুন জানান, বুধবার বিকেলে (স্থানীয় সময়) জাতিসংঘ সদর দফতরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মুন জানান, প্রধানমন্ত্রীর পরিদর্শনের জাতিসংঘের ইকোসক প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ কয়েকজন বিদেশি অতিথি সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিদেশি অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি, কারণ, এটি নির্মাণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে আমাদের দোষারোপ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীটি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।




সোহানের নেতৃত্বে আমিরাত যাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৭ সদস্যের দল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দলের দায়ভার থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে।

বুধবার সন্ধ্যায় বিসিবির ঘোষিত এই দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নাম। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্বে থাকবেন সোহান।

এ সিরিজে দলে রয়েছেন তিন নতুন মুখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও আমিরাত সফরের দলে ডাকা হয়েছে সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে। আছেন পেসার শরিফুল ইসলামও। আগামী ২৫ অক্টোবর এবং ২৭ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৮ অক্টোবর দেশে ফিরে আসবে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।




Begumganj Upazila Chairman's Association President Abed, Secretary Salah Uddin

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমিতির নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর উপজেলা পরিষদে ১৬ ইউনিয়নের চেয়ারম্যানগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উক্ত সমিতির সভাপতি ১১ নং দুর্গাপুর ইউনিয়নের বার বার নির্বাচত চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম কে সভাপতি ১৬ নং কাদিরপুর ইউনিয়ন এর ২ বারের জননন্দিত চেয়ারম্যান সালাহ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ১৩ নং রসুলপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত কমিটিকে এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।