ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আগামীকাল

ঈদে মিলাদুন্নবীর (সা.) কবে তা জানা যাবে আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর)।

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে এদিন সন্ধ্যায় বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।




চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধ:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের এর বিশেষ আয়োজনে “ আমি ও বিসিএস ক্যাডার হবো ” শীর্ষক সেমিনার মেধাবী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ টি- হোসেন বেগম বদরুন্নেসা হোসেন বৃওি প্রদান অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর সারাদিন ব্যাপি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল হক।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ আবু তাহের ব্যবস্থাপনা পরিচালক লাইফ কেয়ার হাসপাতাল লিঃ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ কফিল উদ্দিন, ডাঃ রাবেয়া খানম, লালমাটিয়া মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যক্ষ নিলুফার শাহজাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আবুল বাশার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চৌমুহনী সরকারি এস এ কলেজ।

এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা নোয়াখালী জেলার বিশেষ প্রতিনিধি পল্লী নিউজ ও নোয়াখালী সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান তুহিন, এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদুল আমিন ফয়সল, মোঃ আবদুল্লাহ আল সায়েম সদস্য সচিব এ্যালামনাই এসোসিয়েশন, আরো উপস্থিত ছিল প্রয়াত বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও বর্তমান বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ইমরান নুর রফি, এয়ী রায় (তুলতুল), জোবেদা আক্তার মিলি, রাহিদুল ইসলাম, অভিসাহা। চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের দাতার উওরাধিকারী বাপ্পা সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।




Police raid Jamaat office in Lakshmipur, 2 arrested

লক্ষ্মীপুরে জামায়াতের একটি অফিসে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ জনকে আটকও করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই গোপন সংবাদে শহরের দক্ষিণ তেহমুণী এলাকায় ওই অভিযান শুরু করে পুলিশ। পরে আবদুর রহমান (৫০) ও মো. সুমন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়ে সদর উপজেলার বাসিন্দা।

বিকেল পৌনে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিসটি ঘিরে রেখেছেন।

 অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। জামায়াতের ওই অফিসে বিপুল পরিমাণ জিহাদি বই রয়েছে। পুলিশের অভিযান এখনও চলছে। এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে আসার কথা রয়েছে।




বেশিরভাগ যুদ্ধই মুসলিম বিশ্বে, তুরস্কের একতার আহ্বান

বিশ্বের বেশিরভাগ যুদ্ধ সংগঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার  সদস্য দেশগুলোর মধ্যে। বিশ্বব্যাপী সংঘাত ও চ্যালেঞ্জের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। বন্যা কবলিত পাকিস্তান ও নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

বৃহস্পতিবার নিউইয়র্কে ইসলামি ব্লকের বার্ষিক সমন্বয় সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব বর্তমানে কম নিরাপদ এবং আরও অনিশ্চিত হয়ে পড়েছে। দুই বিলিয়নেরও বেশি মানুষ সংঘাতপূর্ণ অঞ্চলে বাস করে এবং দুর্ভাগ্যবশত প্রায় এর ৬০ শতাংশ সংঘাত ওআইসিভুক্ত দেশগুলোতে হচ্ছে।’

ভয়াবহ বন্যার শিকার হওয়া পাকিস্তানের প্রতি সমবেদনা জানান তিনি। বন্যায় ৩ কোটি ৩০ লাখ পাকিস্তানি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে কমপক্ষে ১,৫৭৬ জন মারা গেছেন এবং ৩০ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি এবং ফসল ধ্বংস হয়েছে। এরই মধ্যে বড় ধরনের সহযোগিতা পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক। কাভুসোগলু বলেন, ‘তুরস্ক এবং তুর্কি জনগণ ভ্রাতৃপ্রতিম পাকিস্তান এবং পাকিস্তানি ভাই ও বোনদের সমর্থন অব্যাহত রাখবে।’

ফিলিস্তিনের বিষয়ে কাভুসোগলু বলেন, ‘আঙ্কারা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চাইছে এবং তুরস্ক ফিলিস্তিনকে সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং জেরুজালেমকে এর রাজধানী হিসেবে রক্ষা করা আমাদের দায়িত্ব।’




৮ ওভারের ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ভারত

মোহালির হারের শোধ তুলে সিরিজে ঘুরে দাঁড়াল স্বাগতিক ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ১-১ সমতা এনেছে রোহিতের দল।

গতকাল শুক্রবার নাগপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় আড়াই ঘন্টা দেরিতে। তাতে ম্যাচে নেমে আসে ৮ ওভারে। ইনজুরি কাটিয়ে দুই মাস পর ভারতের দলে গতকাল ফেরেন জসপ্রীত বুমরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রান তুলে অজিরা। জবাবে ভারত দলপতি রোহিত শর্মার হার না মানা ২০ বলে ৪৬ রানের ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় পায় তারা।




বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য সহযোগিতা জোরদার হচ্ছে

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি  স্বাক্ষরে সম্মত হয়েছে। উভয় দেশের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সম্মত হওয়ায় এটি স্বাক্ষর হতে যাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর) এক দ্বিপক্ষীয় বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যক্রমের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। এখানে তাঁর বাসস্থানের কক্ষে ‘দ্বিপক্ষীয় বৈঠক রুমে’ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সাথে এফটিএ’র চুক্তির ব্যাপারে তাঁর আগ্রহ ব্যক্ত করলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাবে সম্মত হন।

এই বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশ থেকে বাংলাদেশে চাল রফতানির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ ব্যক্ত করেন।




একসাথে ৫ সন্তান প্রসব, বেঁচে নেই কেউ

চুয়াডাঙ্গায় বিয়ের ১০ বছর পর পাঁচ সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা অ্যাপোলো হাসপাতালে ওই গৃহবধূ একত্রে পাঁচ সন্তান প্রসব করেন।

তবে একটি সন্তানও বেঁচে নেই। প্রসূতি সালেমা খাতুন (২৭) দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কৃষক ঝন্টু মিয়ার স্ত্রী।

সূত্রে জানা গেছে, একটি সন্তানের জন্য কৃষক ঝন্টু মিয়া ১০ বছর প্রতীক্ষা করেন। গর্ভে সন্তান এলে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার আগে পেটে ব্যথা নিয়ে কার্পাসাডাঙ্গা বাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয় সালেমা খাতুনকে। সন্ধ্যা ৭টার দিকে একটি সন্তান প্রসব করেন তিনি। পরবর্তীতে রাত ৮টার দিকে একে একে আরো চারটি সন্তান প্রসব করেন তিনি। এর কিছুক্ষণ পরই একে একে সবাই মারা যায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মামুন আর রশীদ বলেন, ‘সন্ধ্যার আগে স্বামীর সঙ্গে ওই ক্লিনিকে আসেন ছালেমা খাতুন। ক্লিনিকে ঢোকার পরই প্রথমে একটি সন্তান প্রসব করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় প্রসব করেন বাকি চার সন্তান। এর কিছুক্ষণের মধ্যেই পাঁচ নবজাতকেরই মৃত্যু হয়।

ডা. মাসুমা ফেরদৌস স্নিগ্ধা জানান, মাত্র সাড়ে ৪ মাসের মাথায় পাঁচ সন্তান প্রসব করেন সালেমা খাতুন। সন্তানের মধ্যে ১ মেয়ে, ২ ছেলে বাকি দুটি সন্তান জোড়ালাগা অবস্থায় ছিল। তাই ছেলে না মেয়ে জানা সম্ভব হয়নি। সন্তানরা সব মারা গেলেও প্রসূতি ছালেমা খাতুন চিকিৎসাধীন আছেন। তিনি মোটামুটি সুস্থ আছেন।




আবারও কালো ডিম দিয়েছে সেই পাতিহাঁস!

ভোলার চরফ্যাশনের আলোচিত সেই পাতিহাঁসটি আরও একটি কালো ডিম দিয়েছে। এ নিয়ে দুইটি কালো ডিম দিয়েছে সেই হাঁসটি।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় কালো ডিমটি পাড়ে সেই হাঁস। পর পর দুইদিন এমন ঘটনায় মানুষের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই।
পাতিহাঁসটি প্রথম বারের মতো গতকাল বুধবার থেকে কালো ডিম পাড়া শুরু করেছে।

চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাঢ়ীর বাড়ির বাসিন্দা আবদুল মতিনের (৪৮) খামারে একটি পাতিহাঁস গত দুইদিনে দু’টি কালো ডিম দিয়েছে। এ নিয়ে উপজেলার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোকজন এখন ওই ডিম দেখতে আসছে।

আবদুল মতিন বলেন, তার খোয়ারের একটি পাতিহাঁস গতকাল বুধবার প্রথম একটি কালো ডিম পাড়ে। আজ বৃহস্পতিবারও আরেকটি কালো ডিম পেড়েছে হাঁসটি। প্রথম দিন পাড়া ডিমটি ছিল কুচকুচে কালো। আজ বৃহস্পতিবার পাড়া ডিমটির কোথাও কোথাও সাদাচে ছোপ ছোপ রয়েছে, তবে বেশির ভাগ অংশ কালো। এ ডিমসহ তিনি একটি আলাদা খাঁচার মধ্যে রেখেছেন হাঁসটিকে। লোকজন এসে দেখে যাচ্ছে।

এ ব্যাপারে সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, হাঁসের ডিম সাধারণত সাদা রঙয়ের হয়। কিন্তু কালো ডিম দেওয়া খুব অস্বভাবিক কিছু না। প্রথমবার ডিম পাড়ার সময় এমন হতে পারে। এটা সচরাচরই হয়। পরে ঠিক হয়ে যায়।




Vice Chairman Nur Hossain Masud receives Mother Teresa Award

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক তরুণ প্রজন্মের আইকন নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ এর একান্ত আস্থাভাজন নুর হোসেন মাসুদ সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসাঁ মেমোরিয়াল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার এ ভূষিত হয়েছেন।



চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ফরিদা বেগম। এ সময় শতাধিক মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাগণ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা কে অনেক অনেক ধন্যবাদ জানান তারা আরো বলেন আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান যেই কারনে এমন একটি অনুষ্ঠান করতে পেরেছেন।