লক্ষ্মীপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে । জেলা আহলে সুন্নাহ ওয়াল জামা’আত এর আয়োজনে রবিবার (৯ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন করা হয়।

শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

সংগঠনটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, পীর সৈয়্যাদ মাহমুদুর রহমান তানভীর ছিদ্দিকী, পীর সৈয়্যাদ গোলাম সাখজার হোসাইনী ছাবের চিশতী প্রমুখ।

সমাবেশে বয়ান,, মিলাদ, ক্কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। পরে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




আবারো হারল বাংলাদেশ

হেগলি ওভালে গতকাল পাকিস্তানের বিপক্ষে হারের পর আজ আবার মাঠে নেমে জয়ের মুখ দেখেছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে কিউইদের মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেয় টাইগাররা। সহজ এ টার্গেট ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় কেন উইলিয়ামসনরা।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি স্বাগতিক দল। চতুর্থ ওভারেই ওপেনার ফিন অ্যালেনের বিদায় ঘটে। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতন ঘটে। তারপর অধিনায়ক উইলিয়ামসন ও ওপেনার ডেবন কনওয়ের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় কিউইরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বরাবরের মতোই বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ব্যক্তিগত ৫ রান করে টিম সাউদির বলে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারে ১৬ বলে ১৫ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হন লিটন।

এর পরের ওভারেই লিটনের দেখানো পথে হাঁটেন ওপেনার নাজমুল শান্ত। ২৯ বলে ৩৩ রানে ইস সোধির বলে আউট হন এ বাঁহাতি ব্যাটার । তারপর আর ক্রিজে কেউ স্থায়ী হতে পারেন নি। আশা যাওয়ার মিছিলে টাইগার ব্যাটাররা। মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি ক্রিজে ছিলে মাত্র ক্ষণিকের অতিথি।

কিউই স্পিনারদের বল বুঝতেই যেন সময় চলে যাচ্ছিল টাইগার ব্যাটারদের। অধিনায়ক সাকিব আল হাসান নেমে দলের পঞ্চম উইকেট পতনের পর। আফিফ হোসেন ও সাকিব আল হাসান দুজন মিলে ৪২ বল খেলে করেন ৪০ রান।

শেষ দিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে কোন রকমে দলের সংগ্রহ ১২০ রান অতিক্রম করে।

কিউইদের হয়ে ২টি করে উইকেট নেন সাউদি, ব্রেসওয়েল ও সোধি। ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার ব্রেসওয়েল।




যে সময় শসা খেলে মারাত্মক ক্ষতি হবে

স্বাস্থ্যের জন্য দারুণ উপকারি শসা। তাতে কোনো সন্দেহ নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। সেইসঙ্গে পানি পরিমাণও বেশি যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।  অনেকেই ভুল সময়ে শসা খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, ভুল সময়ে এটি খেলে হিতে বিপরীত হতে পারে। প্রশ্ন হচ্ছে, শসা খাওয়ার ভুল সময় কোনটি?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে উপকারি হলেও রাতের বেলা শসা খাওয়া একদম উচিত নয়। এতে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে।

ঘুমে প্রভাব

শসা ঘুম নাশের কারণ হতে পারে। রাতের বেলায় শসা খেলে পেট ভারী হয়ে উঠে। ফলে শুয়ে পড়লেও ঘুম আসে না। অস্বস্তি সৃষ্টি হয়। হজমে সমস্যার কারণে গ্যাসের সমস্যা দেখা দেয়।

হজমে প্রভাবঃ

শসাতে রয়েছে Cucurbitacin নামক উপাদান যা হজমশক্তি শক্তিশালী হলেই কেবল হজম হতে পারে। নাহয় হজমে সমস্যা দেখা দেয়। রাতে শসা খেলে হজম হাওয়ার সুযোগ থাকে না। কারণ খাওয়ার কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়েন।

রাতে শসা খেলে পেট ভারী হতে শুরু করে। ফলে কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই রাতে শসা খাবেন না।

এসব কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিনের বেলায় শসা খাওয়ার পরামর্শ দেন। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। শসা ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা ৯৫ শতাংশ পানি শরীরকে হাইড্রেটেড রাখে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্যানসার প্রতিরোধ এবং মজবুত হাড় গঠনেও সাহায্য করে




ভারী বৃষ্টির সম্ভাবনা তিন বিভাগে

দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাতা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 শনিবার (৮ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ডক্টর মো. আবদুল মান্নান জানিয়েছেন, লঘুচাপটি দক্ষিণ অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন এলাকয় বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।




র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সেখানে র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে তুলে নিতে দেশটির প্রতি আহ্বান জানান শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী করোনা মহামারি মোকাবেলায় প্রায় ৮৮ মিলিয়ন ভ্যাকসিন ডোজ সরবরাহ করে বাংলাদেশে অভূতপূর্ব সহায়তার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন।




২৫ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

২৫ অক্টোবর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। গ্রহণ হবে মোট ৪ ঘণ্টা ৩ মিনিট। পঞ্জিকা অনুযায়ী সূর্য গ্রহণ ২৫ অক্টোবর বিকাল চারটা থেকে। শেষ হবে রাত আটটা তিন মিনিটে।  এর আগে এ বছরে ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। চলতি বছরের উভয় সূর্যগ্রহণই আংশিক গ্রহণ।

বাংলাদেশ থেকে এই গ্রহণ আশিংক দেখা যাবে। সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখাতে  যখন অবস্থান নেয় তখন সূর্যগ্রহণের সৃষ্টি হয়।

জ্যোতিষ বিজ্ঞানীরা জানান, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশি হয়।

সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত না। সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর।  সূর্যগ্রহণ দেখতে হয় টেলিস্কোপ বা সোলার ফিল্টার দিয়ে।




বাজারে আসলো টেকনো পোভা ৪ সিরিজের নতুন ফোন

প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের উদীয়মান বিশ্ব বাজারের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ক্রেতাদের জন্য বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানে পোভা  সিরিজের নতুন তিন ফোন উন্মোচন করেন। এগুলো হলো-‘পোভা ৪’ এবং ‘পোভা ৪ প্রো’ এবং ‘পোভা নিও২’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, হেড অব বিজনেস ইউনিট সাইফুর রহমান খান, টেকনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবিন চৌধুরীসহ অন্যান্যরা।

রেজওয়ানুল হক বলেন, টেকনো গ্লোবাল ব্র্যান্ড হলেও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়েই পোভা ৪ সিরিজ উম্মোচন করা হলো। প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের লক্ষ্যে শক্তিশালী ও সবোর্চ্চ ক্ষমতার ‘পোভা ৪’ সিরিজ বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। হাইএন্ডের এই গেমিং স্মার্টফোনগুলো টেকনো লাভার ও ভোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি টেকনোর জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভার নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম ‘পোভা ৪ প্রো’। যা শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর দিয়ে তৈরি।

এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা। উন্নত চার্জিং সিস্টেম ব্যবহৃত হওয়ায় ফোনের বিশাল এই ব্যাটারি মাত্র ১৩ মিনিটে ২০% চার্জ হবে। সেসঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটিকে গেমার ও ব্যস্ত ব্যবহারকারীদের জন্য পোর্টেবল পাওয়ার হাউস হিসেবে একবার ফুল চার্জ করে নিলে কোনো ধরনের চার্জিং টেনশন ছাড়া টানা ১০ ঘণ্টা গেমিং ও সারাদিন নির্বিঘ্নে চালানোর গ্যারান্টি দেবে।

পোভা সিরিজের প্রথম ডিভাইস হিসেবে পোভা ৪ প্রোতে ৬.৬৬ ইঞ্চি এফএইচডি + ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। যেসব ব্যবহারকারী তাদের মোবাইলে স্ক্রিনে সিনেমা দেখা এবং গেম খেলতে পছন্দ করেন তারা এক্ষেত্রে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। দ্রুত সময়ের মধ্যে সবোর্চ্চ কাজের সক্ষমতা প্রদানের লক্ষ্যে এতে অক্টাকোর সিপিইউ এবং হাইপার ইঞ্জিন ২.০ যুক্ত করা হয়েছে। যা স্মার্টফোনগুলোকে বিশেষ করে গেমিংয়ের নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব প্রদান করবে।

পোভা ৪ প্রোতে ব্যবহৃত র‌্যামের ক্ষমতা বাড়িয়ে ২৫৬জিবি+৮জিবি করা হয়েছে। সেসঙ্গে এতে আলাদা যুক্ত করা ফাইভজিবির অতিরিক্ত র‌্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে। এছাড়া অ্যানড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা ৪ প্রো’ ৫০ এমপি এআই ডুয়েল রিয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ। সাউন্ডের জন্য এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টেরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ মোহিত করবে।

এছাড়াও নতুন ফোনগুলোতে আগের মডেলগুলোর তুলনায় ২২% বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে এবং গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার যা বাজারের অনেক গেমিং ফোন এই পাওয়া যায়না। নান্দনিক এবং নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা। পোভা ৪ সিরিজের আরো একটি সংস্করণ ‘পোভা ৪’ বাজারে এসেছে। হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের স্মার্টফোনটি ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি; ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যানড্রয়েড ১২ সমৃদ্ধ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং ক্রাওলাইট ব্লু রঙের ১২৮জিবি+৮জিবির মেমোরির স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট যুক্ত হবে)।

পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

৬.৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন, হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের স্মার্টফোনে রয়েছে ১২৮জিবি+৬জিবির বিশাল মেমোরি। অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা নিও২’ স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ ‘পোভা নিও২’ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং সাইবার ব্লু বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা (ভ্যাট বাদে)।




বাবরের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়

ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয়েছে নিউজিল্যান্ডের।

বাবর আজমের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে ১৮ ওভার ২ বল খেলে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। দলের হয়ে ৫৩ বল খেলে সর্বোচ্চ ৭৯ রান তুলেছেন ডানহাতি এই অধিনায়ক।

বিস্তারিত আসছে..




ক্রিমিয়া -রাশিয়া যোগাযোগের একমাত্র সেতুতে অগ্নিকাণ্ড

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগের একমাত্র সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে সেতুতে থাকা একটি মালবাহী ট্রেন ও সেতুতে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।

শনিবার সকালে সেতুতে এমন অগ্নিকাণ্ড দেখা গেছে। রাশিয়া জানিয়েছে একটি তেল ট্যাংকারে আগুন লেগেছে। অপরদিকে ইউক্রেন দাবি করেছে সেতুতে বিস্ফোরণ হয়েছে। খবর গার্ডিয়ানের ইউক্রেনের যুদ্ধের মধ্যে ক্রিমিয়ায় রাশিয়ান বাহিনীর জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেতুটি নির্মাণ করে রাশিয়া। এই সেতুটি ইউক্রেনের বাহিনীর অন্যতম লক্ষ্য হয়ে রয়েছে।

প্রায় ১২ মাইল (১৯ কি.মি.) দীর্ঘ সড়ক সেতুটি ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধন করেন। এর দুই বছর পর রেলওয়ে সেতুটি খুলে দেওয়া হয়। সাম্প্রতিক মাসগুলোতে কোনো ধরনের হামলা থেকে সেতুকে রক্ষা করার জন্য রাশিয়া বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কোনো কারণে বিস্ফোরণের ফলে এটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা হলেও এটি রাশিয়ার জন্য বিপর্যয় ও বিব্রতকর।




পৃথিবীতে ধেয়ে আসা গ্রহাণু ঠেকাতে চীনের নয়া উদ্যেগ

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু প্রায়ই খবরের শিরোনাম হয়। এসব গ্রহাণু ঠেকাতে সম্প্রতি সফলভাবে পরীক্ষা শেষ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এবার কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে চীনের জাতীয় মহাকাশ সংস্থা বা সিএনএসএ।

পৃথিবীর দিকে বিপুল বেগে ধেয়ে আসা গ্রহাণুকে ধ্বংস করতে নিজস্ব প্রযুক্তি তৈরি সিদ্ধান্ত নিল চীন। সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর গতিপথ বদল করতে কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে সিএনএসএ।

চীনের জাতীয় টেলিভিশন চ্যানেলে সিএনএসের সহকারি পরিচালক উ ইয়ানহুয়া জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলোর কারণে তৈরি হওয়া সম্ভাব্য বিপদ মোকাবেলায় প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে আমরা পৃথিবীকে রক্ষা করার খসড়া পরিকল্পনা তৈরি করছি।

এদিকে চীন একটি সম্মিলিত গ্রহাণুর নমুনা-রিটার্ন মিশনও তৈরি করছে। মিশনটি পৃথিবীতে নমুনা সরবরাহের জন্য ‘কামো ওলেওয়া’কে লক্ষ্য করবে বলে জানা গেছে। এই ছোট গ্রহাণুটি নিয়ার আর্থ অবজেক্ট হিসাবে পরিচিত। চীনের চতুর্দশ পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় এই মিশন শেষ হওয়ার কথা। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যেই এই কাজ করবে চীন।