Assistance to florists to be provided: Agriculture Minister

All kinds of assistance including loans will be given to flower farmers and entrepreneurs to deal with losses during the Corona period, said Agriculture Minister Dr. Md. Abdur Razzaq.

He said this after visiting the tulip and strawberry garden of entrepreneur Delwar Hossain at Sreepur in Gazipur on Friday afternoon. At this time, the local member of parliament. Iqbal Hossain Sabuj was present.

The agriculture minister said that tulips are foreign flowers. Now in Bangladesh too tulips of different colors are being cultivated - it is very happy. These flowers have to be marketed in the country and if exported abroad, a huge amount of foreign exchange can be earned.

In response to the question of what support the government will give to the entrepreneurs, the agriculture minister said that the government is giving agricultural loans at only 4% interest to deal with the damage caused by Corona. Apart from this, loan program is also running in some identified crops. Along with loans, all kinds of support will be given to flower growers, processors and entrepreneurs.




Muslim students could not enter schools in France

French schools have sent many students home for wearing abayas on the first day of the year. The French government banned wearing abayas in schools last month. This, they claim, is violating the norms of secularism in education. France has already banned the wearing of the hijab to stop the display of religious identity. News from AFP

Education Minister Gabriel Atal said about 300 students came to school wearing abayas, defying the ban on Islamic dress. Most students agreed to change clothes when asked to remove their abayas, but 67 refused to change clothes and were sent home. While the move pleased the right, the hard left said it was an infringement on civil liberties.

In the face of criticism, the minister claimed that abaya is a political symbol. He said letters were sent to the families of the girls who refused to change the abaya. Where it is written, secularism is not a barrier, it is a freedom.

French President Emmanuel Macron, meanwhile, supported the controversial move, saying there was a minority community in France that hijacked a religion and challenged the state and secularism.

In France, a 2004 law banned the wearing of symbols or clothing displaying religious affiliation in schools. These prohibitions include – the large Christian cross, the Jewish kippah and the Islamic hijab.




The United States asked about security during the election

The US wants to know what role the government will play in security and how it plans to provide security during free and fair elections. At this time, they also want to know the role of the government in upholding human rights. These issues came up in Dhaka-Washington Ninth Security Dialogue.

The dialogue was held at Foreign Service Academy in the capital on Tuesday morning. Deputy Assistant Secretary for Regional Security for Political Military Affairs of the US Department of State, who is visiting Dhaka, Meera Kay Resnick, led the US delegation in the dialogue. Khandaker Masudul Alam, Director General of the North American Division of the Ministry of Foreign Affairs, led the Bangladesh side. Mira K. Resnick paid a courtesy call on Foreign Secretary Masood Bin Momen at the Foreign Service Academy after the dialogue.

According to a source, the United States wants to see free and fair elections in Bangladesh. There should be no violence at this time. Therefore, it is requested to know what plan the government has taken to make the elections fair. At the same time, during the elections, Washington gave an opinion in favor of keeping the human rights situation of Bangladesh at international standards.

A diplomat who participated in the dialogue told Samakal on condition of anonymity that the Bangladesh delegation has highlighted the government's commitment to make the upcoming parliamentary elections free and fair. However, there is no clear idea on how to do that.

After the dialogue, the Foreign Secretary told reporters, 'Bangladesh is fulfilling its obligations regarding human rights. The point is reiterated in the dialogue. They want to know about the election. Bangladesh is determined to hold free and fair elections. The Prime Minister has said this many times. He also told foreigners. The Election Commission (EC) is working on it. Recently EC started training program. If help is needed there, the United States wants to do it. But we cannot say what the political party is thinking.' However, the foreign secretary said that there was no discussion about the government during the election.

Foreign Secretary Masoud bin Momen said that the talks were fruitful and the US delegation expressed its satisfaction. "Apart from defence, human rights, upcoming national elections, cyber security, Indo-Pacific outlook and energy security were also discussed," he said.

He said, 'There was no direct discussion on the defense treaty, as it was the subject of the defense dialogue. However, we have said that Bangladesh is working on similar agreements with different countries. We are gathering experience in this regard from different countries.

Regarding the lifting of the ban on Rabe, he said, 'The United States has discussed the lifting of the ban on Rabe. We have stated that we take every complaint about human rights violations seriously. We discuss them with law enforcement agencies and disseminate their answers to the outside world. We do not allow any chance of injustice in our country. RAB-Police each has a code of conduct. Even if you spend a bullet, you have to be accountable. Not all complaints or accidents involve the government. For example, a labor leader died in Gazipur. The government has no hand there. In the end we have to answer.' He said that the process to withdraw the ban on Raber is being followed.

When asked about the United States' comments on Bangladesh's Indo-Pacific outlook, the foreign secretary said, 'United States and Bangladesh have a lot in common in the Indo-Pacific. The two countries agree on the free movement of ships there, the full use of economic potential. They also don't want any particular country to dominate or become a barrier to free movement.' The foreign secretary did not give any answer when asked if the United States talked about China as a single hegemony.

Masud bin Momen said, 'They are currently banned from going out, let their assistance with other forces and organizations including our police-army continue. Army to Army joint exercises are there, they will continue and will be intensified in the future.'

In the dialogue, updated information on the Rohingya issue was presented to the US. The foreign secretary said, 'We have said that we want a solution to this crisis. Talking about humanitarian aid, we also stated our position on how to repatriate the 1.1 million Rohingya. However, the US has raised questions about security in Rakhine at the moment. They have some observations. There is no different attitude, the United States has advised the Rohingyas to take initiative in repatriation if their safety and security is ensured and they want to go voluntarily.

Prime Minister's visit to India

The Foreign Secretary said that Prime Minister Sheikh Hasina will meet Prime Minister Narendra Modi during her visit to India. The meeting will be held on the evening of September 8. Important issues including Teesta will be discussed in the meeting.

Masood bin Momen said, 'There are many bilateral issues. All will be discussed. Connectivity and Teesta water will be discussed. Energy and food security will also be discussed. All important issues will be discussed. There are many projects between the two countries, the progress of which will be discussed.

Visit of the Russian Foreign Minister

Foreign Secretary Masud bin Momen said that with Russian Foreign Minister Sergey Lavrov, Foreign Minister Dr. AK Abdul Momen will have a bilateral meeting. He will have a courtesy meeting with the Prime Minister. After the Russia-Ukraine war, the critical situation in the world will be discussed. Food security, sanctions, counter-sanctions will also be discussed.




'gang rape' of 2 girls in residential cottage, 1 arrested

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে দুই কিশোরী ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের অভিযান এখনও চলছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে। একজন আটক রয়েছে। তার নাম-ঠিকানা পরে জানানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকায় ‘রাজন কটেজ’ নামের একটি আবাসিক হোটেলে সোমবার রাতে ২ কিশোরী ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার হন। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে তাদের কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি একটি চক্রের হাতে তাদের তুলে দেন। পরে রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করে চক্রের সদস্যরা। সোমবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যান এক কিশোরী। অপরজন ঢাকায় চলে যান। রামুতে নেমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন ওই কিশোরী। পরে ওই কিশোরীর চিকিৎসক ঘটনা শুনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া জানান, সকালে ওই কিশোরীকে চিকিৎসা দিয়েছেন চিকিৎসক নুরুল হুদা শাওন। কিশোরীর বক্তব্য পাওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পেরেছে। জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে রাজন কটেজের কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের কর্মচারীরা পুলিশ হেফাজতে রয়েছে বলে অনেকে দাবি করলেও পুলিশ এ ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হয়নি।




HSC Exam 2024 in second week of June

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছর জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় আগামী বছরের জুনের দ্বিতীয় সপ্তাহ।




Allegation of family harassment involving three children in the case

নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জ আদালতে মামলা করেন বাবা। এতে শিশুটির তিন বন্ধুকেও আসামি করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১২, ১০ ও ৯ বছর।

এর প্রতিবাদে জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সোমবার তসভি ডাঙ্গা এলাকায় পালিত হয় এ কর্মসূচি।

আসামি করা শিশুদের স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, ২০ আগস্ট ওই চার শিশু স্থানীয় কালিগঙ্গা নদীর সেতুর নিচে গোসলে যায়। সেখানে দাপাদাপির সময় নিখোঁজ হয় অপূর্ব (১১)। তিন বন্ধু বিষয়টি টের পেয়ে বড়দের ডেকে আনে। তাদের সহায়তায় নৌপুলিশের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েও সেদিন অপূর্বর খোঁজ পায়নি। এর দু’দিন পর ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে শিশুটির লাশ ভেসে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, লাশ শনাক্তের জন্য অপূর্বর স্বজনদের সংবাদ পাঠানো হলেও তারা আসেননি। পরে তিন বন্ধু লাশটি অপূর্বর বলে শনাক্ত করে। ময়নাতদন্তের পর পুলিশ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে। পরিচয় নিশ্চিত হতে তারা ডিএনএ পরীক্ষার সিদ্ধান্তও নেয়।

এ ঘটনায় মানিকগঞ্জ আদালতে মামলা করেন অপূর্বর বাবা আব্দুল মালেক। তিনি ছেলেকে হত্যা ও গুমের অভিযোগ আনেন। এতে ৯ বছর বয়সী শিশুটিকে পাঁচ নম্বর, ১২ বছর বয়সী শিশুকে ৬ নম্বর ও ১০ বছর বয়সী শিশুটিকে ৭ নম্বর আসামি করা হয়। ওই শিশুরা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পড়ে। তাদের বাবা-মাকেও আসামি করা হয় এ মামলায়।

সোমবারের বিক্ষোভে স্থানীয় বিশিষ্টজন অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালীর ইশারায় মৃত শিশুটির বাবা মিথ্যা মামলা করেছেন। এর মাধ্যমে তিন শিশুর পরিবারকে হয়রানি করা হচ্ছে। সেখানে বক্তব্য দেন তিল্লী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুরছালিন বাবুসহ অন্যরা।

বক্তব্য জানতে মামলার বাদী আব্দুল মালেকের মোবাইল ফোন নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। তাঁকে বাড়িতেও পাওয়া যায়নি। স্বজনরাও কোনো বক্তব্য দিতে চাননি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শিশু নিখোঁজের বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। আদালতে মামলা হয়েছে বলে শুনেছেন। তবে গতকাল পর্যন্ত আদালত থেকে এ বিষয়ে কোনো কাগজপত্র থানায় আসেনি।




55 kg gold missing from customs warehouse

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউস থেকে অন্তত ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। থানায় মামলা করার প্রস্তুতি চলছে। যে কোনো মূল্যে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের একাধিক কর্মকর্তা। চুরি হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা বলেন, কাস্টম হাউসের ভল্ট থেকে চুরির ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে ভল্ট থেকে স্বর্ণ চুরির বিষয়টি জানাজানি হয়। ওই এলাকাটি সংরক্ষিত। পুরো এলাকা সিসি ক্যামেরার নজরদারিতে।

অবৈধ উপায়ে আনা যাত্রীদের কাছ থেকে জব্দ স্বর্ণের বার, অলংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কাস্টম হাউসের গুদামে রাখা হয়। উধাও হওয়া স্বর্ণের মধ্যে অলংকার ও স্বর্ণের বার রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো চক্র সুকৌশলে কাস্টম হাউস থেকে জব্দ স্বর্ণ সরিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে সরানো হয়েছে, নাকি একবারেই গায়েব করা– তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জব্দ মালপত্র গুদামে ঠিকঠাক রয়েছে কিনা, তা নিশ্চিত হতে কয়েক দিন ধরেই নিবিড়ভাবে কাজ করে যাচ্ছিল কাস্টম হাউস। আলাদা একাধিক দল গুদামের মালপত্রের তালিকা প্রস্তুত করছিল। এ সময় তারা দেখতে পায়, গুদামের একটি তালা বাইরে থেকে অক্ষত থাকলেও ভেতরের লকার ভাঙা। এর পরই স্বর্ণ চুরির বিষয়টি ধরা পড়ে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা চার শিফটে কাজ করেন। সব শিফটে জব্দ করা স্বর্ণ একটি গুদামে রাখা হয়েছিল। স্বচ্ছতার জন্য ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ সম্প্রতি জব্দ করা স্বর্ণ শিফটের ভিত্তিতে আলাদা লকারে রাখার নির্দেশ দেন। বিভিন্ন শিফটে জব্দ হওয়া স্বর্ণ ওই শিফটের নির্ধারিত লকারে রাখতে বলেন তিনি। পরে গুদামে থাকা স্বর্ণের হিসাব করার জন্য একটি কমিটি করা হয়। ওই কমিটি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। কাস্টম হাউস ছাড়াও সিআইডি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল দোষীদের শনাক্ত করতে কাজ করছে।

বিমানবন্দরের ভেতরে হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই কাস্টমসের গুদাম।




23 more cocktails recovered from Benapole land port

বেনাপোল স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল শেডের পশ্চিম পাশে একটি মুদি দোকানের পেছনে ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের পশ্চিম পাশে একটি মুদি দোকানের পেছনে ড্রেনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল রয়েছে। পরে বেনাপোল পোর্ট থানার একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করি। উদ্ধার করা ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এ ককটেল সেখানে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।




Trains will run on Padma Bridge on October 10

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদ্মা সেতু রেল সংযোগ, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন, খুলনা-মোংলা রেলপথ এবং বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হবে। উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ পাঠানোর কথা গত সপ্তাহে সমকালকে জানান রেল রেল সচিব ড. হুমায়ুন কবীর। রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান সমকালকে বলেছেন, এখনও সারসংক্ষেপ ফেরত আসেনি।

চীনের ঋণে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। চীন থেকে যে নতুন ১০০ বগি কেনা হচ্ছে, তার ছয়টি দিয়ে পরীক্ষামূলক যাত্রা হবে। তবে ট্রেনটি চলবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইঞ্জিনে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার সপ্তাহখানেক পর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে।

গত ৩১ আগস্ট চিঠি দিয়ে নতুন এই ট্রেন (রেক) চেয়েছে পদ্মা সেতু রেল সংযোগের প্রকল্প পরিচালক। প্রস্তাব অনুযায়ী, শুরুতে পদ্মা সেতুতে দিনে একটি ট্রেন চলতে পারে রাজবাড়ি পর্যন্ত। ভাঙ্গা-রাজশাহী রুটের ‘মধুমতি এক্সপ্রেস’ ঢাকা পর্যন্ত আনা হতে পারে পদ্মা সেতু হয়ে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত স্টেশন সংখ্যা ৯টি। তবে শুরুতে মাওয়া, জাজিরা ও শিবচর এই তিনটি স্টেশনে ট্রেন থামতে পারে। পুরো সংকেত ব্যবস্থা চালুর পর বাকি স্টেশনগুলো চালু হবে।

আগামী মাসে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সেই সময়ে দিল্লী থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন করতে পারেন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দিনক্ষণ ঠিক হয়নি। তবে ১০ সেপ্টেম্বরের দুপুরের দিকে উদ্বোধনের সময় পাওয়া যোতে পারে।

প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণধানী চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন ১০০ কিলোমিটার রেলপথ অক্টোবরের শেষভাবে উদ্বোধনের জন্য সরকার প্রধানের সময় চাওয়া হয়েচে। এবারের বন্যায় রেলপথটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে রেল এমব্যাংকমেন্ট এবং পাথর ধুয়ে গেছে। তা মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মফিজুর রহমান।

চার হাজার ২৬০ কোটি টাকায় মোংলা সমুদ্র বন্দর থেকে খুলনা পর্যন্ত রেললাইন অক্টোবরের প্রথমভাগে উদ্বোধনের সময় চেয়ে সারসংক্ষেপ পাঠনো হয়েছে। এক যুগ আগে অনুমোদিত এই প্রকল্প ভারতীয় ঋণে (এলওসি) বাস্তবায়ন করা হয়েছে।




Pregnant woman killed by police in USA

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটেছে। এবার ওহাইও অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক অন্তঃসত্ত্বা নারীর। পুলিশের শরীরে থাকা ক্যামেরাতেই সেই দৃশ্য ধরা পড়ে। খবর রয়টার্সের। 

শুক্রবার ওহাইওর পুলিশ বিভাগ ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে। দুই সপ্তাহ আগে একটি মুদি দোকানের পার্কিং লটে এ ঘটনা ঘটে। 

ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট কলম্বাসের শহরতলি ব্লেনডন টাউনশিপের একটি মুদি দোকানের পার্কিং লটে কৃষ্ণাঙ্গ নারী তাকিয়া ইয়ংকে (২১) নামতে বলে পুলিশ। তাকিয়া গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা পুলিশ লাফ দিয়ে সরে যায় এবং তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মারাত্মক আহত হন তাকিয়া। 

পরিবার জানিয়েছে, গুলি করার পর হাসপাতালে ভর্তি করা হলে তাকিয়া ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়। তাকিয়ার আরও দুই সন্তান রয়েছে। 

এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এ হত্যাকাণ্ড এড়ানো যেত। 

এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ব্লেনডন টাউনশিপ পুলিশের প্রধান জন বেলফোর্ড জানান, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করছেন।