আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের আলোচনা সভা

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল) আন্তর্জাতিক নারী দিবস ২০২৪–এর প্রতিপাদ্য ‘নারীর সম–অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’–এর আলোকে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনায় মিতুলী ফাউন্ডেশনের চেয়ারপারসন মিতুলী মাহবুব, স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি নাজিয়া জাবীন, ব্রতী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শারমীন মুর্শিদ, অভিনেত্রী ও মডেল তানভিন সুইটি, প্রথম আলোর হেড অব ক্রাইম রিপোর্টিং রোজিনা ইসলাম, আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের রেডিয়েশন অনকোলজির সহযোগী পরামর্শদাতা ডা. জান্নাতুল ফেরদৌস এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক অংশ নেন।

বিসিবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), দারিদ্র্য দূরীকরণ, লিঙ্গসমতা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে নারীকেন্দ্রিক ইকোসিস্টেম তৈরি, প্রবৃদ্ধি নিশ্চিতের সুপারিশ, নারীকেন্দ্রিক আর্থিক নীতি এবং ইকোসিস্টেমের চ্যালেঞ্জ–সর্ম্পকিত বিষয়গুলো উঠে আসে।

অনুষ্ঠানে বিসিবিএলের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, মহিলাবিষয়ক সম্পাদক শারমিন আতিকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংকার্স ক্লাবের নিজস্ব ব্যান্ড বিসিবিএল বিটসের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




Spouse's name removed from e-passport, what other amendments came

ই-পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত পাতায় (পারসোনাল ডেটা অ্যান্ড ইমার্জেন্সি কনটাক্ট) তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত ৪ ফেব্রুয়ারি এ–সংক্রান্ত একটি অফিস আদেশ অধিদপ্তরের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে মহাপরিচালকের পক্ষে অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন পাসপোর্ট শাখার সহকারী পরিচালক মো. সাদ্দাম হোসেন। তিনি ৫ মার্চ প্রথম আলোকে বলেন, এই সংশোধনী ৬ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে।
দেখা নেওয়া যাক কী কী সংশোধনী এল—

 

১. স্বামী-স্ত্রীর নাম
ই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের অংশটুকুতে পাসপোর্টধারীর নামের সঙ্গে উল্লেখ থাকে বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) আর স্থায়ী ঠিকানা। এই অংশটিই সংশোধন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম’ ঘরটি আর ই-পাসপোর্টে থাকছে না। বদলে সেখানে লেখা থাকবে ‘লিগ্যাল গার্ডিয়ান’। এটি প্রযোজ্য হবে শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে।
তবে ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ আর তাঁর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে।

২. বিস্তারিত ঠিকানা
ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশ দুটিতে ‘অ্যাড্রেস’ বা ঠিকানার ঘর আছে। সেখানে পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা যেমন উল্লেখ করতে হয়, তেমন জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি যাঁকে মনোনীত করেন, তারও পূর্ণাঙ্গ ঠিকানা দরকার হয়। এত দিন প্রত্যেকের ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান করা যেত না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে।

৩. কিউআর কোড থাকছে না
ই-পাসপোর্টের প্রথম পাতায় জরুরি তথ্যের নিচে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। কিউআর কোডটি স্ক্যান করলে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগের নম্বর পাওয়া যেত। এখন থেকে ই-পাসপোর্টে আর কিউআর কোড থাকছে না।




আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের পদে বাংলাদেশের আইনজীবী সাকিব মাহবুব

বিশ্বের সর্ববৃহৎ আইনজীবী সমিতি আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনে (আইবিএ) কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি আইনজীবী মাহবুব অ্যান্ড কোম্পানির পার্টনার আইনজীবী সাকিব মাহবুব। তিনি এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের প্রফেশনাল ওয়েলবিয়িং কমিশন লিয়াজোঁ অফিসার হিসেবে ২০২৪-২৫ মেয়াদে কাজ করবেন। ১ মার্চ আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের ২০২৪-২৫ মেয়াদের কমিটি অনুমোদন করে এবং ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিশিষ্ট আইনবিদ কামাল হোসেন এর আগে আইবিএর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পথ অনুসরণ করে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের কার্যকরী পদে সাকিব মাহবুবের নিয়োগ একটি উল্লেখযোগ্য মাইলফলক। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশিষ্ট আইনজীবীদের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটিতে যৌথভাবে সভাপতিত্ব করছেন চীনের সাংহাইয়ের ‘জুনহে’ আইনি প্রতিষ্ঠানের পার্টনার ডেভিড লিউ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের ‘স্ক্রিন’ আইনি প্রতিষ্ঠানের পার্টনার প্রীথা শ্রীধরন পিল্লাই।

আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে সাকিব মাহবুব বলেন, ‘আমি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত। আইবিএর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং বিশেষ করে আইন পেশায় পেশাদার উন্নতির ক্ষেত্রে অবদান রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করব।’

আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু ১৯৪৭ সালে। আইবিএ বিশ্বের শীর্ষস্থানীয় আইন সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে এবং ১৭০টির বেশি দেশের ১৯০টি বার অ্যাসোসিয়েশন এবং আইন সমিতি থেকে ৮০ হাজারের বেশি স্বতন্ত্র আন্তর্জাতিক আইনজীবী এর সদস্য। এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরাম আইবিএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের এক্সিকিউটিভ কমিটি হিসেবে কাজ করে।




মাঙ্গার আন্তর্জাতিক জগতে বাংলাদেশের প্রথম প্রবেশ

‘মাঙ্গা’ নামে পরিচিত জাপানি কমিক বইয়ের সংস্কৃতি এখন বিশ্বজুড়ে তরুণ সমাজের মন কেড়ে নিচ্ছে। জাপানে অবশ্য মাঙ্গার রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। এর সূচনা চিহ্নিত করা হয় দ্বাদশ শতাব্দীর মাঝমাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এমাকি স্ক্রল পেইন্টিং বা গুটিয়ে রাখা কাগজ অথবা কাপড়ে আঁকা ছবিতে। চোজু গিগা নামে পরিচিত সেই সময়ের একটি ছবিতে কয়েকটি জন্তুর আনন্দ-ফুর্তিতে জড়িত থাকার ছবিকে জাপানি গবেষকেরা প্রথম মাঙ্গা হিসেবে চিহ্নিত করে থাকেন। তবে সময়ের বিবর্তনে মাঙ্গা এর দীর্ঘ পথ পরিক্রমণে নানা পর্যায় পার হয়ে এখন সারা বিশ্বের তরুণদের মধ্যে আলোড়ন জাগানো এক গণসংস্কৃতিতে পরিণত হয়েছে। মাঙ্গার হাত ধরে পরবর্তী সময়ে মঞ্চে আসা আনিমে কার্টুন, ছবি এবং মাঙ্গা কার্টুনের চরিত্রের আদলে পোশাক পরার সংস্কৃতি পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়া ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশেও তরুণদের টানছে।

মাঙ্গার এই আন্তর্জাতিক জনপ্রিয়তা কাজে লাগিয়ে জাপানি সংস্কৃতির এই দিকটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০০৭ সালে আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতার সূচনা করে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর যে ঘোষণা প্রচার করে আসছে, সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশ ও প্রতিযোগী উভয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়া সম্প্রতি লক্ষণীয় হয়ে উঠেছে। ২০২৩ সালের ১৭তম প্রতিযোগিতায় বিজয়ীদের নাম মন্ত্রণালয় ডিসেম্বরের শেষ দিকে ঘোষণা করে। বিশ্বের ৮২টি দেশ ও ভূখণ্ড থেকে জমা দেওয়া ৫৮৭টি কাজের মধ্য থেকে বিচারকেরা ১৩টি কাজকে পুরস্কারের জন্য বেছে নেন। এবারের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তাইওয়ানের শিল্পী চিওন জেসনের মাঙ্গা ‘উইন্ড চেসার আন্ডার দ্য ব্লু স্কাই’। হংকং, ভিয়েতনাম ও স্পেনের তিনটি মাঙ্গা মনোনীত হয়েছে রৌপ্য পদকের জন্য এবং ৯টি মাঙ্গাকে দেওয়া হয়েছে ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জ পদক বিজয়ীর তালিকায় এবার প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকপাত করা সেই মাঙ্গার রচয়িতা হচ্ছেন বাংলাদেশের এম ই চৌধুরী শামীম। তাঁর এই অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন মাঙ্গার আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের গর্বিত উপস্থিতির ঘোষণা দিল।

বিজয়ীদের মধ্যে থেকে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী শিল্পী ও রচয়িতাদের আমন্ত্রণ জানিয়ে আজ জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি ভবন ইকুরা গেস্ট হাউসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইওকো। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। জাপানের এই আয়োজনের ওপর রাখা সংক্ষিপ্ত বক্তব্যে এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ও মিনিস্টার শাহ আসিফ রহমান। প্রথমবারের মতো এ রকম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া মাঙ্গার মধ্যে বাংলাদেশের উপস্থিতিতে তিনি গৌরব বোধ করেন। শাহ আসিফ রহমান বলেন যে ব্রোঞ্জপদক বিজয়ী হিসেবে বাংলাদেশি প্রতিযোগী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে দেশের জন্য সেটি হতে পারত আরও আনন্দের। তবে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এম ই চৌধুরী শামীমের এই অনন্য অর্জনের পদাঙ্ক অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশের আরও বেশি মাঙ্গা শিল্পী প্রতিযোগিতায় অংশ নিলে আরও বড় সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠান কক্ষে প্রদর্শিত পুরস্কার বিজয়ী ১৭টি মাঙ্গার মধ্যে বাংলাদেশের মাঙ্গার স্থান করে নেওয়া তাঁকে আনন্দ দিয়েছে।

 




সুয়ারেজের ‘গুরুত্বপূর্ণ’ গোলের উচ্ছ্বাস

2০১৪ বিশ্বকাপের পর বার্সেলোনায় যোগ দেওয়া লুইস সুয়ারেজ কাতালানদের জার্সি গায়ে অষ্টম গোল পেলেন রোববার রাতে। এবং এই গোলটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হওয়ারই কথা। ‘এল ক্লাসিকো’তে জয়সূচক গোল গুরুত্বপূর্ণ তো হবেই। এই গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সার লা লিগার শিরোপা ফিরে পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫৬ মিনিটে সুয়ারেজের গোলটা ছিল দুর্দান্ত। দানি আলভেসের লং বল ধরে, গায়ের সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডার পেপে ও সার্জিও রামোসকে বোকা বানিয়ে কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ডান দিকে ঝাঁপ দিলেও কিছুই করতে পারেননি ক্যাসিয়াস।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সুয়ারেজ বলেছেন, ‘বার্সার হয়ে এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। প্রতিপক্ষের কথা চিন্তা করলে এই গোলের মাহাত্ম্যই আলাদা। আমি রিয়ালের ডিফেন্ডারদের মধ্যে থাকা ফাঁকা জায়গার সুযোগ নিতে চেয়েছিলাম। চেয়েছিলাম, তারা যেন আমাকে বাধা দেওয়ার মতো সময় না পায়। আমার সৌভাগ্য, সেই চেষ্টা কাজে লেগেছে।’

বার্সেলোনার কোচ লুইস এনরিকে এমন গোল দেখে মুগ্ধ। সুয়ারেজের প্রশংসা করে তাঁর মন্তব্য, ‘এমন গোল খুব কম খেলোয়াড়ই করতে পারে। এ জন্যই আমরা তাঁকে (সুয়ারেজ) দলে নিয়েছিলাম। তাঁর মতো খেলোয়াড় দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা এভাবেই তাঁকে মূল্যায়ন করি। এখানে আসার পর থেকে পারফরম্যান্স, দলের প্রতি দায়বদ্ধতা সবকিছু মিলে তাঁকে নিয়ে আমরা খুব খুশি।’
‘এল ক্লাসিকো’তে এই জয় লা লিগার শিরোপা ফিরে পাওয়ার পথে এগিয়ে দিয়েছে বার্সেলোনাকে। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আর ১০টি করে ম্যাচ বাকি।



71,000 children participated in the final of the National Maths Festival, 85 winners

এবারের গণিত উৎসবে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। নির্বাচিতদের নিয়ে ১৮টি শহরে হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিকের বিজয়ীরা জড়ো হয়েছিল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। পরীক্ষার পাশাপাশি নানা আয়োজনে শিক্ষার্থীরা মেতে ছিল। শেষে চূড়ান্ত হয় জাতীয় গণিত উৎসবের ৮৫ বিজয়ী।

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দুই দিনব্যাপী জাতীয় পর্বের সমাপনী ছিল আজ শনিবার। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়৷ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ২২তম বারের মতো এ উৎসবের আয়োজন করে।




ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে চায় কানাডা

 

যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থি ও সংঘাতে উসকানিদাতা ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায় কানাডা। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো।

অন্টারিও প্রদেশের ওয়াটারলু শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায়। এজন্য এ পদক্ষেপটি আমাদের বিবেচনাধীনে রয়েছে। মূলত জর্ডান নদীর পশ্চিমাংশের ৫ হাজার ৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ডটি ‘পশ্চিম তীর’ নামে পরিচিত।
নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের জনগণ যে আন্দোলন সংগ্রাম করছেন, সেই রাষ্ট্রের রূপরেখার মূল অংশে রয়েছে এই ভূখণ্ডটি। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের সুযোগ নিয়ে ১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করে ইসরাইল। পরে সেখানকার বিভিন্ন শহর-গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পাঠানো শুরু করে দেশটি।
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।
নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরাইলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে যে চার ইসরাইলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।



মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। গত ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৮০ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫ হাজার ৭২ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন নির্বাচিত হয়েছেন।



গাজায় যুদ্ধবিরতি : যা রয়েছে হামাসের প্রস্তাবে

 

গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একটি প্রস্তাব দিয়েছে। কাতার ও মিসরের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঠানো প্রস্তাবের জবাব হিসেবে তারা এই প্রস্তাব পেশ করেছে। রয়টার্সের হাতে আসা খসড়া প্রস্তাবে বলা হয়েছে যে হামাস ১৬৫ দিনের যুদ্ধবিরতি এবং এরপর স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায়। আর ১৬৫ দিনের যুদ্ধবিরতি হবে তিনটি ধাপে, প্রতিটিতে ৪৫ দিন করে।

হামাসের প্রস্তাবে তাদের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্তির কথাও বলা হয়েছে। এছাড়া গাজার পুনর্গঠন শুরু, ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, আটক বন্দীদের মধ্যে যারা মারা গেছে, তাদের লাশ ফেরতের ব্যবস্থা করা হবে। যুদ্ধবিরতি প্রয়াসকে জোরদার করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছেন। তিনি গত রাতে ইসরাইলে পৌঁছেছেন। এর আগে তিনি সৌদি আরব এবং মিসর সফর করেছেন। হামাসের প্রস্তাবে প্রথম ৪৫ দিনের প্রস্তাবে সকল ইসরাইলি নারী বন্দী, ১৯ বছরের কম বয়সী পুরুষ বন্দী, বয়স্ক এবং অসুস্থদের মুক্তির কথা বলা হয়েছে। এর বিনিময়ে ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির কথা বলা হয়েছে।
দ্বিতীয় পর্বে অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে হামাস। আর তৃতীয় ধাপে মৃত ব্যক্তিদের লাশ ফেরত দেয়া হবে। তৃতীয় ধাপের পর হামাস যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের একটি চুক্তি চাচ্ছে। প্রস্তাবে হামাস ইসরাইলের কারাগারে থাকা ১৫ শ’ ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে। এদের এক-তৃতীয়াংশকে ইসরাইল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। যুদ্ধবিরতি প্রস্তাবে গাজার বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও অন্যান্য সহায়তা বাড়ানোর কথাও বলা হয়েছে। তারা দিনে ৫০০ করে ত্রাণ সরবরাহ করার দাবি করেছে।



আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয় সূত্রে জানাযায়, এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

রুটিন অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র ; ১৮ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র ; ২০ ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্র; ২২ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র; ২৫ ফেব্রুয়ারি গণিত; ২৭ ফেব্রুয়ারি ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা; ২৮ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ২৯ ফেব্রুয়ারি গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া, চারু ও কারুকলা; ৩ মার্চ পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং; ৫ মার্চ রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ; ৬ মার্চ ভূগোল ও পরিবেশ; ৭ মার্চ জীব বিজ্ঞান, অর্থনীতি; ১০ মার্চ বিজ্ঞান, উচ্চতর গণিত; ১১ মার্চ হিসাব বিজ্ঞান; ১২ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।