Two former army personnel were killed due to electrocution in Netrakona

নেত্রকোনা জেলার কলমাকান্দায় জমিতে বিদ্যুৎ চালিত মোটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এসময় একজন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫), একই এলাকার ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেকরিকান্দা এলাকায় আজ সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ীর পেছনে জমিতে সেচ দেয়ার বৈদ্যুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল ইসলাম। পরে তার দুই কর্মচারী তাকে বাচাতে গেলে তারাও তারে জড়িয়ে পড়ে। এতে মারাত্মক আহত হন তারা।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Attack on joint forces in Chittagong city, 10 injured

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপও করা হয়েছে। হামলায় যৌথ বাহিনীর অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারি গলি এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।

হাজারি গলির কয়েকজন দোকানমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসকন নিয়ে ঢাকার এক সাংবাদিক সম্প্রতি নেতিবাচক মন্তব্য করেন। সেই মন্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেন হাজারি গলির এক ব্যবসায়ী। ওই পোস্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় একদল সনাতন ধর্মাবলম্বী ওই ব্যবসায়ীর দোকান ভাঙচুর করেন। একই সঙ্গে পোস্টকারী যুবককে তাঁরা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা ওই যুবকের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে ১০ জন আহত হন। পরে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, পোস্টকারীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী এগিয়ে গেলে তাদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।

 




Ileana is suffering from depression

গত বছরের আগস্টে মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তারও আগে থেকেই তিনি কাজ থেকে রয়েছেন দূরে। সন্তান পৃথিবীতে আসার পর থেকে তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে ইলিয়ানার দিনরাত। নিজের নূন্যতম খেয়ালও যেন রাখতে পারছেন না।

শনিবার (২ মার্চ) মধ্যরাতে ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে নিজের অবর্ণনীয় সংগ্রামের কিছু কথা তুলে ধরেছেন তিনি।

ইলিয়ানার ভাষ্য, ‘বহুদিন পর, নিজের কোনও ছবি তুলেছি কিংবা পোস্ট করেছি। একজন পুরোদস্তুর মা হওয়া এবং ঘর সামলাতে গিয়ে আমি নিজের জন্য কোনও সময় খুঁজে পাই না। সত্যি বলতে, এই দিনগুলো খুব কঠিন। আমি অভিযোগ করছি না, কারণ আমার জীবনে সবচেয়ে সুন্দর প্রাপ্তি এই সন্তান। তবে আমরা আসলে প্রসবোত্তর বিষণ্ণতার বিষয়ে খুব একটা কথা বলি না। এটা খুব বাস্তব এবং ব্যতিক্রম এক অনুভূতি।’

এই কঠিন সময়ে তবু নিজেকে কিঞ্চিৎ ভালো রাখার প্রয়াস জারি রেখেছেন ইলিয়ানা। তিনি লিখেছেন, ‘আমি প্রত্যেক দিন চেষ্টা করছি, নিজেকে কিছুটা ভালো রাখার জন্য। এরমধ্যে ৩০ মিনিটের ব্যায়াম ও পাঁচ মিনিটের গোসল বেশ কাজে দেয়। কিন্তু কখনও কখনও এটুকু সময়ও পাই না। এজন্য আমি চাচ্ছি এখানে (সোশ্যাল মিডিয়া) নিয়মিত হতে এবং নতুন এই অধ্যায়ের কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করতে।’

সবশেষে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে আবারও চেনা বিনোদন জগতে ফিরে আসার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের ১ আগস্ট ইলিয়ানার ঘর আলো করে আসে পুত্র কোয়া ফনিক্স। তবে খবরটি তিনি প্রকাশ্যে আনেন ৫ আগস্ট।

ইলিয়ানা অনেক দিন ধরে নতুন ছবির কাজ করতে না পারলেও আগামী ৮ মার্চ তার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। যেটার কাজ আগেই করে রেখেছিলেন। ছবিটির নাম ‘তেরা কেয়া হোগা লাভলি’। এতে ইলিয়ানার সঙ্গে আছেন রণদীপ হুদা। এছাড়া আগামী ২৯ মার্চ তার আরেকটি ছবি ‘দো অউর দো পেয়ার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে তার সহশিল্পী বিদ্যা বালান, প্রতীক গান্ধী ও সেনধিল রামমুর্তি।




Finally the body of Shafin Ahmed in Dhaka

The body of band star Shafin Ahmed returned to the country four days after his death.

On Monday (July 29) at 5:30 pm, the plane carrying him from the United States landed at Dhaka's Hazrat Shahjalal International Airport.

 

Miles star Ershadul Haque Tingku said that Shafin Bhai's body returned to the country at 5:30 pm. From there, the coffin was taken to Uttara's house. His body will be kept in a hospital freezer there.

He said that the second funeral prayer will be held at Gulshan Azad Mosque on Tuesday (July 30).

According to Shafin's family, he will be buried in the Banani cemetery after the funeral at Gulshan Azad Mosque. Where artists are buried father music guru Kamal Dasgupta and mother legendary Nazrul artiste Feroza Begum.

Shafin Ahmed flew from Dhaka to the United States on July 9 to sing the songs of expatriates. His concert was in Virginia on July 20. This 63-year-old rock star collapsed in the hotel room shortly before going on stage. He was taken to the hospital from there. He breathed his last at 6 am Bangladesh time on July 25 after receiving treatment for a few days in the hospital.




Hina is naira to avoid the side effects of chemo

অনেকটা আতঙ্ক জড়িয়ে আছে ক্যানসার শব্দটির সঙ্গে। এই অসুখের প্রতিরোধে সবচেয়ে বেশি যা জরুরি, তা হল মনের জোর।

ক্যানসারের মূলত তিন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। স্টেজ ১-এ রোগ ধরা পড়লে অস্ত্রোপচার করে ক্যানসার সমূলে বিনাশ করা যায়।

কিন্তু অসুখ ছড়িয়ে পড়লে কেমোথেরাপি, সার্জারি ও রেডিয়োথেরাপির সাহায্য নেওয়ার দরকার হয়।

টেলি অভিনেত্রী হিনা খান সমাজমাধ্যমে  এরই মধ্যে জানিয়েছেন, তিনি স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যেই কেমোথেরাপি শুরু হয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি হিনা ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচতে মাথার চুল কামিয়ে একেবারে ন্যাড়া হয়ে গিয়েছেন।

ভিডিওতে হিনা বলেছেন, ‘প্রত্যেক বার চুলে হাত দেব আর মুঠো মুঠো চুল উঠে আসবে, এই অস্বস্তির মধ্যে দিয়ে আমি যেতে চাই না! এই কষ্ট থেকে বাঁচতে যা করণীয়, আমি আগে থেকেই তা করে ফেলতে চাই। তাই এই পদক্ষেপ করেছি।’

জাগরণ/বিদেশিবিনোদন/এসএসকে




Classes begin on October 27 in Kuby

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস ২৭ অক্টোবর শুরু হবে এবং এর আগে কোটার ফলাফল ৩ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সব ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে।
এছাড়াও ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

কোটার ফলাফলের বিষয়ে জানতে চাইলে কুবি রেজিস্ট্রার বলেন, সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। সে কোটার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি চূড়ান্ত এবং ২০ অক্টোবর থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

 




Tigers have a flying start to the World Cup

ঘরে এসে সিরিজ হারিয়ে গেছে আফগানিস্তান। ওই সিরিজই বিশ্বকাপ ম্যাচ নিয়ে বাড়তি হাইপ তুলেছে। হাইপ ওঠা ওই ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে পানসে বানিয়ে ছেড়েছে বাংলাদেশ। ৬ উইকেটের বড় জয়ে দুই পয়েন্টের সঙ্গে ১.৪৮ বোনাস পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।

শনিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বল করতে নামে বাংলাদেশ। দুই আফগান ওপেনার ভালো শুরু করলেও ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারায় বাংলাদেশও। তিনে নামা মেহেদী মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের প্রান্তে তুলে নেন। পরে মিরাজ ফিরলেও ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন শান্ত।

এর আগে দুই আফগান ওপেনার  রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৭ রানের জুটি দেন। সাবলীল শুরু করা ওই জুটি ভাঙতে সপ্তাম ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। দলকে দরকারী ব্রেক থ্রু দেন।। তরুণ ওপেনার ইব্রাহিমকে ২২ রানে ক্যাচে পরিণত করেন তিনি। এরপর রহমত শাহকেও (১৮) তুলে নেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব।

ওই ধাক্কা সামাল দেওয়ার লড়াইয়ে ব্যর্থ হন গুরবাজ ও হাসমতুল্লাহ শাহেদী। চারে নামা শাহেদী ১৮ রান করে মিরাজের বলে ক্যাচ দেন। দলের রান তখন ১১২। সেখান থেকে ১৪ রান হতেই আরও তিন উইকেট হারায় আফগানরা। ফিরে যান ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করা ওপেনার গুরবাজ। ব্যর্থ হন পাঁচে নামা নাজিবউল্লাহ (৫) ও ছয়ে নামা মোহাম্মদ নবী (৬)

ওই ধাক্কা সামাল দিতে পারেনি আফগানরা। অলআউট হয় ৩৭.২ ওভারে। জবাব দিতে নেমে ১৯ রানের মধ্যে ফিরে যান লিটন (১৩) ও তানজিদ তামিম (৫)। তিনে নামা মিরাজ ও চারে নামা শান্ত ৯৭ রানের জুটি দিয়ে ওই ধাক্কা কাটিয়ে ওঠেন। মিরাজ ৭৩ বলে পাঁচটি চারের শটে ৫৭ রান করে আউট হন। এরপর সাকিব ১৪ রান করে ফিরে যান। তাতে জয়ের পথ কঠিন হয়নি। শান্ত ৮৩ বলে তিনটি চার ও এক ছক্কায় ৫৯ রান করে ৯২ বল থাকলে দলকে জয় এনে দেন।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব ও মেহেদী মিরাজ। সঙ্গে ফিফটি করে মিরাজ ম্যাচ সেরা হয়েছেন। দুই উইকেট দখল করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বাকি দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আফগানদের হয়ে তিন পেসার ফারুকি, নাভিন উল ও ওমরজাই একটি করে উইকেট নিয়েছেন। রশিদ খান কিংবা মুজিব উরকে উইকেট দেয়নি বাংলাদেশ।




Mirage wants to bring back that U-19

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ছয় বছর কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে ছিলেন ডানহাতি অফ স্পিনার। সেখান থেকে টুকটাক ব্যাট চালাতে পারা অলরাউন্ডার। গেল দুই বছর আট নম্বরে ব্যাট করতে পারা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

অথচ মিরাজ বিশ্বাস করেন তিনি পরিপূর্ণ অলরাউন্ডার। যিনি ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে ২৪২ রানের সঙ্গে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।

এবার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টপ-মিডলে নিয়মিত ব্যাট করার সুযোগ পেতে পারেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে যেমন তিনি ওয়ান ডাউনে ব্যাট করে ৫৭ রানের দারুণ কার্যকরী ইনিংস খেলেছেন। তার আগে বল হাতে ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন। রাজকীয় পারফরম্যান্সের পর মিরাজ জানিয়েছেন, তিনি অনূর্ধ্ব-১৯ এর সেই বিশ্বকাপের মতো পারফরম্যান্স দিতে চান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে অলরাউন্ড পারফরম্যান্স করতে পারি, তবে সেটা আমার ও দলের জন্য বড় অর্জন হবে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো পারফরম্যান্স দেখানোর স্বপ্ন দেখি আমি।’

ঘরের মাঠে গত বছর আফগানিস্তানের বিপক্ষে লোয়ারে নেমে ম্যাচ জয়ী ৮১ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে গত বছর খেলেছেন ১০০ রানের হার না মানা ম্যাচ জয়ী ইনিংস। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ টপ অর্ডারে ব্যাট করে ফিফটি পেয়েছেন মিরাজ।

সব মিলিয়ে ব্যাট হাতে এখন তিনি আত্মবিশ্বাসী, ‘ভারত সিরিজ থেকে রান পেতে শুরু করি। এরপর ব্যাটিং নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। কীভাবে আরও ভালো ব্যাট করতে পারি এবং দলে অবদান রাখতে পারি তা নিয়ে ভেবেছি। ভিন্ন ভিন্ন পজিশনে আমি ব্যাট করেছি, সেজন্য দল আমাকে দারুণ সমর্থন দিয়েছে।’

ব্যাট হাতে রান পেলেও কোন ম্যাচে কোন অর্ডারে কী পরিস্থিতি ব্যাট করতে হবে এখনও নিশ্চিত নন মিরাজ। যেকোন ব্যাটিং অর্ডারের জন্য তিনি প্রস্তুত। তবে উপরে খেলতে পারা বড় সুযোগ মানছেন তিনি, ‘ভিন্ন পজিশন মানে ভিন্ন পরিস্থিতি। তবে দল যেহেতু সুযোগ দিয়েছে, আমি সেটা নিতে চাই। আমার বিশ্বাস, আমি ব্যাট করতে পারি। আটে ব্যাটিংয়ের চেয়ে টপ-মিডলের যেকোন ব্যাটিং অর্ডারে খেলা অনেক বড় সুযোগ।




Trump rejects Kamala Harris' October debate invitation

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে কমলা হ্যারিসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে আগাম নির্বাচন চলছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্যে এটি খুব দেরি হয়ে গেছে।

এর আগে কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়, সম্প্রচার কেন্দ্র সিএনএন থেকে ২৩ অক্টোবর একটি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক দেখার সুযোগ আমেরিকান জনগণের প্রাপ্য।

এ ছাড়া কমলাও এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমি আশা করি (ট্রাম্প) আমার স্পঙ্গে যোগ দেবেন’।

তবে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলে, এর একটি ভালো বিনোদন মূল্য রয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।

উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি যখন বিতর্ক করেছিলেন সিএনএন তখন ন্যায্য অবস্থানে ছিল। এবার নাও থাকতে পারে।




অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।

তার স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (৫ নম্বর) জানানো হয়, বঙ্গোপসাগেরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ব্রিফিংয়ে জানানো হয়, নিম্নচাপটির প্রভাবে আজ সারাদেশে বৃষ্টিপাত হবে। যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত দুইদিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে তিন নম্বর আর নদী বন্দর দুই নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে।