99 percent of people in the country have access to healthy sanitation: Prime Minister

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৯৯ শতাংশ মানুষকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিরাপদ পানির উৎসের আওতায় আনা সম্ভব হয়েছে। ২০০৩ সালে যা ছিল ৩৩ শতাংশ।

জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, খোলাস্থানে মল ত্যাগের হার ২০০৩ সালে ছিল ৪৪ শতাংশ। এখন তা প্রায় শূন্যের কোটায়। বাংলাদেশের এ সাফল্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

দেশের সকল জেলায় পানি পরীক্ষাগার স্থাপনসহ পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অনেক প্রকল্প চলমান রয়েছে। সরকার জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অর্জনের জন্য টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ-বান্ধব উন্নত টয়লেট নির্মাণ, ব্যবহার, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার জন্য নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমাদের সরকার সবার জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। গ্রামীণ ও পৌর জনপদে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাড়ে ১৩ বছরে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৫০টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

২০৩০ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন ও পানি সরবরাহ নিশ্চিত করতে ‘জাতীয় স্যানিটেশন মাস’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ যথাযথভাবে পালন গুরুত্বপূর্ণ।




Public hearing by the Department of Consumer Rights Protection to ensure service

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৬ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, ব‍্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, উৎপাদনকারী, বিনিয়োগকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব‍্যবসায়ী, ভোক্তা, সংশ্লিষ্ট সমিতি, চেম্বারগুলোর অংশগ্রহণে এই গণশুনানি হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অধিদফতরের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়েছে, গণশুনানিতে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদান নিয়ে শুনানি হবে।

ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করার প্রত্যয়ে শুরু হওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে, ভেজাল পণ্য বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে সংস্থাটি।




Anti-drug operation in the capital: 41 arrested

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১৫ অক্টোবর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮৭ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫০ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।




New recruitment in BRTA, 64 people employed in 7 positions

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ৭ পদে ৬৪ জনকে চাকরি দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।

১. পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

 

 

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

brta

৫. পদের নাম: বেঞ্চ সহকারী
পদ সংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩৫টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে সার্কুলার দেখুন।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা
৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা

আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর, ২০২২




Coal mine explosion in Turkey: Death toll rises to 28

The death toll from a massive explosion at a coal mine in northern Turkey has risen to 28, officials say, with the search for many trapped miners continuing. The death toll is expected to rise significantly.

Turkish authorities said eight of the injured in the coal mine accident in the northern Bursa province of Amasra were being treated in intensive care, while five others were in an emergency response center set up in the area.

The sick workers are among the 28 miners who have been rescued and taken to hospital so far, Interior Minister Suleyman Soylu told reporters at the mine in Amasra, a district in Turkey's Black Sea province of Bartin.

He told reporters that at least three miners were in critical condition in the intensive care unit.

"In total, 110 of our brothers were working in the mine," Interior Minister Suleyman Soylu said. "Some of them came out on their own and a few were rescued." Energy Minister Fatih Donmez said initial investigations revealed that the explosion in the mine was caused by firedamp, an explosive mixture of flammable gases, or methane.




Md. Bayezid is the best teacher of Baniachang upazila

হবিগঞ্জ প্রতিনিধিঃ

 বানিয়াচং উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ বায়েজিদ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।

বানিয়াচং উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ বায়েজিদ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে সমাজ বিজ্ঞান বিষয়ে ১ ম শ্রেণীতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।

মোঃ বায়েজিদ ৩৪ তম বিসিএস (নন ক্যাডার-২০১৭) হতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

 মোঃ বায়েজিদ লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের(এল আর সরকারি উচ্চ বিদ্যালয়) শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরি ও আইএলসি ল্যাবরেটরি’র কো-অর্ডিনেটর হিসেবে ও দায়িত্ব পালন করছেন।

এছাড়া ২০১৯ সালে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রশিক্ষক (বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ উপজেলা) হিসেবে দায়িত্ব পালন করছেন।




Witness in murder case injured in shooting in Narsingdi

মোঃ মোবারক হোসেন , নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আসামিদের ছোড়া গুলিতে এক সাক্ষী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এ ঘটনাটি ঘটে। আহত সজিব মিয়া (৩০) নরসিংদী সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি শিবপুরের আলোচিত আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। আহতের স্বজনেরা জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া হত্যা মামলার প্রধান আসামি টিটু, আসামি মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দৌড়ে পালাতে থাকলে গুলি ছুড়ে তারা চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসরিফা আমরিন হক অন্তরা জানান, দুপুরে সজিব মিয়া নামে একজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রোগীর পক্ষ থেকে গুলির কথা উল্লেখ করা হলেও আমরা নিশ্চিত নই। আঘাতের কারণ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্তি পুলিশ সুপার আল-আমিন জানান, আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে শিবপুরের পুটিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান নিহত হন। তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় টিটু, মাসুদ এবং পলাশসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন গুলিতে আহত সজিব মিয়া।




Child marriage stopped, father of the bride protected by bond

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী এ আদেশ দেন।

তিনি জানান, উপজেলার পাটপাশা-বালিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারের নির্দেশে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের অভিভাবকে অবহিত করা হয়। এরপর বয়স ১৮ না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন বাবা।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।




শাওমির যে ফোনে ১৯ মিনিটে হবে ফুল চার্জ

মাত্র ১৯ মিনিটে চার্জ হবে শাওমির নতুন ফোন ১২টি সিরিজ। এই ফোনের রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

দুইটি ভার্সনে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। একটির মডেল শাওমি ১২টি। অন্যটি শাওমি ১২টি প্রো। দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য এই ফোনে ১২০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

সম্প্রতি গ্লোবাল মার্কেট ডিভাইসগুলো লঞ্চ করেছে শাওমি। শাওমি ১২টি সিরিজের এই দুই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ক্রিস্টাল রেস অ্যামোলিড ডিসপ্লে।শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো, এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের হাইপারচার্জের সাপোর্ট।শাওমি দাবি করছে এই দুই ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। আর প্রায় ১৩.৫ ঘণ্টা পর্যন্ত স্ক্রিন টাইম দিতে পারবে এই দুই ফোন।

শাওমি ১২টি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর।

শাওমি ১২টি সিরিজের ফোনের বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর থেকে। কেনা যাবে শাওমির অফিশিয়াল চ্যানেল থেকে। এই স্মার্টফোন সিরিজের দুটো ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো কালো, নীল এবং রুপোলি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে আন্তর্জাতিক বাজারে।

শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট। সেগুলি হল যথাক্রমে- ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

অন্যদিকে শাওমি ১২টি ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেল।

শাওমি ১২টি মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ আলট্রা প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে।

এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। শাওমি ১২টি সিরিজের দুইটি ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ ভিত্তিক শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেসে।




কিউইদের হারিয়ে ‘বাংলাওয়াশ’ সিরিজ পাকিস্তানের

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শক্তির মত্তার প্রমাণ দিয়েছে বাবর আজমের বাহিনী। বাংলাওয়াশ সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান।

Details coming soon…