Dengue fever: If you see any symptoms, go to the hospital immediately.
বর্তমানে ডেঙ্গু প্রোকোপ বেড়েছে। হাসপাতালেও রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গুর চিকিৎসা বাড়িতেও দেওয়া যায়। অনেকেই টের পান না তারা যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিন্তু এরপরও হাসপাতালে ভর্তি হননি। কারণ লক্ষণ মৃদু। তবে কিছু ক্ষেত্রে বিপদ হয়ে যেতে পারে। তাই কখন হাসপাতালে নিতে হবে সেটি জেনে নিন। ডেঙ্গুর জ্বরের লক্ষণসমূহ: ১) জ্বর ২) মাথা ব্যথা ৩) হাত-পা সহ সারা শরীরে ব্যথা ৪) চোখের পিছনে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া ২) বমি বা বমি ভাব, খাবারে অরুচি ৩) গায়ে লাল র্যাশ ওঠা ৪) চুলকানি বা ডায়েরিয়া শুরু হওয়া ৪) দাঁতের মাড়ি, নাক দিয়ে অথবা মলদ্বার দিয়ে রক্ত পড়া…