উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা
প্রশাসনে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫৯ জন কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব থেকে তাদের এ পদে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (০১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০ জন বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন। তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে।
এবার প্রশাসন ক্যাডারের ১৯৩ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৬৬ কর্মকর্তা।
সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদের পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ছিলো বিসিএস ২৮তম ব্যাচ। এছাড়া এর আগের পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও উপসচিব পদে পদোন্নতির তালিকায় এসেছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়।