সেমির লড়াইয়ে টসে হেরে বোলিংয়ে ইংল্যান্ড

টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। শেষ চারের টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই জস বাটলারদের।

সিডনিতে দুপুর দুটায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। মূল পর্বে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে  শ্রীলঙ্কা। চার পয়েন্ট নিয়ে আছে টেবিলের চার নম্বর স্থানে।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।




বিএনপির সমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় যুবকের মৃত্যু

মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধিঃ

বিএনপির-সমাবেশে-যাওয়­ার-পথে-কার্গোচাপায়-য­ুবকের-মৃত্যুসগীর মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে এবং মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।’

বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার পথে কার্গোচাপায় এক যুবক নিহত হয়েছেন।

বরগুনা সদর উপজেলার ললটোলা ইউনিয়নের বিষখালী নদীর নলটোনা পয়েন্টে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সী সগীর মিয়া নলটনা ইউনিয়নের গর্জন বুনিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

বিএনপির সমাবেশে যোগ দিতে পানিতে চলাচলকারী কার্গোতে ওঠার সময় কার্গো ও নৌকার চাপে পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক।

নলটোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কবির জানান, বিএনপি সমর্থিত নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ নলটোনা থেকে বরিশাল বিভাগীয় মহাসমাবেশে লোক নিতে কার্গো ঠিক করে রাখেন। ওই কার্গোটি পাথরঘাটা থেকে ছেড়ে বিষখালী নদীর নলোটোনা পয়েন্টে ভেড়ার সময় সেখানে থাকা একটি নৌকা সরাতে গিয়ে কার্গো ও নৌকার চাপে পিষ্ট হয়ে সগীর মিয়া আহত হন। পরে লোকজন ধরাধরি করে তাকে তীরে তুললে সেখানেই সগীরের মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে এবং মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।’

বরগুনার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা যতটুকু শুনেছি, বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে পাথরঘাটা থেকে একটি কার্গো ছেড়ে এসেছিল। ললটোলা থেকে আরও লোকজন নেয়ার জন্য সেটি তীরে ভেড়ার সময় সগীর মিয়া নামের এক ব্যক্তি কার্গোর চাপায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ আরো বলেন, ‘এ ঘটনায় পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’




রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

সাব্বির মামুন, কুড়িগ্রাম সংবাদদাতাঃ

বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে আলোকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ও সমবায়ী বৃন্দ।

৫ নভেম্বর২২(শনিবার) বেলা সাড়ে ১১ টায় জাতীয় ও সমবায় সমিতির পতাকা উত্তলন করে দিবসটির কর্মসূচি শুরু হয়।পরে একটি মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোরআন তেলাওয়াত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তার সঞ্চালনায় ও
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন ও সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

বক্তব্য বক্তাগণ বলেন,এই দেশকে উন্নয়ন করতে গেলে সমবায়ের কোনো বিকল্প নেই।আমরা সমবায় পদ্ধতিতে গোটা উপজেলাকে পরিবর্তন করতে পারি।শুধু তাই নয় আমরা সমবায় পদ্ধতি ব্যবহার করে গ্রামকে শহরে পরিনত করতে পারি।




বিশ্বের ১’শ প্রভাবশালী জলবায়ু যোদ্ধার তালিকায় দুই বাংলাদেশী

জুনাইদ আল হাবিব-

জলবায়ু সংকট নিয়ে ভাবেন এবং সংকট উত্তরণে কাজ করেন, বিশ্বব্যাপী এমন ১০০ প্রভাবশালী ক্লাইমেট ইনফ্রুয়েন্সারের তালিকায় স্থান পেয়েছে দুই বাংলাদেশির নাম। এদের একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী ড. সালিমুল হক এবং অন্যজন উপকূল সাংবাদিকতা নিয়ে বিশ্বব্যাপি কাজ করা বাংলাদেশী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

এই তালিকায় রয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইয়াং ক্লাইমেট একটিভিস্ট গ্রেটা থুনবার্গ, সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে তালিকাটি প্রকাশ করে বৃটেনের অলাভজনক সংস্থা ‘এপলিটিক্যাল ফাউন্ডেশন’। এ বছর ৬ থেকে ১৮ নভেম্বর মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিতব্য ২৭তম জাতিসংঘ জলবাযু সম্মেলন (কপ২৭ বা কনফারেন্স অব পার্টিজ) সামনে রেখে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে শুক্রবার রাতে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে বলে এপলিটিক্যাল ফাউন্ডেশন ই-মেইল পেয়েছেন বলে জানিয়েছেন।

তালিকা প্রকাশকারী সংস্থা এপলিটিক্যাল ফাউন্ডেশন থেকে ড. সালিমুল হকের অবদান প্রসঙ্গে বলা হয়, ড. সালিমুল হক ‘বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডেভলপমেন্ট’-এর পরিচালক। তিনি বৈশ্বিক জলবায়ু প্রশমন এবং অভিযোজন নিয়ে শক্ত ভূমিকার জন্য সুপরিচিত। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের প্রধান লেখক। তিনি মহাকাশ নিয়ে অসংখ্য প্রতিবেদন এবং নিবন্ধ প্রকাশ করেছেন এবং বার্টনি পুরস্কারে ভূষিত হয়েছেন। তার কাজ জলবায়ু পরিবর্তনের অভিযোজন বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি দেয়।
রফিকুল ইসলাম মন্টুর অবদান প্রসঙ্গে তালিকা প্রকাশকারী সংস্থা বলেছে, উপকূলীয় জলবায়ু সাংবাদিকতা এবং ফটোগ্রাফির জন্য বিশ্ব ব্যাপী সুপরিচিত বাংলাদেশী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তিনি বাংলাদেশের ডুবে যাওয়া উপকূলীয় জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের উদ্ভাসিত প্রভাব নথিভুক্ত করার জন্য নিখুঁত, অবিচ্ছিন্ন লিখে যাচ্ছেন এবং ফটোগ্রাফি করছেন। তার কাজ কপ-২৬ এ জলবায়ু অভিযোজনের জন্য জরুরী যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ ছিল।

যে সকল সংস্থা, গোষ্ঠী এবং ব্যক্তি নিজ উদ্যোগে জলবায়ু সমাধান খুঁজে বের করেছে এবং বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেছে তাদের তালিকা করা হয়েছে। এ তালিকাটি গ্রিন ফাইন্যান্স থেকে আদিবাসী ভূমি সক্রিয়তা পর্যন্ত, এই তালিকাটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের কে উৎসাহিত করবে।
সংস্থাটি বলেছে, প্রত্যেক দেশের সরকার জলবায়ু কর্মের অগ্রভাগে রয়েছে। কিন্ত এ তালিকা প্রকাশের লক্ষ্য জলবায়ু নীতিনির্ধারকদের প্রোফাইল বাড়ানো। এই তালিকাটি গ্লোবাল সাউথ এবং তৃণমূল প্রচারাভিযানের কণ্ঠস্বর সহ জলবায়ু কর্মের নায়কদের উপরও দৃষ্টি নিবদ্ধ করে।
কপ-২৭ হল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব দ্য পার্টির ২৭তম সভা। এই বার্ষিক সভাটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহনের উদ্দেশে আলোচনায় বসতে ইউএনএফসিসি কনভেনশনের ১৯৮ জন সদস্যকে একত্রিত করে থাকে।
বৈঠকে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন প্রশমন জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত প্রভাবগুলির সাথে অভিযোজন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে মানিয়ে নিতে আরো দুর্যোগ সহনশীল হবার ক্ষেত্রে সম্ভাব্য সহায়তার পথ চিহ্নিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে।




বাধা পেরিয়ে বরিশালে পৌঁছালেন বিএনপির নেতাকর্মীরা

আজ শনিবার (৫ নভেম্বর) বরিশাল বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

এর আগে বৃহস্পতিবার লঞ্চ এবং শুক্রবার ও শনিবার গণপরিবহন ধর্মঘট শুরু হওয়ায় আগেই ভোলা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী এবং বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে নগরীতে পরিবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ট্রলার ও বালবাহী জাহাজ-বাল্কহেড শুক্রবার মধ্যরাতেও নগরীতে প্রবেশ করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। রাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে পৌঁছান দলটির নেতাকর্মীরা।




সমাবেশে যোগ দিতে বরিশালের পথে ইশরাক , গাড়িবহরে হামলা

বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও জানা গেছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়ে গাড়িবহরটি। এসময় বরিশালের কাছেকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছালে হামলার শিকার হয় তারা।




সকালে খালি পেটে কতটুকু পানি পান করবেন ?

সকালে খালি পেটে পানি পানের কথা অনেকেই বলে থাকেন। অনেকে নিয়মিত পানি পানও করেন। কিন্তু কতটুকু পানি পান করতে হবে সে বিষয়ে অনেকেই জানেন না। অনেকে ঢক ঢক করে চার-পাঁচ গ্লাস পানি পান করে থাকেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শ হলো, একবারে বেশি পানি পান করা উচিত নয়, অল্প অল্প করে পান করাই ভালো। আমাদের শরীরের ৭০ শতাংশই পানি। তাই শরীর সুস্থ রাখতে পানি পানের বিকল্প নেই। পরিমাণ মতো পানি পানের ফলে ফলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের হয়ে যায় সহজেই, সেই সঙ্গে ত্বক সুস্থ থাকে। আর পরিমাণ মতো পানি পান করলে খাদ্যাভ্যাসও পরিমিত হয়ে যায়।

গরমের দিনে পানিশূন্যতা এড়াতে পরিমিত পানি পানের পরামর্শ দেন চিকিৎসকরা।

ওজন কমাতে পানিকেই দাওয়াই হিসেবে ব্যবহার করেন জাপানিজরা। প্রায় একশো বছরের বেশি সময় ধরে জাপানিজরা এই টোটকায় বিশ্বাস রেখে আসছে। ফলও মিলছে হাতেনাতে। তাই স্বাস্থ্যকর ও সতেজ থাকতে আপনি দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে। দেখবেন কয়েক দিন পর হালকা অনুভব করবেন।

যাদের হজমের সমস্যা আছে, তারা সকাল বেলা পানি পানের উপকারিতা বুঝতে পারবেন। শরীরের শক্তি বেড়ে যাবে। সেই সঙ্গে হজমশক্তিও। ত্বক সুন্দর হবে। ত্বকের গ্লো বাড়বে।




ঘাটলা সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষের বিদায় ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোঃ বদিউজ্জামান নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের ঘাটল সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাকী সাহেবের বিদায় ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৩ নভেম্বর সকাল ১০ টা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি।
বীর মুক্তিযোদ্ধা নুর নবী চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল মাদ্রাসার সুপার হাফিজুল্লাহ।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক হাজী জাফর উল্যাহ বিদ্যুৎসাহী ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ( স্বপন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।




রামগঞ্জে ছাত্রলীগ নেতা রহমত উল্যাহর দাফন সম্পন্ন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সৌদি প্রবাসী মোঃ রহমত উল্যাহ পাটোয়ারী।

৪নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে শত শত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে অশ্রুসিক্ত চিরবিদায়ের মধ্য দিয়ে পৌরসভার সাতারপাড়া হাসানআলী পাটোয়ারী বাড়ির নিজ পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রামগঞ্জ সরকারি কলেজ মাঠ মুখরিত হয় শোকাহত মুসল্লিদের পদভারে।

চোখে অশ্রু আর নীরব বেদনা নিয়ে মানুষ অংশ নিলেন রহমত উল্যাহ পাটোয়ারীর নামাজে জানাজায়। জানাজা শেষে মানুষ ছুটেন তার কফিনের দিকে। নিথর দেহে কফিনবন্দি রহমত উল্যাহকে দেখতে ভীড় জমান সর্বস্তের মানুষ। মরহুমের নিজ এলাকা নন্দনপুর, সাতারপাড়াসহ রামগঞ্জ উপজেলা ও আশপাশের এলাকার মানুষ কাঁদছে নীরবে, তারা স্তব্ধ রহমত উল্যাহর অকাল মৃত্যুতে। সবার মুখে একই কথা। মরহুম রহমত উল্যাহ যখন যাকে যেখানেই দেখতেন, সালাম দিতেন এবং হাসিমুখে করে কথা বলতেন।

জানা যায়, সৌদি আরবে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর২০২২) ফুটবল খেলার সময় হঠাৎ বুকে ব্যাথা উঠে রহমত উল্যাহ পাটোয়ারীর। পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানায় সে স্টোক করে মারা গেছে। তার মৃত্যুর ১ মাস ৫ দিন পর ৩নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মরহুম রহমত উল্যাহর লাশ এসে পৌঁছায়।
মরহুম রহমত উল্যাহর বড় ভাই সাংবাদিক মোঃ রাজু হোসেন জানান, ভাইয়ের এ অকাল মৃত্যুতে তাদের পরিবারে চরম শোকের ছায়া নেমে আসে। তার এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেনা রহমতের পরিবার। তিনি তার ভাইয়ের জন্য সবার নিকট দোয়া কামনা করেন।

মরহুম রহমত উল্যাহর ২ বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।




প্রথম বারের মতো তজুমদ্দিনে সংবিধান দিবস পালিত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :

বাংলাদেশ সংবিধান দিবস আজ শুক্রবার। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।

দিবসটি উপলক্ষে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে শুক্রবার ৪ নবেম্বর সকাল ১০টায় আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এই সময় সংবিধান দিবসটির উপলক্ষে আলোচনায় সভায় উপস্থিতি ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমন মুরাদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার সেলিম রেজা, মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন মাষ্টার, বিএ মোফাজ্জল সহ তজুমদ্দিন উপজেলা দাপ্তরিক কর্মকর্তা, রাজনীতি ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।