একযোগে ২৫ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এতে বলা হয়, জনস্বার্থে এই পুলিশ কর্মকর্তাদের বদলি/পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যথায় ৮ ডিসেম্বর থেকে তাদের অনাকাঙ্ক্ষিত অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।




Twitter CEO Elon Musk's challenge to Facebook this time

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেন, আগামীতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ফেসবুককে ছাড়িয়ে যাবে।

সম্প্রতি টুইট করে এই চ্যালেঞ্জ করেন টেসলাখ্যাত ইলন।

ইলন মাস্কের দাবি, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টুইটারে প্রতি মাসে ১০০ কোটি গ্রাহক ছাড়াবে।

মাস্ক বলেন, গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করেছে টুইটার।

টুইটারে ইলন লিখেছেন, ‘আমার মনে হয় আমি সেই পথ দেখতে পেয়েছি যেখানে আগামী ১২-১৮ মাসের মধ্যে টুইটারে প্রতি মাসে গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।’ সম্প্রতি বিজ্ঞাপনদাতাদের টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম।

মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই কোম্পানির অভ্যন্তরে হইচই শুরু হয়েছিল। যা দেখে অনেক বিজ্ঞাপনদাতা এই প্ল্যাটফর্ম থেকে সরে এসেছিল। বিজ্ঞাপনদাতাদের ফিরে পেতে মরিয়া ইলন মাস্ক এখন টুইটার নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে ইলন মাস্কের অধিগ্রহণের পরে সংস্থার বৃদ্ধিতে গতি এসেছে।

প্রায় ১.৫ কোটি নতুন গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।




ইউক্রেনকে ধ্বংস করা যাবে না : জেলেনস্কি

রাশিয়া আক্রমণ চালিয়ে গেলেও ইউক্রেনকে ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, ‘ইউক্রেন কখনই ধ্বংসের জায়গা হবে না’।

সোমবার এক টেলিগ্রাম ভিডিওবার্তায় বলেন, ‘তারা ধ্বংস ছাড়া আর কিছুই করতে সক্ষম নয়।

ইউক্রেনের বিরুদ্ধে যা করছে তা তাদের প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা। ইউক্রেনীয়রা বারবার তাদের কাছ থেকে নিজেদের রক্ষা করেছে।’ খবর আনাদুলু এজেন্সির

জেলেনস্কি বলেন, ‘কিয়েভ কখনই মস্কোর আদেশ গ্রহণ করবে না এবং দখলকারীদের দ্বারা ধ্বংস হওয়া প্রতিটি বস্তু, প্রতিটি বাড়ি, প্রতিটি উদ্যোগ পুনরুদ্ধার করার জন্য সবকিছু করবে।’

জেলেনস্কি উল্লেখ করেছেন যে মাত্র এক সপ্তাহে রাশিয়ান সেনারা খেরসন অঞ্চলের ৩০টি জনবসতিতে ২৫৮ বার হামলা করেছে। তারা মাইকোলাইভে জল সরবরাহকারী পাম্পিং স্টেশনকেও লক্ষ্য করেছিল।

জেলেন্সকি বলেন, ‘আমরা জানি এই সন্ত্রাসীরা নতুন হামলার পরিকল্পনা করছে। আমরা সেটা নিশ্চিতভাবেই জানি। এবং যতদিন তাদের হাতে ক্ষেপণাস্ত্র থাকবে, তারা, দুঃখজনকভাবে, শান্ত হবে না।’

রুশ ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইউক্রেনের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। এতে দেশটির জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীতে বিদ্যুৎ না থাকায় মানবেতন জীবন যাপন করছেন লাখ লাখ ইউক্রেনীয়। এমনকি খাবার পানি পেতেও তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে।




ব্রাজিলের জয়ে যা বললেন মিম

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর পর সুইজদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জয়ে দেশের ব্রাজিল সমর্থকরা উৎসবের আনন্দে মেতে আছে। ব্যতিক্রম নন তারকারাও। নিজেদের পছন্দের দলকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন অনেক তারকা।

সোমবার দিবাগত রাতে ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিম তার ফেসবুক পোস্ট দেন।

তিনি লিখেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইসদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারত। ৬৪ মিনিটে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি।

১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।




আর্জেন্টিনার খেলা নিয়ে বাগবিতণ্ডা , ছুরিকাঘাতে বন্ধুকে খুন

চাঁদপুরে আর্জেন্টিনার খেলার সমর্থক নিয়ে বাগবিতণ্ডার জেরে দশম শ্রেণির ছাত্র মো. মেহেদীকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু মো. বরকত।

এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন ব্যাপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বিষয়টি জানিয়েছেন।

মেহেদীর বাবা হেলাল ব্যাপারী বলেন, ‘আমার ছেলে দুই দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়। ঘটনার পরপরই আহত মেহেদীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’

ওসি মো. আবদুর রউফ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বরকতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতাল থেকে মেহেদীর মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




মেসির হাতে বাংলাদেশের পতাকা , ভার্চুয়াল উপহার আর্জেন্টিনার

গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো তার হাতে বাংলাদেশের পতাকা।

ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।

এমন ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ক্যাপশনে লিখেছে যে, ”লিওনেল মেসি বাংলাদেশ।

এটাই। সেই টুইট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন।”




ব্রাজিল ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য প্রথমার্ধ

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। ‘জি’ গ্রুপের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল।

২৭তম মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস। পুরো ৪৫ মিনিট জুড়েই ফিনিশিংয়ের অভাব দেখা যায় উভয় শিবিরে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় সেলেসাওরা।

বিস্তারিত আসছে …




নোয়াখালীতে ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন ইট প্রস্ততকারী মালিক সমিতি,

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধন-২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র লাইসেন্স প্রাপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী জেলা শাখা। একইসাথে বর্তমানে কয়লা সংকটের সমাধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারীরা।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী শাখার সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক কে এম আফতাব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইকরাম উল্লাহ (ডিপটি) সহ বিভিন্ন ইটভাটার মালিকগণ। এছাড়াও কর্মসূচীতে প্রায় অর্ধশত মালিক কর্মচারি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তুাব উপেক্ষা করে আবারও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ জারি করা হয়। ফলে ইটভাটার মালিকরা পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতিতে ভাটা স্থাপন শুরু করেন। বিশেষ স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান ও গ্রামীণ সড়ক থেকে ১ কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে- এ ধারার কারণে জিগজ্যাগ ভাটার ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

বক্তারা আরও বলেন, ইটভাটা থেকে সরকার কোটি টাকা ভ্যাট ও কোটি টাকার রাজস্ব পায়। লাখ লাখ শ্রমিক এসব ভাটায় কর্মরত আছেন। উন্নয়নের জন্য ইটের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। তাই এ আইন দ্রুত সংশোধনের দাবি জানান তারা। একই সাথে ইট ভাটায় পোড়ানোর জন্য প্রধান উপাদান কয়লা, যাহা সম্পূর্ণ আমদানি নির্ভর, প্রতিটন কয়লা আমদানীতে কয়লার মূল্য, ট্যাক্স, ভ্যাট সহ সর্বাধিক ১৮ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু অতি মুনাফা লোভী আমদানিকারক সিন্ডেকেট করে তারা ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করছেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।




তিনবারের ইউপি সদস্য এসএসসিতে পেলেন জিপিএ- ৫

তিনবারের জনপ্রতিনিধি ৪৩ বছর বয়সী আব্দুল মোমিন এবার এসএসসি পরীক্ষায় (কারিগরি বোর্ড) অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আব্দুল মোমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শুভগাছা ইউনিয়নের ৪ নম্বর ঝুনকাউল ওয়ার্ডের ইউপি সদস্য ও ঝুনকাইল এলাকার শামসুল হকের ছেলে।

আব্দুল মোমিন পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার জিআর মডেল হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নেন। সোমাবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তার এই খবরে এলাকাবাসী থেকে শুরু সকলেই অভিনন্দন জানান তাকে।

আব্দুল মোমিন জানান, অনেকেই আমাকে বলত আমি নাকি পড়ালেখা জানি না। এলাকার লোকজনকে সেবা দিতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তাই আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। ইউপি চেয়ারম্যান, সকল মেম্বার ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছি।

শুভগাচ্ছা ইউনিয়ন পরিষদের আরেক ইউপি সদস্য মোনোয়ার ইসলাম মারসু জানান, তার এই কৃতিত্বে আমরা অনেক খুশি। একজন জনপ্রতিনিধি হয়ে তার এমন কর্ম প্রশংসার যোগ্য।

শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন শেখ জানান, এটি খুবই ভাল একটি খবর। শিক্ষিত ও স্বনির্ভর জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই বয়সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে এতে আমরা ইউনিয়নবাসী সবাই উচ্ছ্বাসিত।




কমলনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, কমলনগর, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর কমলনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের (স্পন্দন কক্ষ) কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা । এ সময় উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওপর ফারুক সাগর, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান, উপজেলা মৎস্য অফিসার আবদুল কুদ্দুছ, মহিলা বিষয়ক কর্মকতা মোরশেদ আলম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক ওমর ফারুক,
বীরমুক্তিযোদ্ধা সফিক উদ্দিন,ইউ পি চেয়ারম্যান মাষ্টার সাইফুল্লাহ, মাওঃ খালেক সাইফুল্লাহ, ইউসুফ আলি মিয়া, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান, কিশোর গাং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য ও অবৈধ ইটভাটা,ডায়াগনস্টিক সেন্টার বিষয়ে আলোচনা হয়।