যেভাবে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

সমীকরণ অনুযায়ী মাত্র দুই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার।এই বিশ্বকাপে দুদলের একই সঙ্গে ফাইনালে খেলার কোনো সুযোগই নেই। ফলে অনেক ভবিষ্যদ্বাণীই এখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলে কোয়ার্টারফাইনালে দেখা হবে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রের। এটিও হবে সহজ প্রতিপক্ষ। ফলে দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া ও কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রকে হারালেই মেসিরা চলে যাবে সেমিফাইনালে। আবার আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় পর্বের এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে জাপান/ক্রোয়েশিয়ার। এবার যদি ব্রাজিল কোয়ার্টারফাইনালেও জয় পায়, তবে উঠে যাবে সেমিতে। এখানেই দেখা হবে আর্জেন্টিনার বিপক্ষে।

ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখতে হলে ভক্তদের দুটি জয় কামনা করতে হবে। আর এমন সেমিফাইনাল হলে ফুটবল ইতিহাসে কাতার এক অনন্য সময়ের সাক্ষী হতে পারবে। তবে দুর্ভাগ্য এতটুকু যে, ব্রাজিল-আর্জেন্টিনা একই সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে না। আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।




রাজশাহীর গণসমাবেশের মঞ্চে মির্জা ফখরুল


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠের এই সমাবেশের মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারাও। সমাবেশের মূল মঞ্চ ছাড়িয়ে আশপাশের সড়কে মানুষজন ছড়িয়ে পড়েছে।

সমাবেশস্থল ও আশপাশ ঘুরে দেখা গেছে, সমাবেশকে ঘিরে মামলা, গ্রেপ্তারে দীর্ঘদিন কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে¡ শুরু হয়।
বিএনপির পূর্বঘোষিত এই সমাবেশে আসতে পরিবহন-সংকট এবং পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে নেতা-কর্মীদের। এ অবস্থাতেই নানা কৌশলে সমাবেশে যোগ দিতে রাজশাহীতে ঢোকেন তারা।




দ্বিতীয় রাউন্ডে; জেনে নিন কোন দলের খেলা কখন

কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। সুপার সিক্সটিনের ১৬ দল র্ধারিত হয়ে গেছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কোন দলের খেলা কখন?

দ্বিতীয় রাউন্ড

৩ ডিসেম্বর, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র রাত ৯টা
৩ ডিসেম্বর, আর্জেন্টিনা- অস্ট্রেলিয়া রাত ১টা
৪ ডিসেম্বর, ফ্রান্স- পোল্যান্ড রাত ৯টা
৪ ডিসেম্বর, ইংল্যান্ড- সেনেগাল রাত ১টা
৫ ডিসেম্বর, জাপান- ক্রোয়েশিয়া রাত ৯টা
৫ ডিসেম্বর, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া রাত ১টা
৬ ডিসেম্বর, মরক্কো- স্পেন রাত ৯টা
৬ ডিসেম্বর, পর্তুগাল- সুইজারল্যান্ড রাত ১টা

আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানকার সেরা চারে হবে সেমিফাইনাল। আর সেমি জয় করা সেরা দুই লড়বে ট্রফির জন্য।

১৮ ডিসেম্বর পর্দা নামবে বিশ্বকাপের এবারের আসরের।




আমদানি বাড়াতে ডলার দেবে কেন্দ্রীয় ব্যাংক

রোজা শুরু হতে বাকি মাত্র সাড়ে তিন মাস। আগামী মার্চে শবে বরাত, এর ১৫দিন পর শুরু হবে রমজান মাস। এ হিসাবে রোজা-নির্ভর পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডলার সংকটে যাতে আমদানি ব্যাহত না হয় সে ব্যাপারে ইতোমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেমিট্যান্স ও রপ্তানির খাতের যে ডলার ব্যাংকের হাতে থাকবে তা দিয়ে এসব পণ্যের আমদানির এলসি খুলতে হবে। একই সঙ্গে এ খাতে আরও ডলারের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে জোগান দেবে। রোজা-নির্ভর পণ্যের মধ্যে ডাল, ছোলা, পেঁয়াজ, ফল, চিনি, দুধ, ভোজ্যতেল বেশি আমদানি করতে হয়। অন্য সময়ের তুলনায় রোজা উপলক্ষ্যে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। যে কারণে সরবরাহও বাড়াতে হয়। এ লক্ষ্যে রমজান মাস শুরুর কমপক্ষে ৪ মাস আগে থেকেই এ ধরনের পণ্য আমদানির এলসি খুলতে হয়। সেগুলো আমদানি হয়ে পরিশোধনের মাধ্যমে বাজারে যেতে কমপক্ষে ৩ থেকে চার মাস সময় লাগে।

রোজা শুরুর আগেই বিশেষ করে শবে বরাতের সময় থেকে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। এ হিসাবে হাতে সময় তিন মাস। ইতোমধ্যে দুগ্ধ জাতীয় পণ্য ও ভোজ্যতেলের এলসি এবং আমদানি দুটোই বেড়েছে। ডালের এলসি বেড়েছে, আমদানি কমেছে। চিনির এলসি কমেছে, আমদানি বেড়েছে। ফল ও পেয়াজের এলসি ও আমদানি দুটোই কমেছে।

বৈশ্বিক মন্দার মধ্যেই এবার রমজান আসছে। ডলারের সংকটের কারণে একদিকে কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে রোজা-নির্ভর পণ্যের আমদানি বাড়াতে হচ্ছে। ফলে এ খাতে এবার বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে প্রধানমন্ত্রীও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন, খাদ্যপণ্যের এলসি খোলা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে। এসব পণ্যের এলসি খুলতে ডলারের জোগান বাড়ানোরও নির্দেশ দেন তিনি। তার ওই নির্দেশ পেয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে।




নির্ধারিত সময়ের আগেই শুরু বিএনপির গণসমাবেশ

নির্ধারিত সময়ের আগেই রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

শনিবার সকাল ৭টা থেকেই নেতাকর্মীরা মাঠে ঢুকতে শুরু করেন। সকাল ১০টার দিকে বেশকিছু নেতাকর্মী মাঠে ছিলেন।

মাঠের মধ্যে নেতাকর্মীরা মঞ্চ ঘুরে দেখছেন। কেউ কেউ শীতের সকালে রোদের উত্তাপ নিচ্ছেন। রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি নেতাকর্মীরা গত চারদিন আগে থেকেই মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছেন।

গণসমাবেশ আয়োজন কমিটির দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বেলা ২টা থেকে গণসমাবেশ শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু নেতাকর্মীরা চলে আসায় আগেই গণসমাবেশ শুরু হয়।

এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিতত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। ঢাকার বাইরে বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ এটি।




আর্জেন্টিনার খেলা দেখতে ছেলেসহ কাতারে আমির

ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে ছেলেসহ হাজির বলিউড সুপারস্টার আমির খান।

ছেলে আজাদ রাও খানের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও গেছেন দেশে।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই।

গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির। আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির।

সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। কেউ আবার বলেছেন, আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম।

শেষ বার আমিরকে পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি ভক্তরাও।




ঢাবিতে দুর্ঘটনায় নারীর মৃত্যু : সড়ক পরিবহন আইনে মামলা

রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিহত রুবিনা আক্তারের ভাই রাকিব হোসেন বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

নিহত রুবিনা আক্তার (৫৫) রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, রুবিনা আক্তার তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে ঢামেকে নেওয়া হলেও প্রাণ ছিল না তার দেহে।

দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালককে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। তার নাম জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে গণধোলাইয়ের সময় পরিচয় দেন। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে গিয়ে ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করেন।




Samsung's folder, the phone downloads height

ফোল্ডিং বা ভাঁজ করা ফোনের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছেই। এই ফোনের বাজারের অনেকটাই দখল করে আছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি জেড ফোল্ডের বিক্রি সবচেয়ে বেশি।

ফোল্ডেবল স্মার্টফোনের শিপমেন্ট গত বছরের তুলনায় এবছর বিশ্বব্যাপী ৭৩ শতাংশ বৃদ্ধির কারণে ১৬ মিলিয়ন ইউনিটে পৌঁছাবে বলে আশা করছে বাজার বিশ্লেষকরা।

স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড শুক্রবার জানিয়েছে, এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিক্রি হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ স্মার্টফোনের সংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হারে বাড়ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি ২০২১ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চুক্তিবদ্ধ ফোল্ডেবল স্মার্টফোনের সংখ্যায় ১০৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছে।

স্যামসাং এই বছর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন দুইটি বাজারে ছাড়ে। ইতিমধ্যে ক্রেতারা মডেল দুইটি লুফে নিয়েছেন।

গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলিড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি জেড ফোল্ড মডেলে ৫০ + ১২ + ১০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। যেখানে ফ্লিপ ৪ এসেছে ১২ + ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ। দুইটি মডেলেই রয়েছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর।

বাংলাদেশের বাজারেও হ্যান্ডসেট দুইটি পাওয়া যাচ্ছে।




ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের

এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল শুধু পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য আজ মাঠে নামে বাকি ৩ দল। ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে।

সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লুইস সুয়ারেজের দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরো বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না লাতিন আমেরিকার দেশটি।

ম্যাচের যখন ৯০ মিনিট ঠিক তখনই এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে খবর এলো দক্ষিণ কোরিয়া পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে। অতিরিক্ত সময়ের আটটি মিনিট আর কাজে লাগাতে পারে নি কাভানিরা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে।

বিস্তারিত আসছে…




নাটকীয়ভাবে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। তার উপর আবার নির্ভর করতে হবে ঘানা-উরুগুয়ে ম্যাচের ফলাফলের উপর। এমন সমীকরণে মাঠে নেমে পর্তুগালের বিপক্ষে সমানে সমান লড়েছে এশিয়ার জায়ান্টরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ১-১ ব্যবধানে ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচের একেবারে শেষ সময়ে নাটকীয়ভাবে গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

বিস্তারিত আসছে…