বিশ্বজুড়ে করোনা সংক্রমণ: ১০৪৯ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখের বেশি

করোনাভাইরাসের বিরুদ্ধে দু’বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। এ ভাইরাসে সংক্রমিত হয়ে লাখ লাখ মানুষ মারা গেছেন। কোটি কোটি মানুষ এখনও এ মহামারির কারণে বিপর্যস্ত। বেশ কিছু দিন ধরে বিশ্বজুড়ে করোনার প্রভাব কমেছে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও হ্রাস পেয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার বিষয়ে সতর্ক করেছে। যদিও মহামারি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পৃথিবী। তবে অনেক দেশই এখনও করোনার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত।

বুধবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস। ওই সকল তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, জাপান, ফ্রান্স ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ কোটি ৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৪৯ হাজার।




বাবার হাত ধরেই বলেউডে অভিষেক হচ্ছে আরিয়ানের

গুঞ্জনই সত‍্যি হল। বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তবে অভিনয় নয়, জল্পনা অনুযায়ী পরিচালনায় হাত পাকাতে পাকাবেন তিনি। প্রযোজক হিসেবে থাকবে তার বাবার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন আরিয়ান। খাতা কলমের পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি ক্ল‍্যাপস্টিক রাখা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছেলের পোস্টে কমেন্ট করেছেন বাবা শাহরুখ। লিখেছেন, ‘প্রথমটার জন‍্য অনেক শুভেচ্ছা। প্রথমটা সবসময় স্পেশাল হয়। খুব ভোরে যেন শুট ফেলো না। বরং বিকেলের দিকে শুট টাইম রাখলে ভালো হয়।’ উত্তরে আরিয়ান লিখেছেন, ‘অবশ‍্যই, রাতেই শুট রাখা হবে।’

ছেলের গর্বে গর্বিত মা গৌরি খানও। তবে আরিয়ানের পরিচালনায় শাহরুখ অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু নামজাদা প্রযোজক-পরিচালক করণ জোহর নাকি আরিয়ানকে বলিউডে লঞ্চ করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন স্টার কিডকে। কিন্তু রাজি হননি আরিয়ান। করণের মুখের ওপরেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’

শুধু করণ নন, পরিচালক জোয়া আখতারও নাকি আরিয়ানকে চেয়েছিলেন নিজের ছবিতে অভিষেক করানোর জন‍্য। আসন্ন ছবি ‘দ‍্য আর্চিস’-এ আরিয়ানকে লঞ্চ করতে চেয়েছিলেন তিনিও। কিন্তু শাহরুখপুত্র ফিরিয়ে দেন সেই প্রস্তাবও। ইতিমধ‍্যে অবশ‍্য একটি ব্র‍্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে আরিয়ানকে। ছেলেকে দেখে মুগ্ধ হয়ে কমেন্টও করেছিলেন শাহরুখ। নেটিজেনরা বলেছিলেন, বাবার মতো ছেলে।




Red Japanese Note 12:200-megapixel camera phone

আন্তর্জাতিক বাজারে এলো শাওমির রেডমি সিরিজের নতুন ফোন। নয়া এই ফোনের মডেল রেডমি নোট ১২ প্রো প্লাস।

রেডমি নোট ১২ সিরিজ চীনে লঞ্চ হয়েছে অক্টোবর মাসে। এই সিরিজের ফোন এবার অন্যান্য দেশের বাজারেও বিক্রির ঘোষণা দিয়েছে শাওমি।

রেডমি নোট ১২ সিরিজের টপ এন্ড ভ্যারিয়েন্ট রেডমি নোট ১২ প্রো প্লাস।

রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। শাওমি ১২ প্রো প্লাস ফোনে হাই স্পিডের চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। অর্থাৎ অবিশ্বাস্য কম সময়ে অনেকটা চার্জ হবে এই ফোনে।




আল্লাহর সবচেয়ে পছন্দের দুই বাক্য

ছোট কিংবা বড় প্রত্যেকটি নেক আমলই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। কোনো আমল ছোট বলে অবহেলা বা উপেক্ষা করা সমীচীন নয়। কেননা ইখলাসের সঙ্গে করা ছোট আমলও এনে দিতে পারে বড় প্রাপ্তি। কেয়ামতের দিন ওই ছোট আমলটিই হয়ে যেতে পারে নাজাতের ওসিলা। তাই আল্লাহর পছন্দনীয় আমল ও জিকির যতই ছোট হোকনা কেন, তার প্রতি অবহেলা নয়, বরং গুরুত্ব দিয়ে করাই হবে প্রকৃত মুমিনের কাজ।

হাদিসে মহান আল্লাহর এমন দুটি পছন্দনীয় আমলের উল্লেখ রয়েছে, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলার কাছে বড় বিনিময় আশা করা যায়। সেগুলো হলো—

১) ওজনে সবচেয়ে ভারী কালেমা
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন, ‘দুইটি বাক্য এমন রয়েছে— যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো- سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ অর্থ: ‘মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।’ (বুখারি: ৬৪০৬)

২) যে জিকিরে জান্নাতে খেজুরগাছ রোপণ হয়
জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়’ (তিরমিজি: ৩৪৬৪)। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক জয়িফ হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ১০০০ বার এই জিকির পাঠ করবে সে ওই দিনের জন্য আল্লাহর নিকট থেকে নিজেকে কিনে নিল। দিনের শেষ পর্যন্ত সে (জাহান্নাম থেকে) মুক্তি লাভ করল।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ১০/১১৩, ১১৪)

অতএব উল্লেখিত জিকির দুটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, জিকির যেকোনো জায়গায় ও যেকোনো মুহূর্তে করা যায়। এতে তেমন কোনো সময়ক্ষেপণ হয় না। কাজ-কর্মেও কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত মর্যাদাপূর্ণ ও বিশেষ ফজিলতপূর্ণ দুই বাক্য বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।




দৃঢ় সাংস্কৃতিক বন্ধন তৈরি করবে পদ্মাসেতু

পৃথিবীর ইতিহাসে সভ্যতাগুলো গড়ে উঠেছে নদী কেন্দ্রিক। নদীর অববাহিকায় গড়ে উঠেছে সমৃদ্ধ নগরী। প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে মানুষ নদীর উপরই সেতু তৈরি করছে। এই সেতু নদীর সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে। এভাবে দু’পারের মানুষের মধ্যে আত্মীকরণের ফলে দৃঢ় সাংস্কৃতিক বন্ধন তৈরি করবে পদ্মাসেতু।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘পূর্বাপরে পদ্মা সেতু: সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত’ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এ সব কথা বলেন।

বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের ফলে যোগাযোগের ক্ষেত্রে সাংস্কৃতিক বিপ্লব হবে। সবার মধ্যে যখন ভাবের আদানপ্রদান ঘটবে তখন মনোজগতেও এর পরিবর্তন আসবে। পদ্মাসেতুর ফলে দুই পাড়ের মানুষদের মধ্যে একটি বৈপ্লবিক দেওয়া-নেওয়া ঘটবে। সহজ যোগাযোগের কারণে উভয় প্রান্তে বসবাসকারী মানুষদের মধ্যে আচার আচরণ, রীতিনীতি আদান প্রদান হবে।  

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঐতিহাসিক সংস্কৃতির ভাণ্ডার বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলো। লোকসাহিত্য ও সংস্কৃতির অজস্র উপকরণ, আঙ্গিক এবং লোকপ্রিয় ধারা-উপধারা রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে। পদ্মা সেতুর সফল উন্মোচনের পর এখন দক্ষিণের সঙ্গে উত্তরের, পশ্চিমের সঙ্গে পূর্বের সংস্কৃতি চর্চার আদানপ্রদান হবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পদ্মাসেতু সামগ্রিকভাবে দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এর ফলে দুই পাড়ের মধ্যে যে সংযোগ স্থাপন হয়েছে। এই সেতু উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার।




প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন সোনাইমুড়ী পৌর মেয়র ভিপি নুরুল হক

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর অফিসের সামনে ৬ ডিসেম্বর ৪২০ জন কৃষকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সার এবং বীজধান বিতরণ করেন সোনাইমুড়ী পৌরসভা মেয়র প্রবীণ আওয়ামীলীগ নেতা ভিপি নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ। আসন্ন বোরো মৌসুমী চাষযোগ্য ১ইঞ্চি জমি ও যাতে খালি না থাকে সে উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




মাদারীপুরে আগুনে পুড়ে ২ শিশু মৃত্যু, মা গ্রেফতার

মাদারীপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মা পূর্ণিমা বৈদ্যকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানী ঢাকার কাকরাইল এলাকা থেতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ণিমা সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্যর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ঝিকরহাটি এলাকার সাবেক সেনা সদস্য গোলাম মাওলা মাতুব্বরের মালিকাধানী একতলা টিনশেট ঘর ভাড়া থাকতের সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্য। মানিক তার স্ত্রী পূর্ণিমা রানী বৈদ্য ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।

বাড়ির মালিক গোলাম মাওলা মাতুব্বর তার স্ব-পরিবার নিয়ে ঢাকায় থাকেন। এক মাস দিন আগে মানিককে একটি চুরির মামলায় পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। সোমবার ১২টার দিকে মানিকের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশি লোকজন।

পরে ঘরের দরজা ভেঙ্গে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে নেওয়া হলেও ঘরের ভিতরেই পুড়ে মারা যায় দেড় বছর বছরের শিশু মানদ। এ সময় গুরুতর আহত আড়াই বছর বসয়ী সহোদর ভাই রুদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।




রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এইচ এম ইব্রাহিম এমপি

মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

চাটখিলে বাংলা বাজার থেকে মমিনপুর মাদ্রাসার পাকা রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এইচ এম ইব্রাহিম এমপি।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নের বাংলাবাজার টু মমিনপুর মাদ্রাসা সড়কের নির্মান (পাকা) কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যে এইচ এম ইব্রাহীম এমপি বলেন, আমি মমিনপুর বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এ রাস্তাটার ব্যাপারে। দীর্ঘদিন পরে হলে ও আমি মমিনপুর বাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। তিনি বলেন, সরকারি একটা বরাদ্দ এনে একটি প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগে। মমিনপুর বাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারায় আজ আনন্দ বোধ করছি বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১ নং সাহাপুর ইউনিয়নের উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার কাজ করা হয়েছে বলে এইচ এম ইব্রাহিম এমপি মন্তব্য করেন।

তিনি বলেন, এ রাস্তাটির পর সাহপুর ইউনিয়নের কাঁচা রাস্তার কাজ শেষ। আর সামান্য একটু কাঁচা রাস্তা রয়েছে মমিনপুরের শেষ সীমানায়। কোনভাবে সম্ভব হলে আমি আমার দায়িত্ব পালন কালে এটুকু করে দিব। আর না হলে পরবর্তীতে করতে হবে।

রাস্তার পাকা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদা ইকবাল রিপন।

উপস্থিত ছিলেন সোমপাড়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রহমান মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজল হোসেন রাশেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




নেত্রকোণায় আদিবাসীদের গায়ে শীতবস্ত্র তুলে দিলেন পুলিশ সুপার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

ভারত সীমান্তবর্তী অঞ্চল নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আদিবাসী বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে রানীখং মিশন স্কুলে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ।

পুলিশ সুপার নিজ হাতে আদিবাসী নারী-পুরুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন। এতে উপকার ভোগীরা বেশ আনন্দিত বোধ করেন।

কম্বল বিতরণে এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এসোসিয়েশনের চেয়ারম্যান সাইমন তজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক প্রমুখ।




রামগঞ্জ উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫ ডিসেম্বর) রাতে দীর্ঘ সাড়ে ৭ বছর পর রামগঞ্জ শাখার উপজেলা ছাত্রলীগ, ৪বছর পর পৌর ছাত্রলীগ ও ৫ বছর কলেজ ছাত্রলীগের কমিটি আগামী এক বছরের জন্য রামগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, উপজেলা শাখায় ২৫ জন, পৌরসভা শাখায় ১৩ জন ও সরকারি কলেজ শাখায় ১০ জন প্রার্থী হয়েছেন।

রামগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের অপু মাল সভাপতি ও সাজিদ হাসান অভিকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে ০১ জন সভাপতি ০৬জন সহ সভাপতি, ০১ জন সাধারন সম্পাদক ০৫জন সহ সাধারন সম্পাদক ও ০২জন সাংগঠনিক সম্পাদক নিয়ে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ হোসেন শান্ত, ফাহাদ আঠিয়া, বাদশা ইয়াছিন, কাউছার আহম্মেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, মোঃ মোবারক হোসেন, কামরুল হাসান জিসান।
সাংগঠনিক সম্পাদক শ্রাবন আখন্দ, মোঃ রাব্বানী।

এদিকে রামগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের রাকিবুল হাসান শান্তকে সভাপতি ও রবিন মালকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ০১ জন সভাপতি ০৪জন সহ সভাপতি, ০১ জন সাধারন সম্পাদক ০২ জন সহ সাধারন সম্পাদক ও ০২জন সাংগঠনিক সম্পাদক নিয়ে পৌর শাখার কমিটি গঠন করা হয়।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাদশা ফয়সাল, মাহিম মাল, রাসেল আঠিয়া, মোঃ রাকিব হোসেন, মোঃ ইয়াছিন, আব্দুল আজিজ সহেল।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, রাসেল খান বাবু, ইয়াছিন আরাফাত জীবন, শরীফ গাজী, শাহ্ মিরন শিহাব, মনির হোসেন পাটোয়ারী।
সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, আহম্মেদ ফাহিম।
এছাড়া ও রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের ফজলে রাব্বি জয়কে সভাপতি ও আহম্মেদ কাউসারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ০৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ০১ জন সভাপতি ০২জন সহ সভাপতি, ০১ জন সাধারন সম্পাদক ০২জন সহ সাধারন সম্পাদক ও ০২জন সাংগঠনিক সম্পাদক নিয়ে কলেজ শাখার কমিটি গঠন করা হয়।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শুভ, আহম্মেদ নাহিদ পাটোয়ারী।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, নাইম হোসেন নিয়ন, ফাইয়াজ হাসান।
সাংগঠনিক সম্পাদক অপূর্ব সেন গুপ্ত, কাজী হারুন।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে রামগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া এক চিঠিতে কমিটিগুলো বিলুপ্ত করেন।
গত সোমবার (২৮ নভেম্বর) রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলার দায়িত্বশীল নেতাদের কাছে রামগঞ্জ উপজেলা, পৌর এবং সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪৮ জন প্রার্থী পদপ্রত্যাশীরা দলবল নিয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। তিনটি শাখার শীর্ষ ছয় পদে তারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।