North Korea has developed a hydrogen bomb

উত্তর কোরিয়া জানিয়েছে আরও উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা। আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য এ হাইড্রোজেন বোমাটি পরিদর্শন করেছেন কিম জং উন।

‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এই হাইড্রোজেন বোমাটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে সংযোজন করা যাবে বলে দাবি উত্তর কোরিয়ার।

রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির সরবরাহ করা এক ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষুদ্র সংস্করণের ওই হাইড্রোজেন বোমাটি পরিদর্শন করছেন।

তবে স্বাধীন কোনো সূত্র থেকে উত্তর কোরিয়ার এ দাবির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।

এদিকে, উত্তর কোরিয়ার হাতে উন্নত প্রযুক্তি থাকার দাবি করলেও বিশেষজ্ঞদের এ নিয়ে সন্দেহ ছিল। রোববার দেশটির হাইড্রোজেন বোমার ঘোষণা এরইমধ্যে কোরীয় উপদ্বীপ ও ওয়াশিংটনে আতঙ্ক তৈরি করেছে। এর মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে তার লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

বোমাটি পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের কিছু নির্দেশনা দেন কিম। এ সময় তিনি বলেন, এ বোমার ব্যাপক বিধ্বংসী ক্ষমতা রয়েছে। শতভাগ দেশীয় তৈরি উপকরণে ও নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই দেশটি পারমাণবিক অস্ত্রের বিকাশ ঘটাচ্ছে। এরইমধ্যে তারা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

কিম জং উনের ক্ষমতারোহণের পর থেকেই পরমাণু অস্ত্রের দিকে আরও এগিয়ে যায় দেশটি। এ নিয়ে নিয়মিত হুমকি-ধমকিতে ব্যস্ত ওয়াশিংটন ও পিয়ংইয়ং। সম্প্রতি কয়েক দফা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এবং প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেন কিম। এতে কোরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।




Prime Minister seeks prayers to move the country forward

দেশকে মধ্যম আয় থেকে উন্নত বিশ্বের দেশে রূপান্তর করতে পবিত্র ঈদুল আজহার দিন দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দোয়া চান।

এ সময় তিনি দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম ও আলেম-ওলামার প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময়কালে ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।




Genocide underway in Rakhine: Turkish President

মায়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইনে রোহিঙ্গা নিধনকে গণহত্যা বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও বলেছেন, যেসব দেশ গণতন্ত্রের দুয়া তুলে এ গণহত্যা দেখেও দেখছে না তারাও মায়ানমারের এ গণহত্যায় ইন্ধন দিচ্ছে।
তারাও সমান দোষে দোষী।

ঈদুল আজহা উপলক্ষ্যে তুরস্কের ইস্তানবুলে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান আরও বেশি রোহিঙ্গাদের প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। তিনি এ বিষয়ে চলতি বছরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। রোহিঙ্গাদের তুরস্কও সহায়তা দেবে বলে অঙ্গীকার করেছেন এরদোয়ান। সূত্র : গার্ডিয়ান




Chief Justice exchanges Eid greetings with Prime Minister

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি গণভবনে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, বিচারপতিগণ ও সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, দলীয় নেতা-কর্মী, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকসহ গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় সাকিবকে নিজ হাতে খাইয়ে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও শেখ হাসিনার বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।




Four people, including father and son, killed in Lakshmipur bus crash

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এতে গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




Eid-ul-Adha celebrated early in 10 villages of Lakshmipur

 লক্ষ্মীপুর : সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আগাম ঈদুলআযহা উদযাপিত হচ্ছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে প্রধান ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদরউপজেলার বশিকপুর গ্রামসহ ১০টি গ্রামের স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা পশু কোরবানি দেন। মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৩৭ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।




BNP's 39th founding anniversary celebrated in Kamalnagar

আমজাদ হোসেন আমু:

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে কেক কেটে দলের ৩৯তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। বিএনপি’র উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক জামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা এডভোকেট ছৈয়দ মো: ফখরুল আলম নাহিদ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: ফরহাদ হোসেন, যুবদলের যুগ্নআহবায়ক ইকবাল মাহমুদ চৌধুরী, আবু ছায়েদ দোলন, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আক্তার হোসেন, জাসাসের উপজেলা সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব বাবুল আক্তার, পাটারীরহাট ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন নিরব তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মিলন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার, আমজাদ হোসেন আমুসহ বিএপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।