লক্ষ্মীপুরে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের কমিটি

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর হাসপাতালের হলরুমে আয়োজন করা হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ এএইচএম ফারুক।
২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাকছুদুর রহমান মানিক, বোরহান উদ্দিন চৌধুরী, বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম আবদুল করিম, আবদুল কাদের, অর্থ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদক খাদিজা বেগম, সহ-মহিলা সম্পাদক মাহমুদা আক্তার, শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব শরীফ, সদস্য এস এম বদরুদ্দোজা, নিখিল চন্দ্র শীল, আজিজ উল্যাহ সেলিম, ইউছুফ পাটোয়ারী, নিজাম উদ্দিন ভূঁইয়া ও আরিফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা সংগঠকদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির নেতারা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের দাবি আদায়সহ মাঠ পর্যায়ের কর্মীদের পাশে সব সময় থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।




​অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায়

লক্ষ্মীপুর প্রতিনিধি , লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রফিকুল ইসলামকে তার বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে আহত করছে চেয়ারম্যান ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়িতে।

গুরুতর আহত সাংবাদিক স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক । এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে।

শনিবার সকালে হাসপাতালে আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এবং তার ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দূর্নীতি নিয়ে স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোবাইল ফোনে তার বাড়িতে সাংবাদিক রফিককে ডেকে নয়। এ সময় চেয়ারম্যান ও তার লোকজন সাংবাদিক রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এ দিকে সম্প্রতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে একই কায়দায় তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে বেদম মারধর করে টয়লেটে আটকিয়ে রাখে আবুল কাশেম চৌধুরী।
সাংবাদিক রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় জেলায় কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে ঘটনার সাথে জড়িত চেয়ারম্যান ও তার বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।

হামলার ঘটনায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




লক্ষ্মীপুরে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পেশাগত দ্বায়িত্ব পালনকালে জাতীয় দৈনিক খবর ও স্থানিয় দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক সাবেক জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন জবু’র বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন হয়রানি মূলক মামলা দায়ের করা অভিযোগ উঠেছে সদর উপজেলার আইটিয়াতলী গ্রামের ধনগাজী হাওলাদার বাড়ীর হাজী নুরুল ইসলামের বখাটে পুত্র মহিউদ্দিন সুমনের বিরুদ্ধে।

জানা যায়, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) সুমন তাঁর আপন দুই ভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৮৮নং আটিয়াতলী মৌজার ৪ খতিয়ান ভূক্ত ৮০৪ দাগে ১৩ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে। এসময় ইসমাইল হোসেন জবু সহ কয়েকজন সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তাঁরা ক্যামেরায় ছবি ধারন করলে সুমন ক্ষীপ্ত হয়ে উঠে একপর্যায়ে সে মারমূখী হয়। এসব ঘটনা যাতে সংবাদ প্রকাশ করা না হয় সেজন্য সে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সুমন বিরুদ্ধে এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাছাড়া এলাকার অসহায় নিরিহ লোকজনকে বিভিন্ন মিথ্যা মালা দিয়েও হয়রানি করছে এমন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সাংবাদিক ইসমাইল হোসেন জবু জানান, সন্ত্রাসী সুমন তাঁর আপন দুই ভাই কামাল ও প্রবাসী আক্তার হোসেনের জমি জবর দখল করতে যায়। এসময় আমার সাথে কয়েকজন সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমি জবর দখলে ছবি ধারন করায় ঘটনা ধামাচাপা দিতে সুমন ক্ষীপ্ত হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ৮/১০টি মামলা রয়েছে। তাছাড়া মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সে। এ বিষয়ে সুষ্ঠ তদন্তের করে প্রকৃত ঘটনা উদঘাটন করে সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান এ সাংবাদিক।

এবিষয়ে সুমনের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 




কমলনগরে চেয়ারম্যানের সঙ্গে যুবলীগ নেতার অশোভন আচরণ, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনের সঙ্গে উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরনের অশোভন আচরণ করে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউপি কার্যালয়ের সমানে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মী, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়। পরে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা ৃিগয়াস উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো.রায়হান, হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য আপেল মাহমুদ, ইউপি সদস্য মো. সেলিম, ইউপি সদস্য মো. হারুন ও উপজেলা যুবলীগের সদস্য আমির হোসেন শিপন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, যুবলীগ নেতা হিরন জনপ্রতিনিধির সঙ্গে এমন অশোভন ও অশ্লিল আচরণ করতে পারেনা। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের কাছে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানায় তারা।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে যুবলীগ নেতা হিরন সদস্য প্রার্থী হন। ওই নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় এবং ভোটে হেরে যাওয়ায় পর থেকে সে ক্ষিপ্ত। বধুবার (২৭ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন পুজা মন্ডপ পরিদর্শনে যায়। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে অশোভন আচরণ ও অশ্লিল গালমন্দ করে। যে কারণে স্থানীয় জনতাসহ দলীয় নেতাকর্মীর বিক্ষোভ-সমাবেশ করে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন বলেন, পুজা মন্ডপ পরিদর্শনের সময় চেয়ারে বসা নিয়ে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটি হয়েছে। অশোভন আচরণের বিষয়টি সত্য নয়।

 




লক্ষ্মীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র্যালি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।




এমপি’র উপস্থিতিতে কমলনগরে আ’লীগ-যুবলীগ মুখোমুখি

লক্ষ্মীপুর:
এমপির উপস্থিতিতে পূজামন্ডপে বসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে আ’লীগ ও যুবলীগের মুখোমুখির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাজিরহাট শ্রী শ্রী হরি নারায়ন সেবাশ্রমের সামনে হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এঘটনায় বাজার ব্যবসায়ী, আগত পূজাদর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে। তবে আ’লীগ ও যুবলীগের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কমলনগর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ফজলুল হক সবুজ জানান,
হাজিরহাট বাজার পূজামন্ডপে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি আবদুল্লাহ আল মামুন পরিদর্শন করেন।
এসময় উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হঠাৎ তাকে দু’হাত দিয়ে ধাক্কা দেয়। পরে অনুষ্ঠান শেষে ফজলুল হক সবুজ ও যুবলীগ যুগ্মআহ্বায়ক আহসান উল্লাহ হিরণ বিষয়টি এমপিকে জানান।
এসময় ইউপি চেয়াম্যান মো. নিজাম উদ্দিন, হাজি হারুন রশিদ ও যুবলীগ নেতা হিরনের মধ্যে বাক-বিতন্ডা, অশোভ আচরণ ও মারমুখী হলে উপস্থিত পুলিশ নিয়ন্ত্রণ করেন।
এদিকে ঘটনা অস্বীকার করে কমলনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন
জানান, আমার সাথে সবুজ ও হিরণের এরকম কোন ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাথে উক্ত ঘটনার বিষয়ে জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।




কালের কন্ঠ’র শুভ সংঘের নতুন কমিটি

 

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রত্যয় লক্ষ্মীপুর প্রতিনিধি সর্বনাশা মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলনগড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি।

গত মঙ্গলবার বিকেলে ভালো কাজে সবারপাশে শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভার শুরুতে কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি কাজল কায়েস শুভসংঘ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিনডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত ও সাধারণসম্পাদক হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সংগঠক মেহেরুল হাসান রাজুকে মনোনীত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ মোজাম্মেল হক মিলন, মোশারফহোসেন পাটওয়ারী ও এম এ রহিমকে।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনমৃধা, হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্যাহ সানু, আকরাম হোসেন তকি, সাংগঠনিক সম্পাদক মোঃহাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন বাবলু, কোষাধ্যক্ষরেজাউল করিম পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজামউদ্দিন রুপক, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, ক্রীড়াসম্পাদক ফজলে রাব্বি, নারী বিষয়ক সম্পাদক ইসমত আরা আখিঁ,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আবেদ রাজু, সমীর কর্মকার, জামালউদ্দিন রাফি, মারুফ বিন জাকারিয়া, ফয়েজ আহমদ, উজ্জল মজুমদার,তায়েব উদ্দিন শান্ত, মিনহাজ হোসেন পাভেল, আলিম উদ্দিন পিন্টু,সুমন দাস ও জোবায়েদ হোসেন বাবু।সভায় বক্তারা বলেন, তরুণ প্রজম্ম প্রতিনিয়ত সর্বনাশা মাদকেআক্রান্ত হচ্ছে। এনিয়ে ঘরে-ঘরে অশান্তি দেখা দিয়েছে। এর থেকেমুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ওপারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষএগিয়ে আসলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।




রামগতিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

 

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মো. রায়হান উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল) । এর আগে মঙ্গলবার রাতে রায়হান উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

রায়হান উদ্দিন রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নের টুমচর গ্রামের আবুল হাসেমের ছেলে।

মামলার বাদি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি হেলাল বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ ও আমার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি’র স্ট্যাটাসের কমন্টেস বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই যুবক কটুক্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।




কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির সমাবেশ ও অভিষেক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতিসভা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭অক্টোবর) দুপুরে উপজেলা তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান একেএম জাহেদ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা ১৪দলীয় ঐক্যজোট সভাপতি এডভোকেট আনোয়ারুল হক, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহাম্মদ রতন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউছুফ আলী মিঞা ভাই।
এদিকে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সভায় প্রধান অতিথি সমিতির উন্নয়নে ১লক্ষ টাকার অনুদান প্রদান এবং পরবর্তীতে সংগঠনটির ভবন নির্মাণের জায়গাসহ আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মানিক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ মফিজ উল্লাহ, চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস চন্দ্র দাস ও ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।




রামগতিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

লক্ষ্মীপুর :

“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ কাজের  উদ্ভোধন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সন্মেলনকক্ষে শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।বক্তব্য রাখেন বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যানগোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমূখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯ টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।