ফেসবুকে ভাইরাল ওড়না পরিহিত রোবট

পশ্চিমা দেশগুলোর অনুসরণ করে ঢাকার রেস্তোরাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে রোবটের ব্যবহার। রোবট এখন কাজ করছে রেস্তোরাঁ কর্মী হিসেবে।
গত সপ্তাহ থেকে রাজধানীর ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় চালু হয়েছে এ ‘রোবট রেস্টুরেন্ট। কিন্তু শুরুতেই বিতর্কের সৃষ্টি হল এ রোবটকে নিয়ে। মূলত রোবট দুটির একটির পরনে ওড়না থাকায় সৃষ্টি হয়েছে এ বিতর্কের। আর ইতোমধ্যেই তা ভাইরাল হয়ে পড়েছে ফেসবুকে।

রোবট দুটির মধ্য একটি রোবট, যেটি মূলত নারীর আদলে তৈরি, সেটির ওড়না পরিহিত ছবিটিই ফেসবুকে ভাইরাল হয়েছে। রোবটের পরনে ওড়না বিষয়টি মানুষের নজরে এসেছে। চলছে আলোচনা- সমালোচনা। অনেকেই সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

বিমান ধর নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘ওড়না পরানোয় পরিষ্কার হলো রোবট যন্ত্র হলেও ক্লীবলিঙ্গ নয়।
ইহা স্ত্রীবাচক। তাই প্রাণীবিদ্যা আর ব্যাকরণ বইগুলো নতুন করে লেখার দাবী জানাচ্ছি। ‘

তানভীর মৃদুল নামের আরেকজন লিখেছেন, ‘রোবোট এর ওড়না লাগে এই দেশে । লাগার ই কথা । আমাদের নেক পুরুষদের কুনজর থেকে রোবট বাদ যাবে এটা ভাবা কঠিন। যদিও মালিক বলেছেন নারী রোবটকে সনাক্ত করতে তিনি ওড়না পরাইসেন। রোবট এর নারী পুরুষ কি, কে জানে ! তবে পুরুষ রোবট এর জন্য তিনি কি পরাবেন। ‘

জাকিয়া শিশির নামে একজন লিখেছেন, ‘রোবটও আজকাল ওড়না পড়ে৷ আর যে দেশে এত বেকার সেদেশে রোবট চালিত রেস্টুরেন্ট৷’

নাট্যাভিনেতা রওনক হাসান ওড়না পরিহিত রোবটের ছবি নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপ করে লিখেছেন- ‘রোবট রেস্টুরেন্ট এ রোবটের গায়ে ওড়না! এই রেস্টুরেন্টের মালিক কে জানতে মন চায়! লজ্জা লজ্জা লজ্জা! এদের খাবার অমৃত হলেও তো যাব না। মানসিক বিকৃত এই প্রাণীগুলোকে বয়কট করা উচিত’।

তবে রোবটের গায়ে ওড়না কেন? এ প্রশ্নের জবাবে রেস্তোরাঁর ব্যবস্থাপক তানভীর তন্ময় জানান, ‘মূলত নারী রোবটটিকে সনাক্ত করা বা আলাদা করার উদ্দেশ্যেই এর গায়ে ওড়না জড়ানো হয়েছে’




ফেল করা শিক্ষার্থীদের কান্ড ! রামগতিতে বিদ্যালয় ভাঙচুর, শিক্ষকের বাড়ি ঘেরাও

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ফরমপূরণ থেকে বাদপড়া (ফেল করা) শিক্ষার্থীরা বিদ্যালয় ভাঙচুর ও প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর ও প্রধান শিক্ষকে বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ জানান, এবার কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরমপূরন করতে দেয়া যাবে না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর ফরমপূরণ করে বোর্ডে তথ্য পাঠানো হয়। এদিকে, ফরমপূরণ থেকে বাদপড়া ৪০/৫০জন শিক্ষার্থী স্কুল ভাঙচুর করে, বাড়ি ঘেরাও করে আমাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ফরমপূরণ থেকে বাদপড়া শিক্ষার্থীরা বিদ্যালয়ে দরজা-জানালা ভাঙচুর করে। তারা প্রধান শিক্ষকের বাড়িতেও যায়। ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। জড়িতদের আটকের চেষ্টা চলছে। এব্যাপারে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
প্রসঙ্গত, বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষার লক্ষ্যে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৭৯জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে।




লক্ষ্মীপুরে জামায়াতের ৫ নেতা গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর শহর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশানসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াত নেতা আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য আবুল কাশেম। অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ জানিয়েছে, সোনাপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় রাস্তায় গাছ কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ব্যাপক নাশকতা চালানোর একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।




লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী প্রাণে রক্ষা পেলো

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অপহরণকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলো কওমি মাদ্রাসার তিনি শিক্ষার্থী। আজ রবিবার সন্ধ্যায় জকশিন বাজারে এ ঘটনা ঘটে।

শিশু শিক্ষার্থীরা হলো, তাজুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম, আলী আহমেদের ছেলে মোঃ ফাহিম, মহিউদ্দিনের ছেলে মোঃ রায়হান।

শিক্ষার্থী ও স্থানিয়রা জানায়, বশিকপুর কওমি মাদ্রাসার তিন শিক্ষার্থী দোকান থেকে টিস্যু পেপার কেনার জন্য মাদ্রাসা থেকে বের হয়। এসময় একটি সিএনজিতে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারীরা তিন শিক্ষার্থীর মুখ ছেপে ধরে সিএনজিতে তুলে নেয়। সিএনজিটি জকশিন বাজারে পৌছলে জ্যামে পড়ে। এসময় ওই তিন শিশু শিক্ষার্থী আশে পাশে মানুষ দেখে চিৎকার দেয়। একপর্যায়ে চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা শিশুদের ফেলে রেখে পালিয়ে যায়।

পোদ্দার বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মাদ্রাসার সুপার ও তিন শিশুর অভিবাকদের খবর দেওয়া হয়েছে।




ধর্ষনের ঘটনায় মামলা, গ্রেফতার-এক

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ এলাকায় এক নারীকে অপহরণ করে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ ও চুল কেটে  দেয়ার ঘটনায় আবুল কালাম ও তার দুই সহযোগীসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায়  বাবলুকে গ্রেফতার করা হয়েছে। রাববার ভোররাতে সদর উপজেরার ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে  গ্রেফতার করা হয়। তিন আসামীর মধ্যে এক জনের নাম অঙ্গাত হলেও গ্রেফতারকৃত বাবুল ওই এলাকার সিরাজের ছেলে। এছাড়া মামলার আসামী  আবুল কালাম একই  উপজেলার তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে। বলে জানিয়েছেন পুলিশ। এর আগে নির্যাতিত ওই নারীর মা বাদী হয়ে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতিন দমন আইনে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান,ঘটনার দুই দিন চল্লে এখনো পর্যন্ত মামলার প্রধান আসামী আবুল কালাম ও অন্য অজ্ঞাত আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার শিকার ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা চলছে ।
পুলিশ,নির্যাতিত নারীও তার স্বজনরা জানায়, কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে আবুল কালামের সাথে ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজি যোগে লক্ষ্মীপুর আসার পথে আবুল কালামসহ আরো কয়েকজন অটোচলিত  সিএনজি থেকে ওই নারীকে জোরপূর্বক অপহরণ করে চোখ বেঁধে একটি ঘরে নিয়ে যায়। পরে কালাম ও তার বন্ধুরা বাবলুসহ দলবেধে রাতভর পালাক্রমে ধর্ষনকরে।  এসময় কালামের দুই বন্ধু ধর্ষণশেষে মারধর করে চুল কেটে নির্যাতন করে ওই নারীর। শনিবার রাতে আহত অবস্থায় উদ্ধার করে ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ^াস জানান, গনধর্ষনের ঘটনায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবলুকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী আবুল কালামসহ অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

 http://pollinews.com/%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/



বছরে ২০টি পরমাণু বোমা তৈরিতে সক্ষম উ. কোরিয়া!

উত্তর কোরিয়া বিশ্বকে আতঙ্কিত করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক সফল বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই নতুন করে মিসাইল ছোঁড়ার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিশ্ববাসী।

তাছাড়া উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রেখেছে৷ প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারে দেশটি৷ আগামী তিন বছরের মধ্যে অন্তত ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখে উ. কোরিয়া৷ এমনই চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট দিয়েছে সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি৷ এই মার্কিন প্রতিষ্ঠানের রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসেছেন পেন্টাগনের সেনা কর্তারা৷

কলকতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, গবেষণা রিপোর্টে বলা হয়েছে- ১৯৯৯ সালের হিসেব অনুসারে মার্কিন প্রতিরক্ষা গবেষকরা ধারণা করতেন পিয়ংইয়ংয়ের হাতে মাত্র দু’টি পরমাণু বোমা রয়েছে। সেটা বেড়ে ২০২০ সালের মধ্যে ১০টি হতে পারে৷ সেই হিসেব উল্টে যাচ্ছে৷ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে গবেষকরা দেখছেন, পরমাণু কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে উত্তর কোরিয়া৷ দেশটির প্রাকৃতিক সম্পদ পরমাণু বোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ যেহেতু পিয়ংইয়ং আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি মেনে চলে না। তাই তারা পারমাণবিক শক্তি বাড়িয়েই যাচ্ছে৷

উল্লেখ্য, গত কয়েক দফায় ধারাবাহিকভাবে ছোট-বড় মিলিয়ে একাধিক মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যার জেরে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। কিন্তু কার্যত তা উড়িয়ে দিয়েই বারবার মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে উত্তর কোরিয়ার কিছু অস্বাভাবিক চিত্র। যা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে ফের পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে উত্তর কোরিয়া।




কুমারিত্ব নিলামে তুললেন মডেল, মূল্য ২৪ কোটি টাকা!

নিজের কুমারিত্বকে নিলামে তুলেছেন ১৯ বছর বয়সী এক মার্কিন মডেল। যিনি মডেল ফ্যাশন জগতে ‘গিসেলে’ নামে পরিচিত।
এই কুমারিত্ব-নিলাম সংঘটিত হয়েছে জার্মানির কুখ্যাত ওয়েবসাইট সিন্ডেরেলা এসকর্টস-এর মাধ্যমে।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, আবু ধাবির এক এজেন্ট তিন মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ২৪ কোটি) গিসলের কুমারিত্ব কিনে নেন।

প্রতিক্রিয়ায় গিসেলে জানান, এত দিনে তার স্বপ্ন সফল হল। তিনি এই বিপুল অর্থ দিয়ে নতুন একটা বাড়ি কিনবেন, ডানা মেলে বিশ্ব ভ্রমণে বের হবেন।

গিসেলের এই ‘কুমারিত্ব বিক্রয়’ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গিসেলের মতে, কুমারিত্ব এক প্রকার ‘বন্ধন’। তিনি যদি ‘বন্ধনমুক্ত’ হন, তা হলে পাবলিকের কী! সেই সঙ্গে গিসেলে আরও জানিয়েছেন, তিনি এমন কোনো ব্যক্তির সঙ্গে তার ‘প্রথম অভিজ্ঞতা’ শেয়ার করতে চান, যিনি তার প্রেমিক নন।

সিন্ডেরেলা এসকর্টস-এর খোঁজ পাওয়ার আগেই গিসেলে তার কুমারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই জানা গেছে। এই এজেন্সি তার স্বপ্নকে সফল করেছে বলেই তার ধারণা।

প্রসঙ্গত, সিন্ডেরেলা এসকর্টস-এর কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় জার্মানির ডর্টমুন্ড থেকে। ২৭ বছর বয়সী জ্যান জ্যাকোবিয়েলস্কি এর মালিক। ২০১৬ সালে আলেকজান্দ্রে খেফরেন নামের রুশ মডেলের কুমারিত্ব বিক্রির সুবাদে এই সাইট রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে।




‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের মানসী

ফের বিশ্ব সুন্দরীর মুকুট উঠল ভারতীয় সুন্দরীর মাথায়। ২০১৭ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জিতলেন ভারতের মানসী চিল্লার।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চীনের সানাইয়া সিটি এরেনায় মানসীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম সংস্করণে চিল্লার ছয় নম্বর ভারতীয় হিসেবে মুকুট জিতলেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মেক্সিকোর আন্ড্রিয়া মেজা। তৃতীয় হন ইংল্যান্ডের স্টেফানি হিল।

মানসী ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট থমাস স্কুলের ছাত্রী মানসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক। মানসী নিজেও মেডিকেলের ছাত্রী। কিন্তু সুন্দরীদের প্রতিযোগিতায় তার বরাবরের নাম ডাক।

২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন এই সুন্দরী। আর এবারে পেলেন বিশ্বের সেরা সম্মান। এই নিয়ে পঞ্চমবার কোনও ভারতীয় সুন্দরীর হাতে এই খেতাব এসে পৌঁছে গেল।

এবারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল চীনের এরেনায় শহরে। চূড়ান্ত তালিকায় এসে পৌঁছে ছিলেন প্রায় ১২১টি দেশের সুন্দরীরা। সেখান থেকে এক এক করে সেরা ৪০ হয়ে এই ঘোষণার ঘণ্টাখানেক আগে সেরা পাঁচের তালিকায় উঠে আসেন মানসী। তারপর থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে তিনি। এরপরেই আসে সুখবর।

এর আগে ভারত হয়ে  ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছিলেন ঐশ্বরিয়া রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন ও ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া।




লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা

লক্ষ্মীপুর:
আগামী ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা।
জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাহাজ্ব আজাহার উদ্দিন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ ভূঁইয়া, সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা এ সময়, জেলা যুবলীগের সম্মেলন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। সম্মেলন উপলক্ষ্য জেলা, উপজেলা, পৌর শহরের রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন, দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় থেকে আমন্ত্রিত অতিথিদের বরণ করতে নেতা কর্মীরা প্রস্তুতি গ্রহন করছেন। সম্মেলন উপলক্ষে জেলা শহরের সাজ সাজ রব ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




আওয়ামীলীগ সরকার বিএনপির উপর স্টিম রোলার চালাচ্ছে ——-লক্ষ্মীপুরে এ্যানি

 লক্ষ্মীপুর: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপি’র উপর স্টিম রোলার চালাচ্ছে। তারা শুধু জানে বিএনপির উপর অত্যাচার-নির্যাতন করতে। এ সরকার ক্ষমতা থাকাকালীন লক্ষ্মীপুরে প্রায় ৫০জন নেতাকর্মী খুন ও গুম হয়েছে। তারা প্রশাসন দিয়ে ভোট ডাকাতি ও জালিয়াতি করে ক্ষমতায় আসে। প্রশাসনের কারণে ক্ষমতা থেকে আমাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।
শনিবার ( ১৮ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পৌর বিএনপি’র নবগঠিত ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ড কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা-মামলা দিয়ে হয়রানি করছে। তাদের কিছু হলে দূর্ববার আন্দোলন গড়ে তোলা হবে। যাতে করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। এ বাংলার মাটিতে শেখা হাসিনার বিচার হবে। দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়ানোর জন্য আহবান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লক্ষ্মীপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারে আমলে কোন উন্নয়ন হয়নি বরং লুটপাট হয়েছে। আগামী নির্বাচনে আ.লীগ যাতে ভোট জালিয়াতি করতে না পারে সেজন্য সকলকে প্রস্তুত থাকাতে হবে। আজ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। সুষ্ঠু, নিরপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দিন, ব্যালটে প্রমান করবে জনগণ কাকে চায়।
লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি আলহাজ্ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ্যানি চৌধুরীর লক্ষ্মীপুরস্থ বাসভবন বশির ভিলা প্রাঙ্গনে পৌর বিএনপি আয়োজিত কর্মী সভা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ১ম যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ওলামা দলের নেতা সেলিম রেজা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন প্রমুখ। অপরদিকে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুন রশিদ ও সঝ্চালনা করেন, সহ-সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম। বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ প্রত্যেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।