সংবিধান-মুক্তিযুদ্ধবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার রাষ্ট্রপতির আহ্বান
সংবিধান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী যেকোনো তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১৭ ডিসেম্বর) সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী (১৭ ও ১৮ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া যোগ দিয়েছেন। স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি নূরজ্জামান। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু…