সঙ্গীত সাধনায় মাজহারুল আনোয়ারের দৃষ্টান্ত বিরল:ড. হাছান মাহমুদ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মাজহারুল আনোয়ারের মাফফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘জীবনভর সঙ্গীত ও কণ্ঠ সাধনার যে অনন্য দৃষ্টান্ত মাজহারুল আনোয়ার স্থাপন করেছেন, তা বিশ্বের সঙ্গীতজগতে বিরল। তার অসংখ্য পুরস্কার ও সম্মাননার চেয়েও মানুষের ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার শিল্পীসত্তার মৃত্যু নেই।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘জয় বাংলা, বাংলার জয়’, একতারা তুই দেশের কথা বল রে এবার বল’এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা গীতিকবি সংঘের আজীবন সদস্য মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।’

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক বাচসাস পুরস্কারসহ গাজী মাজহারুল আনোয়ারের অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০টি। দীর্ঘ ৬০ বছরের সংস্কৃতিসেবায় তিনি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।

রোববার সকালে রাজধানীর বারিধারায় গাজী মাজহারুল আনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




ছক্কা মেরে কোহলির অর্ধশতক, চাপে পাকিস্তান

দারুণ শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে বিরাট কোহলির ফিফটিতে সে চাপটা উল্টো ফেরত গেছে বাবর আজমদের ওপরই! পাকিস্তানের বিপক্ষে শেষ ৩ টি-টোয়েন্টির দুই ম্যাচেই ৫০ রান করেছেন কোহলি।

গেল সপ্তাহে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই ধারায় ছেদ পড়েছিল। তবে আজকের ম্যাচে আবারও সেই ধারায় ফিরলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

Details coming soon…




ইউরোপিয়ানদের জীবন বিধ্বস্ত করতে চায় রাশিয়া: জেলেনস্কি

রাশিয়া প্রতিটি ইউরোপীয় নাগরিকের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তার নিয়মিত ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাশিয়া এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে যাতে করে ইউরোপীয়দের দারিদ্র্য এবং রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে নিপতিত করা যায়। তারা ক্ষেপণাস্ত্র দিয়েও এমন মারাত্মক আক্রমণ করতে পারেনি।

রাশিয়া জানায়, তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ইউরোপে রুশ গ্যাস সরবরাহের প্রধান (গ্যাস) পাইপলাইন পুনরায় চালু হবে না। এমন মন্তব্যের কয়েক ঘন্টা পরে জেলেনস্কি এমন বক্তব্য দেন। রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যে রাশিয়া সমগ্র ইউরোপকে তাদের গ্যাস অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করতে চায় বলে অভিযোগ উঠেছে। ইউরোপীয় কর্তৃপক্ষই এসব অভিযোগ করছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে জ্বালানির দাম বেড়েছে। এখন জ্বালানি সরবরাহ কম থাকায় এ পণ্যটির মূল্য আরও বাড়তে পারে। এখন শীতে নিজেদের গরম রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের পরিবারগুলো তাদের জ্বালানি খরচ মেটাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

রুশ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে যে সকল ইউরোপীয় দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের মধ্যে একটি হলো জার্মানি। তারা রোববার ৬৫ বিলিয়ন ইউরোর সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে এমন পরিস্থিতি মোকাবেলায়। চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, জ্বালানির জন্য রাশিয়া আর কোনো নির্ভরযোগ্য দেশ নয়। জ্বালানি খাতের অংশীদার হিসেবে তাদের বিশ্বাস করা যায় না।




Trade deficit of Tk 19,000 crore in the first month

দেশে যে পরিমাণ রপ্তানি আয় আসছে তার চেয়ে বেশি খরচ করতে হচ্ছে আমদানিতে। ফলে চলতি অর্থবছরের শুরুতেই বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।

একইসঙ্গে চলতি হিসাব ও সামগ্রিক লেনেদেনেও ঘাটতিতে পড়েছে দেশ।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের (ব্যালেন্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। জুলাইয়ে ৫৮৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে।

২০২১-২২ অর্থবছরে (জুলাই-জুন) দেশে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৩২৫ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় তিন লাখ ১৪ হাজার কোটি টাকার বেশি; যা ছিল ইতিহাসের সর্বোচ্চ। একই সময় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিও সাড়ে ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তার আগে ২০২০-২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৩৭৭ কোটি ডলার।

চলতি হিসাবে ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স)

চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের জুলাইয়ে এই ঘাটতির (ঋণাত্মক) পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময়ে উদ্বৃত্ত ছিল ২৯ কোটি ৩০ লাখ ডলার।

চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু দেশে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন ঋণাত্মক হয়েছে। সামগ্রিক লেনেদেনে (ওভারঅল ব্যালান্স) ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ কোটি ডলার। এই সূচক আগের বছরের একই সময়ে ৩২ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছর পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১২ শতাংশ। অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল এই সূচক।

এফডিআই বেড়েছে ৩০ শতাংশ

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ছে। ২০২১-২২ অর্থবছরের জুলাইয়ে ৩০ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩৯ কোটি ডলারে উঠেছে।বাংলাদেশের বিভিন্ন খাতে সরাসরি মোট যে বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাকে নিট এফডিআই বলা হয়। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগও আগের বছরের চেয়ে ৪৫ দশমিক ৬০ শতাংশ বেড়ে ১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ১২ কোটি ৫০ লাখ ডলার।




কোহলি-পান্তের ব্যাটে বড় সংগ্রহের দিকে ভারত

পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে ষষ্ঠ ওভারে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক রোহিত শর্মা।

পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। রোহিতের বিদায়ের পর আরেক ওপেনার লোকেশ রাহুনও ফিরে যান। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ভারতকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন বিরাট কোহলি ও ঋশভ পান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে ভারত।

Details coming soon…




মুশফিকের অবসরের আবেদন গ্রহণ করেনি বিসিবি

সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম জানা গিয়েছিল । মুশফিকুর রহিম জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলবেন না তিনি। ওই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানান মুশফিক। তবে এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, ‘আমরা একটা ই-মেইল পেয়েছি, আমাকে একটা দিয়েছে, বোর্ড সভাপতি, সিইও আর প্রধান নির্বাচককে দিয়েছে। মুশফিক জানিয়েছে, সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়। তবে টেস্ট ও ওয়ানডের জন্য সে অ্যাভেইলেবল আছে।

কারণ হিসেবে জানিয়েছে এই দুইটা ফরম্যাটে সে ফোকাস করতে চায়। এটা আমাদের জানিয়েছে, আমি মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেইনি, তাকে একসেপ্ট করেছি কী করিনি। ’

কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে জালাল বলেছেন, ‘এটা আমাদের মধ্যে আলাপ করতে হবে। যেহেতু সিদ্ধান্ত হয়নি, এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে বিশ্বকাপে নিশ্চিতভাবে আমরা তাকে মিস করব।

বিশ্বকাপের জন্য কিছু প্লেয়ার আমরা ঠিক করেছি, সে তার মধ্যে একজন। টিম ম্যানেজমেন্ট থেকে ২০ জনের মতো প্লেয়ারের একটা সেট করা হয়েছে সে ওই ২০ প্লেয়ারের একজন। ’

মুশফিকের অবসরের ধরনও বিসিবির খুব একটা পছন্দ হয়নি। জালাল বলেছেন, ‘এ ধরনের অবসর না হলেই ভালো। আপনি যদি অন্য দেশগুলোতে দেখেন, একটা ক্রিকেটার যখন সিদ্ধান্ত নেয়, আস্তে আস্তে যখন তার ক্যারিয়ার শেষের দিকে চলে আসে, তারা জানেই যে কোন ফরম্যাট কতদিন খেলবে না খেলবে। ’
‘তারা কিন্তু ৬ মাস ১ বছর আগে বলে দেয়, যে অমুক সিরিজে লাস্ট ম্যাচ হবে আমার।

আমি রিটায়ার করব। আমাদের ক্ষেত্রেও যদি কোনো প্লেয়ার বলে দেয় যে অমুক সিরিজে আমি রিটায়ার করব, আমাদের ক্ষেত্রে ভালো হয় যে তাদেরকে সম্মান ও তাদের রিটায়ারমেন্টটা একসেপ্ট করতে পারি। সম্মানের সঙ্গে যেন তাদের বিদায় জানাতে পারি। ’




এমি অ্যাওয়ার্ড পেলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেরা কথক বিভাগে এমি অ্যাওয়ার্ড জিতেছেন।

নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’ এর জন্য এই পুরস্কার জিতে নেন বলে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। দেশটির টেলিভিশন অ্যাকাডেমি এক টুইটার পোস্টে জানায়, ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট অসাধারণ বর্ণনার জন্য এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।

বারাক ওবামা ও মিশেল ওবামার প্রযোজনা সংস্থা ‘হায়ার গ্রাউন্ড’ এর নির্মিত পাঁচ ডকুমেন্টরিতে সারা বিশ্বের জাতীয় উদ্যানগুলোকে তুলে ধরা হয়েছে।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর স্ত্রীকে মিশেলকে নিয়ে ‘হায়ার গ্রাউন্ড’ গড়ে তোলেন ওবামা। এমি পুরস্কার জিতা মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বারাক ওবামা হলেন দ্বিতীয়। এর আগে ডোয়াইট ডি.আইজেনহাওয়ার ১৯৫৬ সালে এ পুরস্কার জিতেছেন।




ভারতের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

ভারতের মাধ্যমে তৃতীয় কোনো দেশের তেল কেনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, ভারত থেকে তেল কিনতে পারে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীশ ধনকড়ের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করবেন। দুই দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা শেষে সাতটি চুক্তি ও সমঝোতা সই হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার তেল কেনার বিষয়ে বলেন, অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। ভারতের তেল আমরা নিতে পারি। বাংলাদেশের মধ্য দিয়ে নর্থইস্ট স্টেটের পথে একটা কানেক্টিভিটি পাইপ লাইনও করা হয়েছে। এটার বিষয়ে অনেক কিছু হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে এনার্জি, বিদ্যুৎ জ্বালানি, খাদ্য সহযোগিতার বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগে হয়েছে। ভারতে উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে। এ বছরের কোনো একটা সময় উদ্বোধন হবে।




রাহুল-রোহিতের উড়ন্ত সূচনা

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে গ্রুপ পর্বের ম্যাচে ইনিংসের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ের দেখা যায় নি।

আজ সুপার ফোরের লড়াইয়ে আগে ব্যাটিং নেমে রীতিমত ঝড় তুলেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও ওপেনার লোকেশ রাহুলের ঝড়ে পাওয়ার প্লেতেই কোন উইকেট না হারিয়ে দলীয় অর্ধশতক পূরণ করেছে টিম ইন্ডিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৫৪ রান সংগ্রহ করেছে ভারত।

বিস্তারিত আসছে……




বনানীতে বিপুল মাদকসহ জিএমজি গ্রুপের পরিচালক আটক

রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় বিপুল মাদক জব্দ করা হয়।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে বানানীর এম ব্লকের ১১ নম্বর রোডের ৭৭ নম্বরের বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

তল্লাশিকালে জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালককে আটক করা হয়েছে। তার নাম সেলিম সাত্তার।

বিষয়টি নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, আগাম তথ্যের ভিত্তিতে বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্লাটে অভিযান চালিয়ে বিপুল বিদেশি লিকার, এমডিএমএ ও সিন্থেটিক গাঁজা উদ্ধার করা হয়েছে।

মেহেদী হাসান আরও জানান, এ ঘটনায় সেলিম নামে একজনকে আটক করা হয়েছে। যিনি নিজেকে কানাডিয়ান নাগরিক বলে দাবি করেছেন।

তিনি বাংলাদেশেরও নাগরিক। জিএমজি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক তিনি। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেহেদী হাসান।