পুলিশের বাধা উপেক্ষা করে রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয়তাবাদী দল বিএনপির রামগঞ্জ উপজেলার উদ্যোগে জ্বালানী তেল, পরিবহনে অধিক পরিমাণে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও দেশ ব্যাপী বিএনপির শান্তিপূর্ন মিছিলে পুলিশের গুলিতে নিহত ভোলার নুর আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ভাদুর ইউনিয়নের সাবেক বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদের বাস ভবনের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ভিপি বাহারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য নিজাম উদ্দিন ভূইয়া।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি মনির আহমেদ তফাদার, পৌর সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিয়াজী,উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুসহ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




অস্ট্রেলিয়ার কাছে ১১৩ রানে হার নিউজিল্যান্ডের!

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে আজ ১১৩ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে কিউইদের ১৯৬ রানের টার্গেট দেয় অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে ৮২ রানেই গুটিয়ে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

বিস্তারিত আসছে..




সুপার টুয়েলভের আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি রয়েছে। বরাবরের মতো এ বিশ্বকাপের মূল পর্বের আগেও প্রস্তুতি ম্যাচ খেলবে সবগুলো দেশ।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ম-আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে। বিশ্বকাপের প্রস্তুতিতে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ফলে এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। এবার বাংলাদেশ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অ্যালান বোর্ডার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ প্রোটিয়ারা। ১৯ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কেবল একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে ১৭ অক্টোবরে তাদের এ লড়াই সরাসরি সম্প্রচার করবে আইসিসির গ্লোবাল ব্রডকাস্টার পার্টনার স্টার স্পোর্টস। ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচগুলো।




নরসিংদীতে মাদক ও ট্রাকসহ দুই মাদক কারবারি আটক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ:

নরসিংদীর ভেলানগর এলাকা থেকে র্যাব-১১ সিপিএসসি এর অভিযানে ১০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ও ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার ( ৭সেপ্টেম্বর) দিবাগত রাত ০০.২৫ মিনিটে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১১ এ তথ্য জানায়। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ- চাঁদপুর সদরের শহীদ মফিজ উদ্দিন সড়কের ৯ নং ওয়ার্ডের বেপারী বাড়ি বিষ্ণুন্দী এলাকার মোঃ জয়নাল বেপারীর ছেলে মোঃ ফারুক হোসেন বেপারী (৩০) ও চাঁদপুরের কচুয়া থানার আটমোর হাজী বাড়ি এলাকার মোঃ হারুন অর রশীদের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৮)।

্যাব-১১ এ তথ্য জানায়, ৭ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে র্যাব-১১, নরসিংদীর একটি চৌকস আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভেলানগর সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা বাস স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসয়াী মোঃ ফারুক হোসেন ও ইকবাল হোসেন ব্যাপারীকে ১০৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। র্যাব জানায়, আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও ফারুক হোসেন বেপারীর কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকের মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা, মাদক বিক্রয়ের জন্য নগদ ১৮ হাজার ৪০০টাকা, ৪টি মোবাইল এবং ৪টি সিমকার্ড জব্দ করা হয়।

্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত আসামীরা পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তাদের ব্যপক জনশ্রুতি আছে। তারা প্রতিনিয়ত কুমিল্লা থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করে।

নওগাঁ জেলায় ডেলিভারি দিতে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদরের ভেলা নগর বাস স্ট্যান্ডের মহাসড়কে তাদের হাতেনাতে আটক করে র‌্যাব-১১। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।




জাতীয় ধারাভাষ্যের মঞ্চে রাজীবপুরের পলাশ

সাব্বির মামুন,কুড়িগ্রাম প্রতিনিধি:
ভাবুন আপনি খেলা দেখছেন কিন্তু কোনো ধারাভাষ্য নেই তাহলে কেমন হবে? নিশ্চয়ই আপনার বুঝতে বাকী নেই। অর্থাৎ ধারাভাষ্য একটি শিল্প যা কোনো খেলাকে আরও উপভোগ্য ও প্রানবন্ত করে তোলে। আর এই মহান দায়িত্ব পালন করে ধারাভাষ্যগণ।

সম্প্রতি জাতীয় মিডিয়ার হয়ে এই প্রথম দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরের সবুজবাগ গ্রামের শাহ্ মোয়াজ্জেম হোসাইন পলাশ। বাংলাদেশ বেতারে অনুষ্ঠিত হয়ে যাওয়া এক প্রতিদ্বন্দ্বীপূর্ণ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন।

এসম্পর্কে পলাশের মতামত জানতে চাইলে তিনি বলেন,অষ্টম শ্রেণী থেকেই রাজীবপুরসহ বিভিন্ন উপজেলায় ধারাভাষ্য ও অনুষ্ঠান উপস্থাপনা করতাম।সে-সময় বাংলাদেশ বেতার বা বিটিভিতে চৌধুরী জাফরুল্লাহ শরাফত, খোদাবক্স মৃধাসহ গুনী ধারাভাষ্যকারদের ধারাভাষ্য শুনতাম।

কিন্তু ভাবিনি আমিও কখনও বাংলাদেশে বাংলা ধারাভাষ্যের অন্যতম এই শীর্ষ স্থানটিতে ধারাভাষ্য দেব। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রীয় মিডিয়ার আহবানে জাতীয় মাইক্রোফোনে ধারাভাষ্য  দেব এটা ভাবতেই এক অন্যরকম অনুভূতি কাজ করছে। যারা দোয়া ও সাহস যুগিয়েছেi তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত এই জাতীয় ধারাভাষ্যকার। শাহ্ মোয়াজ্জেম হোসাইন পলাশ রফিকুল ইসলাম ও আঞ্জুমান আরা বেগমের বড় সন্তান। এছাড়াও আসমাউল হুসনা (শাপলা) নামের তার একটি বোনও রয়েছে।তিনি সবার কাছে দোয়ার দরখাস্ত করেছেন।

তবে তার এমন অর্জনে আনন্দের জোয়ার বইছে উপজেলার খেলোয়াড় থেকে শুরু করে তরুন-তরুনীদের মনে।তারা বলছেন,আমরা সত্যিই আজ অনেক আনন্দিত আমাদের এলাকা থেকে এই প্রথম কেউ জাতীয় ধারাভাষ্যে। পলাশের বাবা-মা বলছেন,ছোট বেলা থেকেই ওর এটার প্রতি অনেক নেশা ছিলো। কোনো বাঁধা দিয়েই আটকানো যেতো না,কোনো অনুষ্ঠান বা খেলা হলেই ছুটে যেতো, আবার মাঝে মাঝে লোকজন বাসায় এসে ডেকে নিয়ে যেতো। ও আজ এমন জায়গায় যাবে আমরা কখনও ভাবিওনি। আমরা আজ অনেক আনন্দিত। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।




মৃত ভেবে ফেলে গেল,বাড়ি থেকে তুলে নিয়ে হামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম কলাতলা গ্রামে জমি সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে বশির হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

পরে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারিরা। মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে মৃত ভেবে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় হামলাকারীরা। আহত বশির হাওলাদারের স্ত্রী রাশেদা বেগম বলেন, রাতে আমার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাই না।

বুধবার সকাল ৮ টার দিকে এ হাসপাতাল থেকে এক নারী আমাকে মোবাইলে কল দিয়ে বলেন, আপনার স্বামী পাঁচ তলায় ভর্তি, তার অবস্থা ভাল না, আপনারা দ্রুত আসেন। তখন আমি আমার স্বামীর সাথে কথা বললে সে বলে, তাকে মেরে হাসপাতালে ভর্তি করে রেখে গেছে। আহত বশির হাওলাদার বলেন, রাতে আমি ঘর থেকে বের হলে আমাকে রেজাউল মাতব্বরের ছেলে শাহিন মাতুব্বর ও সাদ্দাম সহ ৭ জন আমার মুখ চেপে পাশের মাঠে নিয়ে যায়।

এরপর শাহিন আমাকে রড, ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপায়। আমি তখন তাদের কাছে জীবন ভিক্ষা চাইলেও তারা শুনে নাই। এ সময় ওরা ফোন করে আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে শাহাবুদ্দিনকে ডেকে আনে। শাহিন এসময় বলে ও মরে গেছে এখন কি করবি। চল পালাই। তখন শাহাবুদ্দিন বলে না ওরে হাসপাতালে দিয়ে আসি। এরপর আমার আর জ্ঞান ছিল না।

বুধবার সকালে জ্ঞান ফিরলে আমি পাশের বেডের একজনকে আমার স্ত্রীর নাম্বার দিয়ে আমার অবস্থা জানাতে বলি। আহত বশির হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার বলেন, আমার ভগ্নীপতি আনু মাতব্বরের সাথে প্রতিবেশী ছবেদ আলী ও রেজাউল মাতব্বরের জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে।

রেজাউল মাতব্বর ও ছবেল আলী তাদের ওয়ারিশের কিছু মাঠের জমি বিক্রি করে যা আমার ভগ্নীপতির জমির লাগোয়া। রেজাউল ও ছবেল আলীকে তাদের বিক্রিত জমি বুঝিয়ে দেওয়া সময় আমার ভগ্নীপতি জমির সীমানা মেপে নির্ধারণ করে দিতে বলে। কারণ তারা তাদের অতিরিক্ত জমি যা ভগ্নীপতির তা তারা জোর করে দখল করতে চাচ্ছিল।

গত রবিবার এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু পক্ষের সংঘর্ষ হয়। সে ঘটনায় দু পক্ষেরই বেশ কয়েকজন আহত হন।

এর জের ধরে মঙ্গলবার দিনগত রাতে রেজাউল মাতব্বরের ছেলে শাহিন, সাদ্দাম, শাহাবুদ্দিন ও ছবেদ আলী মিলে আমার বাবাকে রাতের আধারে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। রাশেদ আরও জানান, অনেক আগে থেকেই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য সব সময় সাধারণ গ্রামবাসীকে হুমকি ধামকিতে রাখে। শক্তির বড়াই করে গ্রামের অনেক মানুষকে তারা নির্যাতন করেন। আমার বাবার অবস্থা ভালো না। আল্লাহ জানে কি হয়।

এ ব্যাপারে ফরিদপুরের বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ইর্ন্টার্নি চিকিৎসক কামাল হোসেন জানান, আমরা তাকে মুমূর্ষু অবস্থায় পাই। তার হাতে ও পায়ের হাড় ভাঙ্গা। তার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, আহত বশিরের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো আইফোন ১৪। বুধবার অ্যাপল তাদের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৪ সিরিজের চারটি ফোন উন্মুক্ত করে। এগুলো হলো-আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফো ১৪ প্রো ম্যাক্স। এসব ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার্স ও স্পেসিফিকেশন।

নতুন আইফোনগুলোর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর স্যাটেলাইট কানেক্টিভিটি। নেওয়ার্ক না থাকলেও নতুন আইফোন দিয়ে কল করা যাবে। 

নতুন চারটি আইফোনেই থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি। বিপদের সময় ফোনে নেটওয়ার্ক না থাকলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে আপৎকালীন মেসেজ পাঠাতে পারবে ফোনগুলো।

এছাড়াও কোন কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তা নিজে থেকেই বুঝে নিয়ে প্রয়োজনীয় মেসেজ নিজে থেকেই পাঠাতে পারবে আইফোন ১৪ সিরিজের ৪টি ফোন। এই ফোনগুলোতে রয়েছে আরও অনেক দুর্দান্ত ফিচার। আইফোন ১৪ সিরিজের ফোনে থাকছে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে কল, বার্তা ও ছবি আদান-প্রদানের সুবিধা।

সরাসরি কৃত্রিম উপগ্রহে কানেক্ট করবে আইফোন ১৪। টেক্সট-ছবি পাঠিয়ে ভয়েস কলও করা যাবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। যেখানে কোন কোম্পানির ফোনের নেটওয়ার্ক নেই, সেখানেও চালানো যাবে নতুন আইফোন।

নতুন আইফোনে প্রাথমিক ভাবে স্যাটেলাইট পরিষেবাটি কেবল মাত্র টেক্সট করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে ছবি এবং ভয়েস কলিংয়ের সাপোর্টও মিলবে।


আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলে ডিসপ্লের উপরে আগের মতো নচ ব্যবহার হলেও আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ডিসপ্লের ওপরে পিল কাট-আউট দেখা গিয়েছে। আইফোন ১৪ মডেলে রয়েছে ৬.১ ওলিড ডিসপ্লে। অন্যদিকে আইফোন ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে অ্যাপল।

এই দুইটি ফোনের ওলিড ডিসপ্লেতে থাকছে সর্বোচ্চ ১২০০ নিটস ব্রাইটনেস। ফোনের ভেতরে থাকছে এ১৫ বায়োনিক চিপ।  অ্যাপলের দাবি আগের থেকে নতুন আইফোনে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

এই দুইটি ফোনেই ডুয়াল ক্যামেরা সিস্টেম দেখা যাবে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর শিফট ওআইএস। সেলফি তোলার জন্যে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন থেকে বাদ যাচ্ছে সিম ট্রে। বদলে ই-সিমের মাধ্যমে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে এই ফোন।




আজমির-শরিফ পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভারতের রাজস্থানের আজমির শরিফ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন আজমিরে যান সরকারপ্রধান।

একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে আজমিরে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন। এর আগে ফ্লাইটটি সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। বাংলাদেশের সরকারপ্রধানের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ভারত সরকার। আজমির শরিফ এলাকায় মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। দরগাহ শরিফ জিয়ারত শেষে ফের সার্কিট হাউজে ফিরবেন শেখ হাসিনা। পরে জয়পুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।




একই ব্যক্তিকে একাধিক নোটিশ দিতে পারবে দুদক

দুর্নীতির একই বিষয়ে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দিতে পারবে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

অনুসন্ধান বা তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দেওয়া হলে তাতে দুদক আইন ও বিধির কোনো ব্যত্যয় হয় না। আপিল বিভাগ এমন রায় ঘোষণা করেছেন।

‘দুদক বনাম আশরাফুল হক’ মামলার পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে দুর্নীতির যথাযথ ও কার্যকর অনুসন্ধান বা তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দেওয়ার এই বিধান অসৎ উদ্দেশ্যে নয়, বরং কমিশনের স্বচ্ছতাই প্রতিষ্ঠিত হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

রায়ে আদালত বলেছেন, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নোটিশ প্রদান সংক্রান্ত ২০০৪ সালের দুদক আইনের ১৯ ও ২০ ধারা এবং ২০০৭ সালের দুদক বিধিমালার ৬, ৮ ও ১১ বিধিতে এ বিষয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আইনের এসব ধারা ও বিধিমালার বিধি পর্যালোচনায় এটা কাঁচের মত পরিস্কার যে দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের স্বার্থে একই বিষয়ে ভিন্ন ভিন্ন ইস্যুতে একাধিক নোটিশ দেওয়ার এই আইনি প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। এই একাধিক নোটিশ দেওয়ার ফলে যার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান বা তদন্ত চলমান তিনি তার পক্ষে তথ্য উপাত্ত দিয়ে সঠিকভাবে অভিযোগ খন্ডানোর সুযোগ পাচ্ছেন।




২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬টি

প্রতি বছর আমরা ২৯ কিংবা ৩০টি রোজা রাখি। তবে ২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা। কিন্তু কেন- তা জানালেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি।

তিনি বলেন, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। খবর দ্য ন্যাশনাল নিউজের।

কিন্তু চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলিমরা।

এ বিষয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ মনে করছেন, দুবার রমজান মাসের সাথে সে বছর রোজা হবে ৩৬টি। তবে এই ৩৬টি রোজা একবারে হবে না।

চন্দ্রবর্ষ হিসেব মতে, ২০৩০ সালের প্রথম রমজান মাস পাওয়া যাবে ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। এ হিসাবে ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি।

এর ঠিক ১০ মাস পর আরো একটি রমজান মাস পাওয়া যাবে। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া এই রমজান মাসে রোজা হবে ৬টি। ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে মুসলমানরা ২০৩০ সালে দুটি রমজান মাস পাবে। সেই সঙ্গে রোজা রাখতে হবে ৩৬টি।