কমলনগরে জেএসসিতে গ্লোবাল স্কুল এন্ড কলেজ সেরা

image_pdfimage_print

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে গ্লোবাল স্কুল এন্ড কলেজ জেএসসি পরীক্ষায় উপজেলার সেরা ফলাফল অর্জন করেছেন। এমন ফলাফলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষানুরাগীরা অভিভূত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানাযায়, চলতি জেএসসি পরীক্ষায় গ্লোবাল স্কুল থেকে ৪জন গ্লোডেন এ-প্লাস, ১২জন এ-প্লাস পায়। অত্র প্রতিষ্ঠান থেকে ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫৫ জন পাস করে। ফলাফলের দিক দিয়ে কমলনগর উপজেলার অন্যসব বিদ্যালয় থেকে এগিয়ে এই বিদ্যালয়।
গ্লোবাল স্কুল এন্ড কলেজের সভাপতি মাস্টার হুমায়ুন কবির ও অধ্যক্ষ মোস্তাক আহমেদ জানান, এ ফলাফলে সবাই সন্তুষ্ট ও আগামীতে সাফল্য ধরে রেখে শতভাগ পাসের প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে গ্লোবাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়। ওই বছরে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা চলতি বছরের জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মত জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে শিক্ষার্থীরা। কুমিল্লা শিক্ষাবোর্ডের অনুমোদনের প্রেক্ষিতে ২০১৮ সাল থেকে ৯ম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হবে।

Related Posts

en_USEnglish