কমলনগরে লেগুনার ধাক্কায় ২ মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুতগতির লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তারেক (১৫) ও শরিফ (১৫) নামের দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট বাজারে উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
তারেক উপজেলার পাটারিরহাট ইউনিয়নের আবদুচ সাত্তারের ছেলে, শরিফ আবদুল মালেকের ছেলে। তারা দুইজন ফলকন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। আহত তারেককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানায়, তারেক-শরিফ দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজিরহাট বাজার উত্তর পাশে সিটিসেল টাওয়ারের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির নিবন্ধন বিহীন যাত্রীবাহী লেগুনা (জমিদার-১) মুখোমুখি ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লেগুনাটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। আহতদের স্বজনদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-রামগতি-কমলনগর সড়কে অনুমোদনহীন লেগুনা বেপরোয়াভাবে যাত্রীনিয়ে চালাচল করে আসছে। এসব লেগুনার চালকের আসনে অদক্ষ ও লাইসেন্স বিহীন চালক-হেলফার। যে কারণে এই সড়কে আশঙ্কাজনকহারে দুর্ঘটনা বেড়েছে। অকালে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিভিন্নস্থানে একাধিকবার লেগুনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

Related Posts

en_USEnglish