নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের মানুষের ভাগ্য উন্নয়ন ও অসহায়দের জন্য নিবেদিতভাবে কাজ করতে চান রেবেকা মহসিন। পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়াতে চান তিনি। যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করতে প্রস্তুত রেবেকা মহসিন। রাজনীতিতে দক্ষতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারীকে সাফল্য সনদ দিয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রেবেকা মহসিন কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী। তাঁর রাজনৈতিক জীবনে নারীদের অধিকারের জন্যে কাজ করছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নারীদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় করেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০০৫ সালের ২৭ নভেম্বর রেবেকা মহসিনকে সাফল্য সনদ দেন। কমলনগর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়দের আগ্রহে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।