Corruption can be prevented if we are aware: Lakshmipur Police Superintendent

image_pdfimage_print

Staff Correspondent:
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আমরা নিজেরাই দুর্নীতি করে অন্যের সমালোচনা করি। দুর্নীতি না করার জন্য অন্যকে সচেতন করি। কিন্তু আমি নিজে সচেতন হয়না। তাই আমি নিজে যদি প্রতিজ্ঞা করি অন্য যে কেউ দুর্নীতি করুক আমি করব না, তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, আমার কাজ আমি করব, আমার দেশ আমি গড়বো।
আজ (০৯ ডিসেম্বর) শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
এসময় উদাহরণ দিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে ফরমালিন যুক্ত মাছ বিক্রেতা ফলের দোকানে গিয়ে বলে ফলে কোন ভেজাল নেইতো? আবার ভেজাল ফল বিক্রেতা ফার্মেসীতে গিয়ে বলে ঔষদের মেয়াদ ও কোম্পানি ভালোতো? ভেজাল ঔষদ বিক্রেতা থানায় মামলা করতে গিয়ে বলে এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না। ঠিক তেমনি থানার পুলিশ পেশাগত কাজে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে কিছু পথ যাওয়ার পরে ভেজাল তেলের কারনে গাড়ি বন্ধ হয়ে গেছে। এভাবেই আমরা প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত।
তাই আমরা নিজেরাই যদি আগে সচেতন হয় তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে, দেশ দুর্নীতি মুক্ত হবে, স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও নোয়াখালী দুদক সমন্বিত কার্যালয় আয়োজিত এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, নোয়াখালী দুদক সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আল মামুন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা সনাক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী প্রমুখ।
এর আগে কালেক্টরেট ভবণ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও শপথ বাক্যপাঠ করানো এবং বেলুন ও পায়রা উড়ানো হয়।

Related Posts

en_USEnglish