রামগঞ্জে সাংবাদিকের বসতঘরে চুরি

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে আবু তাহের নামে এক সাংবাদিকের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা ল্যাপটপ, ৬টি মোবাইলফোন,স্বর্নলংকার, প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা সহ দেড় লাখ টাকার মালামাল চুরি হয় বলে দাবী ওই পরিবারের। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। সাংবাদিক আবু তাহের ওই গ্রামের আবদুর লতিফের ছেলে ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক তাহের জানান, রাত আড়াইটার দিকে সবাই ঘুমিয়ে গেলে ঘরের পেচনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুদর্ষ চোরের দল। সবাই ঘুমে থাকার সুযোগে ঘরে থাকা একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন,স্বর্নালংকার ও নগদ অর্থসহ দেড় লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় চোরের দল। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের সব এলোমেলো। চুরি হয়ে গেছে সব। এ ঘটনায় চোরদের গ্রেফতার ও চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্থ পরিবার। রামগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাফর আহমেদ জানান, চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

en_USEnglish