রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

image_pdfimage_print

লক্ষ্মীপুর : “ উৎপানমূখী সমবায় করি- উন্নত বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০১৭।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসর আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি এম সোয়াইব খন্দকার, চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল মঞ্জুর, আলেকজান্ডার ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সুমন হাওলাদার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঞা।
সভায় এম সোয়াইব খন্দকারকে সেরা সফল সমবায়ী ও ৫ টি সমিতিকে সেরা সফল সমিতি হিসেবে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৩০ টি প্রাথমিক ও একটি কেন্দ্রীয় সমিতি ব্যনার ফেষ্টুন ঢোল সানাই নিয়ে অংশ গ্রহন করেন।

Related Posts

en_USEnglish