লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

image_pdfimage_print

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে তিন মাসের অন্তসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার মুন্নিকে (২১) নির্যাতন করে মুখে বিষ ঢেলে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে মানববন্ধন করা হয়। পরে গৃহবধূ মুন্নির হত্যাকারী তার স্বামী ওসমান গনি ও শ্বশুর বাড়ির লোকজনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য (মেম্বর) নুরুল ইসলাম পাটোয়ারী, নিহতের বাবা জবি উল্যাহ, মা শাহেদা বেগম ও নানা শাহ আলম প্রমুখ।

নিহত মুন্নির পরিবারের দাবি, কুলসুম আক্তার মুন্নিকে তার স্বামী ওসমান গত ২৯ অক্টোবর মারধর করে। এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে মরদেহ হাসপাতালে রেখে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

Related Posts

en_USEnglish