কমলনগরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

image_pdfimage_print
 নিজস্ব প্রতিনিধি :
‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে। কমলনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়। সকালে চর বসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বেগম মনিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন,কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদুল ইসলাম,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ( মানিক), কমলনগর সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সায়েদ আল মামুন ও স্কুলের দাতা সদস্য মাওঃ মোঃ ইউছুফ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে প্রায় ৬শত শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়। পরে সকল শিক্ষার্থীদের জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে আপ্যায়ন করানো হয়।

Related Posts

en_USEnglish