লক্ষ্মীপুরে বিদ্যুৎ নেই: ৪৮ ঘন্টা অন্ধকারে কমলনগর

image_pdfimage_print

নিজস্ব প্রতিনিধি: সাগরের নিম্নচাপের ফলে ৩দিনের প্রবল বর্ষণের ৩য় দিন শনিবার (২২ অক্টোবর) বেলা ৩টা পর্যন্ত পুরো লক্ষ্মীপুর জেলার প্রায় ৮৫ ভাগ এলাকায়  বিদ্যুৎ নেই। ঘন্টার পর ঘন্টা অন্ধকারে সাধারণ মানুষ। এর মধ্যে কমলনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বৃস্পতিবার সন্ধ্যা থেকে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যা থেকে রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি এবং রায়পুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

বিদ্যুতের অভাবে বাসাবাড়িতে থাকা ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হচ্ছে, মানুষ প্রয়োজনীয় কাজ সারতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের জন্য অপেক্ষা করছে। কখন আসবে বিদ্যুৎ। কিন্তু দেখা নেই। কি কারণে বিদ্যুৎ নেই বা কখন বিদ্যুৎ ফিরবে তাও কেউ জানে না। আবার জানতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কারণ তথ্য জানার একমাত্র উপায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের হেল্প লাইনগুলোতে কলের পর কল করলেও কেউ রিসিভ করছে না। কি সমস্যা হয়েছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এমন কোন বিষয়ও মানুষ কে জানানো হয়নি।এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের মাত্রা বাড়ছে।

 

অন্যদিকে সকাল থেকে কমলনগর, রামগতি, রায়পুর এবং রামগঞ্জের বিদ্যুৎ কর্মীদের কে মাঠে দেখা গেছে।

Related Posts

en_USEnglish