রামগতিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

লক্ষ্মীপুর :

“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ কাজের  উদ্ভোধন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সন্মেলনকক্ষে শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।বক্তব্য রাখেন বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যানগোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমূখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯ টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।

Related Posts

en_USEnglish