লক্ষ্মীপুর :
“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ কাজের উদ্ভোধন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সন্মেলনকক্ষে শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।বক্তব্য রাখেন বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যানগোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমূখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯ টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।