The road is like a place of death, the festival is turning into sadness

image_pdfimage_print

ঈদ কেন্দ্র করে প্রতি বছর গ্রামে ফেরে লাখো মানুষ। কর্মব্যস্ততা আর যান্ত্রিকতা ফেলে মানুষ চায় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এজন্য যে যেভাবে পারে, বাড়ি ফিরতে চায়। তবে তুমুল আনন্দ নিয়ে আর বাড়ি ফেরা হয় না অনেকের। দুর্ঘটনায় সড়কেই ঝরে যায় প্রাণ। পরিবারগুলোতে নেমে আসে শোকের ছায়া। মহাসড়ক যেন হয়ে ওঠে মৃত্যুপুরী। উৎসবগুলো রূপ নেয় বিষাদে।

গত কয়েক বছরের তুলনায় সড়কের উন্নয়ন হয়েছে এবার। ঈদযাত্রায় ভোগান্তি ছিল তুলনামূলক কম। রাস্তায় খানাখন্দ কিংবা দীর্ঘ যানজট না থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পেরেছেন। তবে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

Related Posts

en_USEnglish