গোসাইরহাটে মাছের ঘেরে মিলল ৮ ফুটের কুমির

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘের থেকে বিশাল আকৃতির এক কুমির উদ্ধার করেন স্থানীয়রা।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় গোসাইরহাটের আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্ৰামের খলিল কাজীর মাছের ঘের থেকে ৮ ফুট লম্বা কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী‌ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মাছের ঘেরে মাটিতে বড় একটি গর্ত দেখেন কর্মরত শ্রমিকরা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করেন তারা। পরে রাত ৮টার দিকে ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকে থাকতে দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয় শ্রমিক ও স্থানীয়রা।

ওসমান আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে কুমির আটকের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কুমিরটি কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা চলছে এলাকাজুড়ে। সকালে কুমির আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ ঘেরে এসে ভিড় করছে কুমিরটি দেখার জন্য।

Related Posts

en_USEnglish