১৫.৯ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাশেল শাহ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সে.। গতকাল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

দিনে তাপমাত্রা বেশি হলেও বিকেলে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রাত থেকে পরদিন সকাল পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকছে বলেও জানান এই কর্মকর্তা।

Related Posts

en_USEnglish