সরে দাঁড়িয়েছেন জনসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে পারেন সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাড়াঁলেন বরিস জনসন। রোববার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ফলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির আরেক নেতা ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের।

জানা যায়, ইতোমধ্যে ১৫০ জনের বেশি এমপির সমর্থন পেয়েছেন সুনাক। অপর দিকে পেনি মর্ডান্টের পেয়েছেন ২৫ জনের। ফলে স্বয়ংক্রিয়ভাবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন ঋসি সুনাক।

প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ ট্রাসের বিদায়ের পর নতুন নেতা হওয়ার দৌড়ে যে ক’জনের নাম উচ্চারিত হচ্ছিল তাদের মধ্যে বরিস জনসনও ছিলেন। রোববার রাতে বিবৃতিতে তিনি বলেন, পার্লামেন্টের আইনপ্রণেতারা তাকে সমর্থন করা শর্তেও তিনি সরে দাঁড়ালেন। আপাতত প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে থাকা ঠিক হবে না বলে মনে করছেন তিনি।

বরিস জানিয়েছেন, পার্লামেন্টে ১০২ জন আইনপ্রণেতা তাকে সমর্থন করছিলেন। তবে বিবিসি বলছে, বরিসকে প্রকাশ্যে সমর্থন করেছেন এমন আইনপ্রণেতার সংখ্যা আসলে ৫৭ জন।

এর আগে গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। মাস দেড়েক আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে তার পদত্যাগের পর এখন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পাটির পরবর্তী নেতা এবং প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণের জন্য আরেকটি নেতৃত্ব নির্বাচন করতে হবে।

Related Posts

en_USEnglish