আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুকুর খোঁড়ার সময় ১৯৫৩ সালের একটি মর্টার শেল পাওয়া গেছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়ায় নাজিম উদ্দিনের পুকুর খননের সময় ভেকুর চালক মর্টার শেলটির সন্ধান পান।
খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে ঘটনাস্থলের কাছে দেবতৈল খেলার মাঠে রেখেছে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে পুলিশ প্রহরায় অবিস্ফোরিত মর্টার শেলটি জনসমাগম থেকে দূরে রাখা হয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান জানান, মর্টার শেলটি অবিস্ফোরিত হওয়ায় জন নিরাপত্তার স্বার্থে খেলার মাঠে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বিস্ফোরক বিশেষজ্ঞ দল তলব করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।