নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার জেলা প্রশাসন ও বি আর টিয়ের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি বনার্ঢ্য র‍্যালি বের হয়ে মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ পার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির উদ্যেশ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো সেলিম মিঞা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

en_USEnglish