মিয়ানমারে নির্বাচনে কারচুপির দায়ে সুচির ৩ বছর কারাদণ্ড

image_pdfimage_print

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে নির্বাচনী জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ইস্যুতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যান্য অপরাধের জন্য মিয়ানমারের এ নেত্রীর ১৭ বছরের কারাদণ্ডের সাজা আছে। এখন ওই সাজার সঙ্গে আরও তিন বছর যুক্ত হলো।

নোবেল বিজয়ী এবং মিয়ানমারের কয়েক দশকের সামরিক শাসনের বিরোধিতাকারী সুচিকে গত বছরের শুরুর দিকে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক করা হয়েছে।

এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দেন সুচি। বর্তমানে তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হলে এসব মামলায় তার সর্বোচ্চ ১৯০ বছর সাজা হতে পারে। এরই মধ্যে তাকে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

অং সান সুচি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী গত বছর ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছে মিয়ানমার। সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি জয় পাওয়ার পর সেনা-সমর্থিত বিরোধী রাজনৈতিক দলগুলো জালিয়াতির অভিযোগ করে।

পরে বিরোধীদের এ অভিযোগে সমর্থন জানিয়ে সুচি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

Related Posts

en_USEnglish