Mirage wants to bring back that U-19

image_pdfimage_print

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ছয় বছর কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে ছিলেন ডানহাতি অফ স্পিনার। সেখান থেকে টুকটাক ব্যাট চালাতে পারা অলরাউন্ডার। গেল দুই বছর আট নম্বরে ব্যাট করতে পারা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

অথচ মিরাজ বিশ্বাস করেন তিনি পরিপূর্ণ অলরাউন্ডার। যিনি ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে ২৪২ রানের সঙ্গে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।

এবার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টপ-মিডলে নিয়মিত ব্যাট করার সুযোগ পেতে পারেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে যেমন তিনি ওয়ান ডাউনে ব্যাট করে ৫৭ রানের দারুণ কার্যকরী ইনিংস খেলেছেন। তার আগে বল হাতে ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন। রাজকীয় পারফরম্যান্সের পর মিরাজ জানিয়েছেন, তিনি অনূর্ধ্ব-১৯ এর সেই বিশ্বকাপের মতো পারফরম্যান্স দিতে চান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে অলরাউন্ড পারফরম্যান্স করতে পারি, তবে সেটা আমার ও দলের জন্য বড় অর্জন হবে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো পারফরম্যান্স দেখানোর স্বপ্ন দেখি আমি।’

ঘরের মাঠে গত বছর আফগানিস্তানের বিপক্ষে লোয়ারে নেমে ম্যাচ জয়ী ৮১ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে গত বছর খেলেছেন ১০০ রানের হার না মানা ম্যাচ জয়ী ইনিংস। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ টপ অর্ডারে ব্যাট করে ফিফটি পেয়েছেন মিরাজ।

সব মিলিয়ে ব্যাট হাতে এখন তিনি আত্মবিশ্বাসী, ‘ভারত সিরিজ থেকে রান পেতে শুরু করি। এরপর ব্যাটিং নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। কীভাবে আরও ভালো ব্যাট করতে পারি এবং দলে অবদান রাখতে পারি তা নিয়ে ভেবেছি। ভিন্ন ভিন্ন পজিশনে আমি ব্যাট করেছি, সেজন্য দল আমাকে দারুণ সমর্থন দিয়েছে।’

ব্যাট হাতে রান পেলেও কোন ম্যাচে কোন অর্ডারে কী পরিস্থিতি ব্যাট করতে হবে এখনও নিশ্চিত নন মিরাজ। যেকোন ব্যাটিং অর্ডারের জন্য তিনি প্রস্তুত। তবে উপরে খেলতে পারা বড় সুযোগ মানছেন তিনি, ‘ভিন্ন পজিশন মানে ভিন্ন পরিস্থিতি। তবে দল যেহেতু সুযোগ দিয়েছে, আমি সেটা নিতে চাই। আমার বিশ্বাস, আমি ব্যাট করতে পারি। আটে ব্যাটিংয়ের চেয়ে টপ-মিডলের যেকোন ব্যাটিং অর্ডারে খেলা অনেক বড় সুযোগ।

Related Posts

en_USEnglish