সাফ জয়ী কলসিন্দুর-কন্যাদের পরিবার পাবে ২ লাখ টাকা

image_pdfimage_print
সাফ জয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবালারের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার দেবে জেলা প্রশাসন।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকেলে আট নারী ফুটবলারের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেয়া হবে। একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
ময়মনসিংহ নগরী থেকে ৭০ কিলোমিটার দূরে গারো পাহাড়ের কোলে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম। এ গ্রাম থেকেই বেড়ে উঠেছে একঝাঁক নারী ফুটবলার। যাদের আটজনই ছিলেন সদ্য সাফ জয়ী টিমে। সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুননাহার সিনিয়র, তহুরা, সাজেদা, শামছুননাহার জুনিয়রদের এমন সাফল্যে তাই গর্বিত কলসিন্দুর তথা গোটা ময়মনসিংহবাসী।
এদিকে ফুটবলারদের দেশে আসার খবরে কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা। অধীর আগ্রহে পরিবারের সদস্য ও এলাকাবাসী সানজিদা, মারিয়াদের বরণ করার অপেক্ষায় আছেন তারা।

Related Posts

en_USEnglish