Government not respectful of opposition opinion: Mirza Fakhrul

image_pdfimage_print

ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয়।

আজ রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব। মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ দেশের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার এবং কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দেওয়া আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে।

‘একতরফা’ নির্বাচনের পর ক্ষমতার দাপট আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন ও দমন–পীড়ন চালিয়ে যাচ্ছে এই সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লিখিত নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সারা দেশ জুলুমের নগরীতে পরিণত হয়েছে। তবে সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ। এই শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

বিবৃতিতে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের গ্রেপ্তার হওয়া ১৪ নেতা-কর্মীর নাম-পরিচয় দেওয়া হয়েছে। তবে ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহিতুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ নিশাত, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর যুবদলের সদস্যসচিব জায়েদ আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ।

বিএনপির মহাসচিবের বিবৃতিতে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে।

Related Posts

en_USEnglish