শাওমির যে ফোনে মাত্র ৯ মিনিটে ফুল চার্জ

শাওমি তাদের রেডমি সিরিজে নতুন এক গুচ্ছ স্মার্টফোন এনেছে। নোট ১২ সিরিজে ফোনগুলো এসেছে। এর মধ্যে একটির মডেল রেডমি নোট ১২আই হাইপার চার্জ। এই ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে চীনের কোম্পানিটি

চীনে এই ফোনের দাম শুরু হয়েছে ২০৯৯ ইয়েন থেকে। শাওমি যে ফোনগুলিতে সুপারফাস্ট চার্জিং ব্যবহার হয় সেই ফোনগুলো হাইপার চার্জ সিরিজে লঞ্চ করেছে।

এই ফোনটি মাত্র ৯ মিনিটে ফুল চার্জ হবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ওলিড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট। এই ফোনে শক্তি জোগাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ১০৮০ মডেলের চিপসেট।

ফোনটি কেনা যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটি চলবে হালনাগাদ অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। সঙ্গে থাকবে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।

Related Posts

en_USEnglish