100 crore defamation case against Shami Kaiser

image_pdfimage_print

জাতীয় প্রেসক্লাবে মোবাইল ফোন হারানোর ঘটনায় সাংবাদিকদের আটকে রেখে ‘চোর’ বলে সম্বোধন করার অভিযোগে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট ও অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলাটি করেন অনলাইনভিত্তির পত্রিকা স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান।

বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ এপ্রিল অভিনেত্রী শমী কায়সার মোবাইল চুরির অভিযোগ এনে প্রায় আধাঘণ্টা অর্ধশত সংবাদকর্মীকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আটকে রাখেন। তখন তার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করেন। কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে চাইলে তাদের ‘চোর’ বলেও সম্বোধন করেন শমী কায়সার। পরে টেলিভিশন ক্যামেরার ফুটেজে ধরা পড়ে লাইটিংয়ের এক কর্মী অভিনেত্রীর মোবাইল ফোনটি চুরি করেছেন।

Related Posts

en_USEnglish