নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৩৮ কেন্দ্রে ২৩ হাজার শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষা অংশ গ্রহন করবে।বুধবার (১লা নভেম্বর) থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩২ হাজার ১ শ ৬ জন পরীক্ষার্থী অংশ নিবে।জেএসসি তে মোট ২৩ হাজার ৬শ এবং জেডিসিতে ৮ হাজার ৫শ ৬ পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন। জেলার বিভিন্ন স্কুলের ২৩ কেন্দ্রে ও মাদরাসার ১৫ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেএসসিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১১ কেন্দ্রে ৯ হাজার ৭শ ২০, রামগঞ্জে ৫ কেন্দ্র ৪ হাজার ৫শ ৮, রায়পুরে ৩ কেন্দ্র ৩ হাজার ৮শ ২২, রামগতিতে ২ কেন্দ্র ৩ হাজার ৪শ ৮৭ এবং কমলনগরের ২ কেন্দ্র ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেনা । এ সময় তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনাসহ একাধিক নিদের্শ দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।