Journalism discipline is needed in Lakshmipur: Principal Moin Uddin Pathan

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান বলেছেন, লক্ষ্মীপুর সাংবাদিকতার শৃংখলা প্রয়োজন। এখন প্রায় সব পেশায় দূর্নীতি হচ্ছে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ থেকে সংবাদ পরিবেশন করতে হবে।
আজ (১ অক্টোবর) রবিবার দুপুর ১২টায় বেসরকারী টেলিভিশন চ্যানেল আই’র ১৯তম জম্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

1
এসময় চ্যানেল আইয়ের লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাধের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।
এসময় মা্ঈন উদ্দিন পাঠান বলেন, সাংবাদিকতা এখন সংস্কৃতি বিরাজ করছে না। জেলা পর্যায়ের সাংবাদিকরা এ পেশায় থেকে সংসার চালাতে পারে না। তাই সাংবাদিকতা পেশার সাথে অন্য পেশায় জড়িত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর ভবানিগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, সাংবাদিক শহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, সাইফুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন জবু, নজরুল ইসলাম জয়, রুবেল হোসেন, রাকিব হোসেন রনি প্রমুখ।

Related Posts

en_USEnglish